
Paid Internship: ফ্যাশন এবং রিটেইল ইন্ডাস্ট্রিতে যারা ক্যারিয়ার গড়তে চাইছেন, তাদের জন্য নিঃসন্দেহে দুর্দান্ত সুযোগ। দেশের অন্যতম বৃহৎ ফ্যাশন এবং রিটেইল সংস্থা Aditya Birla Fashion & Retail বর্তমানে একাধিক শূন্যপদে ইন্টার্ন নিয়োগ করার বিজ্ঞপ্তি জারি করেছে।
ইচ্ছুক ছেলেমেয়েরা অ্যাপ্লাই করতে পারবেন এবং এই ইন্টার্নশিপে যারা সুযোগ পাবেন, তাদেরকে উপযুক্ত পারিশ্রমিকও দেওয়া হবে। শুধু তাই নয়, ইন্টার্নশিপ শেষে সার্টিফিকেটও মিলবে। যা তাদেরকে ভবিষ্যতে চাকরির জন্য আবেদন করার ক্ষেত্রে সাহায্য করবে।
কিন্তু কারা এখানে আবেদন করতে পারবেন?
দেশের ফ্যাশন এবং রিটেইল দুনিয়ায় একেবারে প্রথম সারিতে অবস্থান করছে মুম্বই ভিত্তিক এই সংস্থাটি। একসময় এটি ছিল Pantaloons Fashion & Retail। বর্তমানে এটি Aditya Birla গ্রুপের ছায়ায় দেশের এক নম্বর ফ্যাশন লাইফস্টাইল কোম্পানিতে পরিণত হয়েছে।এই ইন্টার্নশিপটি করতে গেলে যারা ফ্যাশন ডিজাইন বা ফ্যাশন টেকনোলজি কিংবা ফ্যাশন বিষয়ক কোনও কোর্স নিয়ে পড়াশোনা করছেন, তাদেরকেই প্রাধান্য দেওয়া হবে। অর্থাৎ, গ্র্যাজুয়েট এবং মাস্টার্স যারা করছেন, তারা এই সুযোগটিকে কাজে লাগাতে পারেন।
জানা গেছে, সংস্থাটির মোট ৩ হাজারেরও বেশি আউটলেট, ২৫ হাজারেরও বেশি মাল্টি-ব্র্যান্ড স্টোর এবং প্রায় সাড়ে ৬ হাজারের বেশি ডিপার্টমেন্টাল সেলস পয়েন্ট রয়েছে। আর এই সংস্থার তরফ থেকেই এবার ইন্টার্নশিপ ট্রেনিং-এর ব্যবস্থা করা হয়েছে (paid internship opportunity)।
উল্লেখ্য, বেঙ্গালুরুতে হবে এই ইন্টার্নশিপ ট্রেনিং এবং মেয়াদ ৩ মাস। নির্বাচিত ইন্টার্নদের প্রতি মাসে ১৪-১৫ হাজার টাকা স্টাইপেন্ড হিসেবে দেওয়া হবে। শুধু তাই নয়, সার্টিফিকেট এবং সুপারিশপত্রও দেওয়া হবে কোম্পানির তরফ থেকে।
বিশেষ করে যারা ফ্যাশন কিংবা রিটেইল এবং বিজনেসের প্রতি আগ্রহী ও ভবিষ্যতে এই সমস্ত ইন্ডাস্ট্রিতে কাজের সুযোগ খুঁজছেন, তাদের জন্য এটি একটি সেরা সুযোগ হতে চলেছে বলেই অনেকের ধারণা (summer internship opportunities in india)।
আবেদন করবেন কীভাবে?
প্রথমে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন করার লিঙ্কঃ https://internshala.com/internship/detail/retail-fashion-buying-internship-in-bangalore-at-aditya-birla-fashion-retail-limited-abfrl1745039859
সেখানে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর নিজের কিছু ব্যক্তিগত তথ্য এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে সেই আবেদন প্রক্রিয়া শেষ করতে হবে।
আবেদন করার শেষ তারিখ আগামী ১৯ মে, ২০২৫।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।