স্বাস্থ্য দফতরে বিপুল শূন্যপদে চলছে কর্মী নিয়োগ, জানুন আবেদনের শেষ তারিখ

Published : Aug 10, 2025, 09:45 AM IST
Job vacancy

সংক্ষিপ্ত

Government Job News: সরকারি চাকরিতে সুবর্ণ সুযোগ। রাজ্য সরকারের এই দফতরে বিপুল শূন্যপদে চলছে কর্মী নিয়োগ। কীভাবে আবেদন জানাবেন? বিশদে জানতে  পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন… 

Government Job News: আপনি কী দীর্ঘ দিন ধরে সরকারি চাকরি খুঁজছেন? তাহলে আপনার জন্য রয়েছে দারুন সুবর্ণ সুযোগ। রাজ্য সরকারি চাকরিতে সুবর্ণ সুযোগ। স্বাস্থ্য দফতরের পাশাপাশি এবার রাজ্য ফার্মসিস্ট পদেও কর্মী নিয়োগ করা হবে বলে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানা গিয়েছে, রাজ্য ফার্মাসিস্ট পদে চলছে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ।

কোন কোন পদের জন্য কর্মী নিয়োগ করা হবে:-

বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে যে, ফার্মাসিস্ট পদে গ্রেড-৩ পদে কর্মী নিয়োগ করা হবে। নির্বাচিত প্রার্থীদের কাজ করতে হবে রাজ্য স্বাস্থ্য দফতর ও পরিবার কল্যাণ মন্ত্রকে। জানা গিয়েছে, মোট শূন্যপদের সংখ্যা ৩৫০টি। তবে কোনও চুক্তিভিত্তিক নয়। সরাসরি নিয়োগ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বেতন কত হবে:-

এই পদে আগ্রহী প্রার্থীদের বেতন হবে প্রতিমাসে ২৮ হাজার ৯০০ টাকা। এছাড়াও মিলবে অন্যান্য সব সুযোগ সুবিধা। এছাড়াও আবেদনকারীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে। এবং দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে। সঙ্গে ২ বছরের ফার্মাসির ডিগ্রি থাকতে হবে। এবং ওয়েস্ট বেঙ্গল ফার্মাসি কাউন্সিলের তরফে ‘এ’ ক্যাটাগরিতে নথিভুক্ত ফার্মাসিস্ট হতে হবে আবেদনকারীকে। প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৩৯ বছরের মধ্যে।

কীভাবে জানাবেন আবেদন:-

সংশ্লিষ্ট পদে চাকরির আবেদনের জন্য ইচ্ছুক প্রার্থীকে প্রথমেই রাজ্য স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তি দেখে অনলাইনে আবেদন জানাতে হবে। এরজন্য প্রার্থীর সমস্ত ডকুমেন্টস জমা করতে হবে। আবেদনের শেষ তারিখ ৩ সেপ্টেম্বর।

অন্যদিকে, সরকারি চাকরিতে আগ্রহী প্রার্থীদের জন্য দারুণ সুবর্ণ সুযোগ। এবার রাজ্য স্বাস্থ্য দফতরে চলছে বিপুল শূন্যপদে কর্মী নিয়োগ। প্রায় একহাজার পদে হবে এই নিয়োগ। সূত্রের খবর, রাজ্য স্বাস্থ্য বিভাগে জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার পদে কর্মী নিয়োগ করা হবে। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড।

বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে যে, এই পদগুলিতে আবেদনের জন্য আগ্রহী প্রার্থীকে ব্যাচেলর অফ সার্জারি, ব্যাচেলর অফ মেডিসিন ডিগ্রি থাকা আবশ্যক। তবে শুধু ডিগ্রি থাকলেই হবে না। এই ক্ষেত্রে ওই প্রার্থীর রাজ্য মেডিকেল কাউন্সিলে নাম থাকাও আবশ্যক। তবেই সংশ্লিষ্ট পদের জন্য করা যাবে চাকরির আবেদন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

জেলা স্বাস্থ্য দফতরে কমিউনিটি হেলথ অফিসার পদে নিয়োগ, কারা করতে পারবেন আবেদন? জানুন এক ক্লিকে
DRDO-তে কর্মী নিয়োগ, শূন্যপদ প্রায় ১০০০ টি, শুরুতেই বেতন প্রায় ৩৬ হাজার, জেনে নিন কারা আবেদনযোগ্য