
পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য এ এক সুবর্ণ সুযোগ। প্রকাশিত হল WBSSC SLST 2025 (West Bengal School Service Commission Secondary and Higher Secondary Assistant Teacher Recruitment) বিজ্ঞপ্তি জারি হয়েছে। এই নিয়োগের ৩৫ হাজারেরও বেশি শিক্ষক নিয়োগের ফর্ম ফিলাপ শুর হয়েছে। আগ্রহী প্রার্থীরা অবশ্যই ১৪ই জুলাই ২০২৫-এর মধ্যে আবেদন করুন।নয়তো এর পরবর্তী সময়ে আর কোনও আবেদন গ্রহণ করা হবে না।
এই নিয়োগ পক্রিয়ায় ক্লার্ক ও গ্রুপ-ডি-তে ৩৫ হাজারেরও বেশি শিক্ষক নিয়োগ করা হবে। এই নিয়োগ প্রক্রিয়ার অধীনে সেকেন্ডারি (IX-X) এবং হায়ার সেকেন্ডারি (XI-XII) স্তরে মোট ৩৫,৭২৬টি সহকারী শিক্ষক পদের (Assistant Teacher Vacancy 2025 West Bengal) নিয়োগ করা হচ্ছে। এই নিয়োগ পরীক্ষার সম্ভাব্য তারিখ সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে হবে। আবেদন করতে অফিসিয়াল ওয়েবসাইট www.westbengalssc.com - এ আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন।
নিয়োগের জন্য প্রার্থীদের লিখিত পরীক্ষা, অ্যাকাডেমিক যোগ্যতা, মৌখিক ইন্টারভিউ ও লেকচার ডেমোনস্ট্রেশনের ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা প্রস্তুত করা হবে।
শিক্ষক নিয়োগের পাশাপাশি বহু প্রতীক্ষিত ক্লার্ক এবং গ্রুপ-ডি (Clerk & Group D Vacancy WBSSC 2025) পদের বিজ্ঞপ্তিও শীঘ্রই প্রকাশিত হবে বলে জানা যাচ্ছে। আগ্রহী প্রার্থীদের WBSSC-এর ওয়েবসাইটে নিয়মিত নজর রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।
যাঁরা সহকারী শিক্ষক পদের জন্য আবেদন করতে চান, তাঁরা দেরি না করে আজই আবেদন করুন। পাশাপাশি, যাঁরা ক্লার্ক ও গ্রুপ-ডি নিয়োগের অপেক্ষায়, তাঁরাও প্রস্তুতি জারি রাখুন—বিজ্ঞপ্তি যে কোনও দিন প্রকাশিত হতে পারে।
নতুন SLST শুরু হলেও, কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি হারানো প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী এখনও চাকরি ফেরতের দাবিতে আন্দোলনে রয়েছেন। অনেকে অনশনেও বসেছেন। তাঁদের দাবি, রাজ্য সরকার পাশে দাঁড়াচ্ছে না।
যোগ্যতা: আবেদনকারীকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর এবং NCTE অনুমোদিত প্রতিষ্ঠান থেকে B.Ed ডিগ্রি থাকতে হবে।