Madhyamik 2026: মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এখনও পাননি? শেষবার বিরাট সুযোগ দিচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ

Published : Jan 24, 2026, 01:23 PM IST
Madhyamik 2026

সংক্ষিপ্ত

২০ জানুয়ারিতে ২০২৬-এর মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বিলি করা সম্পূর্ণ হয়ে গিয়েছে বলেই জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। তাই পরীক্ষা শুরুর এক সপ্তাহ আগে ত্রুটি সংশোধন এবং নতুন করে নাম নথিভুক্তিকরণের জন্য আবার পোর্টাল চালু করতে চলেছে পর্ষদ।

আগামী ২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এ বছরের মাধ্য়মিক পরীক্ষা। চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। কিন্তু, এরকম অনেক ছাত্রছাত্রী রয়েছে যারা এখনও অ্যাডমিট কার্ড পায়নি। তাদের জন্য সুখবর শোনালেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। মন্ত্রী জানিয়েছেন, বিদ্যালয়ের গাফিলতির জেরে যে সকল যোগ্য পরীক্ষার্থী ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার এনরোলমেন্ট ও অ্যাডমিট কার্ড থেকে বঞ্চিত হয়েছে, তাদের স্বার্থরক্ষায় আবার পোর্টাল চালু করতে চলেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ।

২০ জানুয়ারিতে ২০২৬-এর মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বিলি করা সম্পূর্ণ হয়ে গিয়েছে বলেই জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। তাই পরীক্ষা শুরুর এক সপ্তাহ আগে ত্রুটি সংশোধন এবং নতুন করে নাম নথিভুক্তিকরণের জন্য আবার পোর্টাল চালু করতে চলেছে পর্ষদ। শনিবার সকালে শিক্ষামন্ত্রী সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ছাত্রছাত্রীদের স্বার্থ সর্বদা সর্বোচ্চ অগ্রাধিকার পায়। বিদ্যালয়ের গাফিলতির কারণে যে সকল যোগ্য পরীক্ষার্থী ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার এনরোলমেন্ট ও অ্যাডমিট কার্ড থেকে বঞ্চিত হয়েছে, তাদের স্বার্থরক্ষায় বিদ্যালয় শিক্ষা বিভাগ ও পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ সক্রিয় ভূমিকা নিয়েছে। সেই অনুযায়ী ২৭ জানুয়ারি দুপুর ১২টা থেকে ২৮ জানুয়ারি দুপুর ১২টা পর্যন্ত অনলাইন এনরোলমেন্ট পোর্টাল পুনরায় খোলা থাকবে, যাতে কোনও যোগ্য পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত না হয়। ভবিষ্যতে বিদ্যালয়সমূহের দ্বারা এই ধরনের ত্রুটি যাতে আর না ঘটে, সে বিষয়ে উপযুক্ত প্রশাসনিক ব্যবস্থাও গ্রহণ করা হবে।'

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন প্রকাশ করেছে। পরীক্ষা ২ ফেব্রুয়ারি, ২০২৬ থেকে শুরু হয়ে ১২ ফেব্রুয়ারি, ২০২৬ পর্যন্ত চলবে। প্রতিদিনের পরীক্ষা বেলা ১১টা ৪৫ থেকে বিকেল ৩টে পর্যন্ত চলবে। যার মধ্যে প্রথম ১৫ মিনিট প্রশ্নপত্র পড়ার জন্য দেওয়া হবে।

মাধ্যমিক ২০২৬ পরীক্ষার রুটিন

  • ২ ফেব্রুয়ারি (সোমবার): প্রথম ভাষা (বাংলা, ইংরেজি, গুজরাটি, হিন্দি, আধুনিক তিব্বতি, নেপালি, ওড়িয়া, পাঞ্জাবি, তেলুগু, তামিল, উর্দু এবং সাঁওতালি)
  • ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার): দ্বিতীয় ভাষা (ইংরেজি/অন্য ভাষা)
  • ৪ ফেব্রুয়ারি (বুধবার): ভূগোল
  • ৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার): ইতিহাস
  • ৭ ফেব্রুয়ারি (শনিবার): অঙ্ক
  • ৯ ফেব্রুয়ারি (সোমবার): ভৌত বিজ্ঞান
  • ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার): জীবন বিজ্ঞান
  • ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার): ঐচ্ছিক বিষয় (Optional Subject)

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

সরকারিতে সুবর্ণ সুযোগ, রেল অধীনস্থ সংস্থা আইআরসিটিসি-তে চলছে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ
২৬ জানুয়ারি, কী রকম হবে সাধারণতন্ত্র দিবস বা প্রজাতন্ত্র দিবসের রচনা? দেখুন একটি নমুনা