কেন্দ্রীয় সরকারি চাকরিতে বিপুল শূন্য পদে নিয়োগের সুবর্ণ সুযোগ, জানুন আবেদনের শেষ তারিখ

Published : Oct 11, 2025, 09:55 AM ISTUpdated : Oct 11, 2025, 10:20 AM IST
Job report 2025

সংক্ষিপ্ত

Government Job News: সরকারি চাকরিতে সুবর্ণ সুযোগ। আজই করুন আবেদন। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Government Job News: আপনি কী দীর্ঘদিন ধরে সরকারি চাকরি খুঁজছেন? অথচ মনের মতো চাকরি পাচ্ছেন না? তাহলে আপনার জন্য কেন্দ্রীয় সরকারি চাকরিতে সুবর্ণ সুযোগ। বিপুল শূন্য পদে কর্মী নিয়োগ করতে চলেছে ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়াতে। কেন্দ্রীয় পারমাণবিক শক্তির অধীনস্থ এই সংস্থায় চুক্তিভিত্তিক বিভিন্ন পোস্টে কর্মী নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীরা দেশের বিভিন্ন রাজ্যে চাকরির সুযোগ পাবেন।

কোন কোন শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে?

বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে যে, সংস্থায় কর্মী নিয়োগ করা হবে- প্রজেক্ট ইঞ্জিনিয়ার, টেকনিক্যাল অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ইঞ্জিনিয়ার, সিনিয়র আর্টিসান এবং জুনিয়র আর্টিসান পদে। এছাড়াও কাজের সুযোগ মিলবে ব্যবসায়িক বিভাগেও। আগ্রহী প্রার্থীরা দেশের বিভিন্ন রাজ্যে কাজ করার সুযোগ পাবেন। মোট শূন্য পদের সংখ্যা ৯০টি। ইন্টারভিউয়ের মাধ্যমে আগ্রহী প্রার্থীদের বাছাই করা হবে।

শিক্ষাগত যোগ্যতা:-

সংশ্লিষ্ট পোস্টগুলিতে চাকরির জন্য আগ্রহী প্রার্থীদের যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে বি-টেক উত্তীর্ণ হতে হবে। এছাড়াও কাজে দক্ষ প্রার্থীদের জন্য বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে।

এছাড়াও আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ৩৩ বছরের মধ্যে। এবং নিযুক্তদের পদ অনুযায়ী বেতন হবে ২৩,২১৮ টাকা থেকে শুরু করে ৫৫ হাজার টাকা। সঙ্গে মিলবে অন্যান্য সুযোগ সুবিধাও।

অন্যদিকে, ভারতীয় আইটি জায়ান্ট টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS) শুক্রবার তাদের আগামী ৩ বছরের পরিকল্পনার কথা ঘোষণা করেছে। জানিয়েছে আগামী ৩ বছরে যুক্তরাজ্য জুড়ে ৫ হাজার কর্মসংস্থান করার পরিকল্পনা করছে তারা। লন্ডনে একটি এআই এক্সপেরিয়েন্স জোন এবং ডিজাইন স্টুডিও চালু করার কথা ঘোষণা করা হয়েছে। সেপ্টেম্বরে নিউ ইয়র্ক ডিজাইন স্টুডিও খোলার পর লন্ডন স্টুডিওটি বিশ্বব্যাপী দ্বিতীয় জাতীয় কেন্দ্র হতে চলেছে TCS-র।

TCS পাঁচ দশকেরও বেশি সময় ধরে যুক্তরাজ্যের প্রযুক্তি অংশীদার। কোম্পানিটি জানিয়েছে যে তারা ২০২৪ অর্থবছরে যুক্তরাজ্যের অর্থনীতিতে ৩.৩ বিলিয়ন পাউন্ড অবদান রেখেছে। টিসিএস ২০২৪ অর্থবছরে যুক্তরাজ্যের কোষাগারে মোট ৭৮০ মিলিয়ন পাউন্ডেরও বেশি কর দিয়েছে বলে জানা যাচ্ছে।

৩০ শে সেপ্টেম্বর শেষ হওয়া ত্রৈমাসিকে টিসিএস তাদের বিশ্বব্যাপী কর্ম সংখ্যায় তীব্র হ্রাসের কথা জানানোর পরই নতুন নিয়োগের কথা ঘোষমা করে। কোম্পনির কর্মী সংখ্যা ৫৯৩,৩১৪। কর্মী ছাঁটাইয়ের কারণে ১৯,৭৫৫ জনের চাকরি গিয়েছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

জেলা স্বাস্থ্য দফতরে কমিউনিটি হেলথ অফিসার পদে নিয়োগ, কারা করতে পারবেন আবেদন? জানুন এক ক্লিকে
DRDO-তে কর্মী নিয়োগ, শূন্যপদ প্রায় ১০০০ টি, শুরুতেই বেতন প্রায় ৩৬ হাজার, জেনে নিন কারা আবেদনযোগ্য