ডাক্তারি পড়ায় এল নতুন চমক! সহজেই চিকিৎসক হতে পারবেন এদেশের ছাত্রছাত্রীরা

Published : Jun 05, 2024, 09:57 AM IST
Doctor

সংক্ষিপ্ত

ডাক্তারি পড়ায় এল নতুন চমক! সহজেই চিকিৎসক হতে পারবেন এদেশের ছাত্রছাত্রীরা

মেডিক্যাল নিয়ে পড়াশুনো করতে ফিলিপাইন্সে গিয়ে থাকেন বহু ছাত্রছাত্রী। এবার এই সব ছাত্রছাত্রীদের জন্য রয়েছে খুশির খবর। এবার শুধু পাড়াশুনাই নয় ফিলিপাইন্সে গিয়ে ডাক্তারিও করতে পারবেন ছাত্রছাত্রীরা।

এই নিয়ে নতুন নিয়ম তৈরি হয়েছে এই দেশে। যারা ভারতে ফিরে ডাক্তারি করতে চান, তাঁরাও উপকৃত হবেন এই নিয়মে। এই নিয়মগুলি ভারতের ন্যাশনাল মেডিক্যাল কমিশনের নিয়মের সঙ্গে মেলে, এর দরুণ পড়ুয়ারা বিদেশে তাঁদের পড়াশোনা শেষ করার পরে ভারতে স্ক্রিনিং টেস্টের জন্য উপস্থিত হতে পারবেন ওই পড়ুয়ারা।

ফিলিপাইন্সই প্রথম নয়, এর আগে এ রাশিয়া, বেলারুশ, জর্জিয়া তেও । এনএমসি নিয়ম অনুযায়ী, বিদেশ থেকে মেডিক্যাল ডিগ্রি অর্জন করে সেই দেশে প্র্যাকটিসের লাইসেন্স থাকলেও শিক্ষার্থীরা এই দেশেও স্ক্রিনিং-এ অংশ নিতে পারবেন। তাই ফিলিপাইন্সে ডাক্তারি পড়ে এ দেশেও চিকিৎসা করতে পারবেন ছাত্রছাত্রীরা।

PREV
click me!

Recommended Stories

WBSSC Recruitment 2025: পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি এবং গ্রুপ ডি-তে অষ্টম পাশেও করবে নিয়োগ, আজই আবেদন করুন
জেলা স্বাস্থ্য দফতরে কমিউনিটি হেলথ অফিসার পদে নিয়োগ, কারা করতে পারবেন আবেদন? জানুন এক ক্লিকে