TCS আগামী ৩ বছরে যুক্তরাজ্যে ৫ হাজার কর্মসংস্থান করতে চলেছে, ঘোষণা সংস্থার পক্ষ থেকে

Published : Oct 10, 2025, 04:17 PM IST
UK Minister Jason Stockwood with TCS leaders at Banyan Park Mumbai

সংক্ষিপ্ত

ভারতীয় আইটি জায়ান্ট টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS) আগামী ৩ বছরে যুক্তরাজ্যে ৫ হাজার কর্মসংস্থান তৈরির পরিকল্পনা করেছে। এই পরিকল্পনার অংশ হিসেবে লন্ডনে একটি এআই এক্সপেরিয়েন্স জোন এবং ডিজাইন স্টুডিও চালু করা হবে। 

ভারতীয় আইটি জায়ান্ট টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS) শুক্রবার তাদের আগামী ৩ বছরের পরিকল্পনার কথা ঘোষণা করেছে। জানিয়েছে আগামী ৩ বছরে যুক্তরাজ্য জুড়ে ৫ হাজার কর্মসংস্থান করার পরিকল্পনা করছে তারা। লন্ডনে একটি এআই এক্সপেরিয়েন্স জোন এবং ডিজাইন স্টুডিও চালু করার কথা ঘোষণা করা হয়েছে। সেপ্টেম্বরে নিউ ইয়র্ক ডিজাইন স্টুডিও খোলার পর লন্ডন স্টুডিওটি বিশ্বব্যাপী দ্বিতীয় জাতীয় কেন্দ্র হতে চলেছে TCS-র।

TCS পাঁচ দশকেরও বেশি সময় ধরে যুক্তরাজ্যের প্রযুক্তি অংশীদার। কোম্পানিটি জানিয়েছে যে তারা ২০২৪ অর্থবছরে যুক্তরাজ্যের অর্থনীতিতে ৩.৩ বিলিয়ন পাউন্ড অবদান রেখেছে। টিসিএস ২০২৪ অর্থবছরে যুক্তরাজ্যের কোষাগারে মোট ৭৮০ মিলিয়ন পাউন্ডেরও বেশি কর দিয়েছে বলে জানা যাচ্ছে।

৩০ শে সেপ্টেম্বর শেষ হওয়া ত্রৈমাসিকে টিসিএস তাদের বিশ্বব্যাপী কর্ম সংখ্যায় তীব্র হ্রাসের কথা জানানোর পরই নতুন নিয়োগের কথা ঘোষমা করে। কোম্পনির কর্মী সংখ্যা ৫৯৩,৩১৪। কর্মী ছাঁটাইয়ের কারণে ১৯,৭৫৫ জনের চাকরি গিয়েছে।

টিসিএসের সিএইচআরও সুদীপ কুন্নিমাল বলেছেন যে, পুনর্গঠন অনুশীলনের অংশ হিসেব সংস্থাটি তার মধ্য ও সিনিয়র স্তরের কর্মীদের (প্রায় ৬ হাজার কর্মচারী) ১ শতাংশ ‘মুক্তি’ দিয়েছে। … আমরা মধ্য ও সিনিয়র স্তরের আমাদের প্রায় ১ শতাংশ কর্মীরে মুক্তি দিয়েছি যাদের আমরা উপযুক্ত ভূমিকায় পুননির্মাণ করতে পরিনি। কুন্নুমাল বলেন, টিসিএস সদ্য শেষ হওয়া ত্রৈমাসিকে ১৮,৫০০ কর্মী নিয়োগ করেছে এবং আগে করা সমস্ত চাকরির প্রস্তাবকে সম্মান জানিয়েছে।

এদিকে কয় মাস আগে বেতন না বাড়ার কারণে খবরে এসেছিল টিসিএস। এমনিতেই টিসিএসের পলিসি বা নীতি বদল নিয়ে শোরগোল পড়েছিল। তেমনই বেঞ্চিং পিরিয়ড কমিয়ে দেওয়া হয়েছে, কোনও প্রজেক্ট না পেলে, বেতন বৃদ্ধি হবে না একথাও জানিয়ে দেওয়া হয়েছিল। তারপর বেতন বৃদ্ধি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। এবার আবার কর্মসংস্থান বৃদ্ধি বিয়ে খবরে এল এই সংস্থা।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

WBSSC Recruitment 2025: পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি এবং গ্রুপ ডি-তে অষ্টম পাশেও করবে নিয়োগ, আজই আবেদন করুন
জেলা স্বাস্থ্য দফতরে কমিউনিটি হেলথ অফিসার পদে নিয়োগ, কারা করতে পারবেন আবেদন? জানুন এক ক্লিকে