
Job Vacancy: অনেকদিন ধরে চাকরি খুঁজছেন কিন্তু মনের মতোন চাকরি পাচ্ছেন না? আপনার যদি শিক্ষকতার পেশার প্রতি ঝোঁক থাকে তাহলে আপনার জন্য রয়েছে স্কুলে চাকরির সুবর্ণ সুযোগ। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলে চলছে নন-টিচিং স্টাফ নিয়োগ। অর্থাৎ গ্রুপ ডি ও ক্লার্ক পদে কর্মী নিয়োগ চলছে। মোট শূন্যপদের সংখ্যা ৮.৪৭৭টি। চলতি সপ্তাহের মধ্যেই এই বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
গ্রুপ ডি-র কোন কোন পদে নিয়োগ করা হবে (Job Vacancy News):-
জানা গিয়েছে, গ্রুপ ডি-র ল্যাব অ্যাটেন্ডেন্ট, নাইট গার্ড, পিওন ও হেল্পার পদে কর্মী নিয়োগ করা হবে। এই পদে চাকরির আবেদনের জন্য আবেদনকারীর বয়স হতে হবে ০১.০১.২০২৫ অনুযায়ী ১৮ থেকে ৪০ বছরের মধ্যে।
গ্রুপ ডি পদে চাকরির জন্য শিক্ষাগত যোগ্যতা (Education Qualification):-
গ্রুপ ডি-র পোস্টে চাকরির জন্য আগ্রহী চাকরি প্রার্থীদের অষ্টম শ্রেণি বা সমতূল্য পরীক্ষায় পাস করতে হবে।
ক্লার্ক পদের জন্য যোগ্যতা (Education Qualification):-
ক্লার্ক পদের জন্য আগ্রহী চাকরি প্রার্থীদের মাধ্যমিক কিংবা বা সমতূল্য পরীক্ষায় পাস করতে হবে। এছাড়াও আবেদনকারীর বয়স হতে হবে ০১.০১.২০২৫ অনুযায়ী ১৮ থেকে ৪০ বছরের মধ্যে।
কীভাবে প্রার্থী বাছাই করা হবে:-
জানা গিয়েছে ক্লার্ক পদের জন্য প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে মোট ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। ৬০ নম্বরের লিখিত পরীক্ষা। ১০ নম্বরের শিক্ষাগত যোগ্যতা। কম্পিউটার টেস্টের জন্য ১০ নম্বর এবং ইন্টারভিউয়ের জন্য থাকবে ৫ নম্বর।
গ্রুপ ডি পদে চাকরির জন্য মোট ৫০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। ৪৫ নম্বরের লিখিত পরীক্ষা। এবং ইন্টারভিউয়ের জন্য থাকবে ৫ নম্বর।
শুধুমাত্র মেধার ভিত্তিতেই কর্মী নিয়োগ করা হবে। ওয়েটিং লিস্টে নাম থাকা মানেই চাকরি পেয়ে যাওয়া নয়। এছাড়াও দেখা হবে অ্যাকাডেমিক স্কোর, কম্পিউটারে দক্ষতা এবং টাইপিং স্কিল। খুব শীঘ্রই এই পদে চাকরির জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। আগ্রহী চাকরি প্রার্থীদের এরজন্য www.westbengalssc.com ওয়েবসাইটটিতে নজর রাখতে হবে।
অন্যদিকে, আপনি যদি গণিতে স্নাতকোত্তর হন তাহলেই মিলবে ঝটপটট চাকরি। কিন্তু কীভাবে? আসুন জেনে নিই বিস্তারিত তথ্য। গণিত স্নাতকোত্তর অথচ চাকরি পাচ্ছেন না কোনও! তাহলে আপনাকে বিরাট সুযোগ করে দিচ্ছে দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি। এই ইনস্টিটিউটে চলছে গবেষণা সংক্রান্ত কাজের জন্য কর্মী নিয়োগ। সেই মর্মে বিস্তারিত তথ্য জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই সংস্থা।
কোন কোন পদের জন্য প্রার্থী নিয়োগ হবে (Job News):-
বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে যে, দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে সিনিয়র রিসার্চ ফেলো পোস্টে কর্মী নিয়োগ করা হবে। জানা গিয়েছে, অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন নামক এই সংস্থার অর্থ সাহায্যেই পরিচালিত হবে সংস্থার যাবতীয় কাজকর্ম। এরজন্য আগ্রহী প্রার্থীদের প্রতিমাসে স্টাইপেন্ড দেওয়া হবে ৪২ হাজার টাকা। আগ্রহী চাকরি প্রার্থীরা অনলাইনের মাধ্যমে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন।
চাকরি প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা (Job News):-
দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে সিনিয়র রিসার্চ ফেলো পোস্টে কাজ করার জন্য আবেদনকারীকে অবশ্যই কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গণিত/অ্যাপ্লায়েড ম্যাথমেটিক্স বিষয়ে মাস্টার অফ সায়েন্স ডিগ্রি থাকা দরকার। এছাড়াও, ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট, গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে। জুনিয়র রিসার্চ ফেলো হিসাবে দু-বছরের গবেষণার কাজে অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।