Job News Update: দামোদর ভ্যালি কর্পোরেশনে বিপুল শূন্যপদে কর্মী নিয়োগ, জানুন আবেদনের শেষ তারিখ

Published : Jun 22, 2025, 09:46 AM ISTUpdated : Jun 22, 2025, 09:47 AM IST
Job vacancy

সংক্ষিপ্ত

Government Job Vacancy: দামোদর ভ্যালি কর্পোরেশনে চলছে কর্মী নিয়োগ। একাধিক শূন্যপদে  হবে নিয়োগ। জানুন আবেদনের শেষ তারিখ। বিশদে জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন… 

Government Job Vacancy: দীর্ঘদিন ধরে চাকরি খুঁজছেন কিন্তু মনের মতোন চাকরি পাচ্ছেন না? তাহলে চাকরি প্রার্থীদের জন্য রয়েছে কাজের সুবর্ণ সুযোগ। দামোদর ভ্যালি কর্পোরেশনে চলছে বিভিন্ন পদে কর্মী নিয়োগ। জানা গিয়েছে, কেন্দ্রীয় শক্তি মন্ত্রকের অধীনস্থ এই সংস্থার তরফে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি থেকে আরও জানা গিয়েছে যে, আগ্রহী প্রার্থীরা সংস্থার বিভিন্ন পদে চাকরির সুযোগ পাবেন। এরজন্য ইচ্ছুক প্রার্থীদের অনলাইনে চাকরির আবেদন জানাতে হবে।

কোন কোন পদে কর্মী নিয়োগ করা হব (Government Job Vacancy):-

বিজ্ঞপ্তি থেকে আরও জানা গিয়েছে যে, দামোদর ভ্যালি কর্পোরেশনে ফিজিওথেরাপিস্ট, জুনিয়র ফার্মাসিস্ট গ্রেড-২, জুনিয়র নার্সিং স্টাফ, জুনিয়র কেমিস্ট, জুনিয়র মাল্টিপারপাস হেলথ ওয়ার্কার, জুনিয়র ল্যাব টেকনিশিয়ান, জুনিয়র হেলথ ইন্সপেক্টর এবং জুনিয়র এক্সরে টেকনিশিয়ান পদে কর্মী নিয়োগ করা হবে।

শূন্যপদের সংখ্যা (Government Job Vacancy):-

সংস্থার তরফে প্রকাশিত বিজ্ঞাপন থেকে জানা গিয়েছে মোট শূন্যপদের সংখ্যা ৫৯টি। চাকরিতে নিযুক্তদের প্রথমে এক বছর চুক্তির ভিত্তিতে কাজের সুযোগ দেওয়া হবে। এর পর প্রয়োজন অনুযায়ী এই মেয়াদ আরও দু’বছর বাড়ানো হতে পারে। এছাড়াও বেতন হবে মাসে ২০,৫০০ টাকা থেকে শুরু করে ৩৮,৯০০ টাকা। এবং আগ্রহী চাকরি প্রার্থীদের বয়স হতে হবে ৬২ বছরের মধ্যে।

শিক্ষাগত যোগ্যতা (Education Qualification):-

আগ্রহী চাকরি প্রার্থীদের ফিজিওথেরাপিস্ট পদে আবেদনকারীদের উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হওয়ার পর কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ফিজিওথেরাপিতে ডিপ্লোমা থাকতে হবে। প্রয়োজন দু-বছরের পেশাগত অভিজ্ঞতাও। একই ভাবে বাকি পদগুলির জন্যও যোগ্যতার অন্য মাপকাঠি রয়েছে, যা মূল বিজ্ঞপ্তিতে বিশদ উল্লেখ করা হয়েছে।

আবেদনের শেষ তারিখ (Last Date of Application):-

আগ্রহী চাকরি প্রার্থীদের বিস্তারিত তথ্য জানতে সংস্থার ওয়েব সাইটে নজর রাখতে বলা হয়েছে। এছাড়াও আবেদনের শেষ তারিখ ৯ জুলাই। শুধু তাই নয়, আগ্রহী প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে অথবা স্কিল টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে।

অন্যদিকে, ব্যাঙ্কে চাকরিতে রয়েছে প্রচুর শূন্যপদ। চলছে কর্মী নিয়োগ। এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে চলছে কর্মী নিয়োগ। ইচ্ছুক চাকরি প্রার্থীরা কাজের জন্য এখানে আবেদন জানাতে পারবেন। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়ে এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ওই বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে শূন্যপদে কর্মী নিয়োগ চলছে। এর জন্য আবেদনকারীকে সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইটে গিয়ে অনলাইনে চাকরির আবেদন জানাতে হবে। ইতিমধ্যে আবেদন গ্রহন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

কোন কোন পদে কর্মী নিয়োগ করা হবে (Job Vacancy News):-

বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে অফিসার-ডিজিটাল টেকনোলজি ফিনাকেল কোর পদে কর্মী নিয়োগ করা হবেয মোট শূন্য পদের সংখ্যা ৬টি। এই পোস্টে চাকরির জন্য চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হবে। প্রথমে তিন বছরের জন্য চুক্তিতে কর্মী নিয়োগ করা হবে। পরে অভিজ্ঞতা ও কাজের দক্ষতার ভিত্তিতে আরও ২ বছরের মেয়াদ বাড়ানো হতে পারে।

আগ্রহী প্রার্থীদের বেতন (Government Job News):-

জানা গিয়েছে, আগ্রহী চাকরি প্রার্থীদের বেতন হবে বার্ষিক ১৪.৬৮ লক্ষ টাকা। এই পদে চাকরির জন্য ইচ্ছুক প্রার্থীর বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা (Education Qualification):-

আগ্রহী চাকরি প্রার্থীদের কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন-এ স্নাতকে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। যাঁদের কম্পিউটার সায়েন্স এবং আইটিতে এমসিএ বা এমটেকএ ন্যূনতম ৫০ শতাংশ নিয়ে উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি, দু’বছরের পেশাগত অভিজ্ঞতা থাকলে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

DRDO-তে কর্মী নিয়োগ, শূন্যপদ প্রায় ১০০০ টি, শুরুতেই বেতন প্রায় ৩৬ হাজার, জেনে নিন কারা আবেদনযোগ্য
Education News: চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে ডঃ ভি. কে. রাইকে নিয়োগ করল আইআইএম কলকাতা ইনোভেশন পার্ক