ফের চাকরি কর্মীদের জন্য সুখবর। এবার নিয়োগ হবে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে। সদ্য এই মর্মে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি। এবার নিয়োগ হবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে। তবে, নিয়োগ হবে চুক্তি ভিত্তিক।
শূন্যপদ
ব্যাঙ্কে হেড (প্রোডাক্ট, ইনভেটমেন্ট অ্যান্ড রিসার্চ), জোনাল হেড, রিজিওনাল হেড, রিলেশনশিপ ম্যানেজার টিম লিড এবং সেন্ট্রাল রিসার্চ টিম (প্রোডাক্ট লিড) পদে হবে কর্মী নিয়োগ। মোট শূন্য পদ ২৫টি। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই সময় নিযুক্তদের মেয়াদ হবে ৫ বছর। শর্তসাপেক্ষে আরও চার বছর বাড়ানো হতে পারে।
পোস্টিং
এ রাজ্যে তে বটেই। সঙ্গে মুম্বই. নয়া দিল্লি ও চেন্নাই-সহ বিভিন্ন দেশে হবে পোস্টিং। ২৫টি পদে হবে নিয়োগ। তাই দেরি না করে প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি দেখে নিন।
বয়সের সীমা
রিলেশনশিপ ম্যানেজার টিম লিড এবং সেন্ট্রাল রিসার্চ টিম (প্রোডাক্ট লিড) পদে আবেদন করতে বয়ঃসীমা হতে হবে ২৮ থেকে ৪২ বছর এবং ৩০ থেকে ৪৫ বছর। সংরক্ষিতদের জন্য আছে বিশেষ ছাড়। অন্যদিকে, বাকি পদগুলোর জন্য বয়স হতে হবে ৩৫ থেকে ৫০ বছরের মধ্যে।
বেতন
পদ অনুসারে হবে বেতন। নিযুক্তদের সর্বোচ্চ বার্ষিক বেতন ১৩ লক্ষ ৫ হাজার টাকা।
যোগ্যতা
ব্যাঙ্কে হেড (প্রোডাক্ট, ইনভেটমেন্ট অ্যান্ড রিসার্চ), জোনাল হেড, রিজিওনাল হেড, রিলেশনশিপ ম্যানেজার টিম লিড পদের জন্য প্রর্থীদের কোনও সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক বা স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন হতে হবে। পাশাপাশি ১২ বছরের পেশাদারি অভিজ্ঞতা থাকলে আবেদন করুন।
নির্বাচন পদ্ধতি
ইন্টাভিউ-র মাধ্যমে হবে নির্বাচন। এই পদে কাজে আগ্রহীরা আবেদন করুন। আবেদন করতে হবে অনলাইনে। আবেদন মূল্য ৭৫০ টাকা। সংরক্ষিতদের আবেদমূল্য কম হবে। আগামী ১২ ডিসেম্বর আবেদনের শেষ। নির্দিষ্ট শর্তাবলী মেনে এই পদে আবেদন করুন।