উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পড়ুয়াদের পাশ করার বড় সুযোগ! অনুত্তীর্ণ পরীক্ষার্থীদের আর কোনও বছর নষ্ট হবে না

Published : Jun 24, 2025, 04:27 PM ISTUpdated : Jun 24, 2025, 04:28 PM IST

Higher Secondary Examination: ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য একাদশ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণিতে ওঠার পরীক্ষায় চালু হচ্ছে নতুন নিয়ম। 

PREV
112
একাদশ শ্রেণির পরীক্ষার নয়ম বদল

উচ্চ মাধ্যমিকের একাদশ আর দ্বাদশ শ্রেণির পরীক্ষার নিয়ম বদল করছে উচ্চমাধ্যমিক শিক্ষ পরিষদ।

212
নতুন নিয়ম

২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য একাদশ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণিতে ওঠার পরীক্ষায় চালু হচ্ছে নতুন নিয়ম।

312
নতুন নিয়ম

ঘোষণা অনুযায়ী দ্বিতীয় সেমিন্টারের প্রশ্নপত্রে উত্তীর্ণ হতে ব্যর্থ শিক্ষার্থীরা এখন ফলাফল ঘোষণার মাত্র এক মাসের মধ্যে পরিপূরক পরীক্ষায় বসতে পারবেন।

412
নষ্ট হবে না বছর

নতুন নিয়ম লাগু হওয়ায় এবার থেকে অনুত্তীর্ণ পরীক্ষার্থীদের আর কোনও বছর নষ্ট হবে না।

512
৩০ শতাংশ নম্বর

একাদশ ও দ্বাদশ শ্রেণিতে প্রতিটি সেমিস্টারের প্রতিটি বিষয়ে কমপক্ষে ৩০ শতাংশ নম্বর পেতে হবে পড়ুয়াদের। পাশাপাশি তৃতীয় সেমিস্টার না দিয়েও পাশ করার সুযোগ থাকছে।

612
শর্ত

তৃতীয় সেমিস্টার না দিয়েও পাশ করার ক্ষেত্রে পড়ুয়াদের উপস্থিতির হার ৭৫ শতাংশ ও শিক্ষা সংসদের মার্কশিটে লেখা থাকবে সাপ্লিমেন্টারি।

712
বছরে ২ বার পরীক্ষা

উচ্চ মাধ্যমিকে এবার থেকে বছরে দুইবার করে পরীক্ষা দিতে হবে পরীক্ষার্থীদের। তবে প্রথম আর তৃতীয় সেমিস্টারের ফল অনলাইনে ঘোষণা করা হবে বলেও জানিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

812
পাশ করার শর্ত

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন উচ্চমাধ্যমিকে অতিরিক্ত বিষয় নিয়ে মোট ৬টি বিষয় রয়েছে। কেই পাঁচটিতে ৩০ শতাংশ নম্বর পেলে পাশ করা হবে বলে গণ্য করা হবে।

912
বছর নষ্ট হবে

একাদশের প্রথম এবং তৃতীয় সিমেস্টারে কোন বিষয়ে পাশ করতে না পারলে ‘সাপ্লিমেন্টারি’ দেওয়ার সুযোগ থাকছে একাদশের দ্বিতীয় এবং দ্বাদশের চতুর্থ সিমেস্টারে। আর শেষ দু’টি সিমেস্টার একাদশ ও দ্বাদশ উভয় ক্ষেত্রেই পাশ না করলে তার বছর নষ্ট হবে।

1012
রেজিস্ট্রেশনের মেয়াদ

একজন পরীক্ষার্থীর সর্বোচ্চ রেজিস্ট্রেশন থেকে সাত বছর সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে পারবে।

1112
পরীক্ষার্থীদের সুযোগ

একাদশ ও দ্বাদশে প্রতি সিমেস্টারে প্রতিটি বিষয়ে ৩০ শতাংশ নম্বর পেতে হবে পড়ুয়াদের। কোনও সিমেস্টারের কোনও একটি বিষয়ে যদি ৩০ শতাংশ নম্বর কেউ না পায় তা হলে সে পরের সিমেস্টারে পরীক্ষার সঙ্গেই ওই বিষয়ে ‘সাপ্লিমেন্টারি’ পরীক্ষা দেবে।

1212
চারটি সেমিস্টার

এবার থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণী মিলিয়ে মোট চারটি সেমিস্টার দিতে হবে পড়ুয়াদের।

Read more Photos on
click me!

Recommended Stories