কলকাতা মেট্রোতে বড়সড় নিয়োগ! মাসিক বেতন কত, কীভাবে আবেদন করবেন? জেনে নিন বিশদে

Published : Apr 20, 2024, 09:08 AM IST
Kolkata railway recruitment started check the eligibility

সংক্ষিপ্ত

রেলওয়ে বিকাশ নিগম লিমিটেডে নিয়োগ। সম্প্রতি এই মর্মে ইতিমধ্যেই জারি হয়েছে বিজ্ঞপ্তি। ইচ্ছুক প্রার্থীদের Email- করে আবেদন পত্র পাঠাতে হবে।

রেলওয়ে বিকাশ নিগম লিমিটেডে নিয়োগ। সম্প্রতি এই মর্মে ইতিমধ্যেই জারি হয়েছে বিজ্ঞপ্তি। ইচ্ছুক প্রার্থীদের Email- করে আবেদন পত্র পাঠাতে হবে।

চাকরির সুযোগ

RVNL-র তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, জেনারেল ম্যানেজার (ফিন্যান্স) পোস্টে নিয়োগ চলছে। রাজ্যের যে কোনও জেলা থেকে মহিলা-পুরুষ নির্বিশেষে সকলেই আবেদন করতে পারবেন। এতে শূন্যপদের সংখ্যা ২। ক্লাস ১০ আর ITI পাশে কাজের সুযোগ, মোট ৮৬২ জনকে নিয়োগ করা হবে।

বয়স সীমা

এই পোস্টে ৫৭ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। আবেদনের সময় বয়সের প্রমাণপত্র দাখিল করতে হবে। তফশিলি জাতি (SC) ও তফশিলি উপজাতিভুক্তরা (ST) বয়সের ক্ষেত্রে কোনও ছাড় পাবেন কিনা, তা জানতে মূল বিজ্ঞপ্তি দেখে নিতে হবে।

বেতন কাঠামো

এই পদে প্রতিমাসে পারিশ্রমিক বাবদ মিলবে ১.২০ লাখ টাকা। সর্বোচ্চ ২.৮০ লাখ টাকা ।

শিক্ষাগত যোগ্যতা

ইচ্ছুক প্রার্থীদের অবশ্যই স্নাতক ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি কর্পোরেট ওয়ার্কিং বা তালিকাভুক্ত কোম্পানিতে কাজের অভিজ্ঞতা থাকলে তবেই করা যাবে আবেদন। পেশাদারি অভিজ্ঞতার শংসাপত্র আবেদনের সময় জমা করতে হবে।

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীদের প্রথমে rvnl.org-তে লগ ইন করুন। এবার এই পোর্টালের হোম পেজেই মিলবে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি। যা ভালোভাবে দেখে নিতে হবে। এর পর [email protected]এ পাঠাতে হবে আবেদনপত্র। বিজ্ঞপ্তিতে বলে দেওয়া নথির স্ক্যান কপিও মেইল করতে হবে।

নিয়োগ পদ্ধতি

জেনারেল ম্যানেজার ফিন্যান্স পোস্টে কোনও লিখিত পরীক্ষা নেবে না RVNL। ইন্টারভিউয়ের মাধ্যমেই নিয়োগ করা হবে। যার দিনক্ষণ এখনও ঘোষণা করেনি এই সংস্থা। ইচ্ছুক প্রার্থীদের থেকে অনলাইনে আবেদনপত্র চাওয়া হয়েছে। আবেদনের শেষ তারিখ হল ১০ মে।

PREV
click me!

Recommended Stories

কেন্দ্রীয় মন্ত্রক অধীনস্থ সংস্থায় চাকরিতে সুবর্ণ সুযোগ, প্রচুর শূন্য পদে চলছে কর্মী নিয়োগ
NTPC-তে কর্মী নিয়োগ, বার্ষিক বেতন ২৭ লক্ষ টাকা, জেনে নিন কোন কোন পদে হবে নিয়োগ