Recruitment News: মিউজিয়ামে কর্মী নিয়োগ, দেখে নিন কারা আবেদন করতে পারবেন

বিধাননগরের ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামসে কর্মী নিয়োগ হবে। অবসর প্রাপ্তদের জন্য এল কাজের সুযোগ।

Sayanita Chakraborty | Published : Oct 12, 2023 4:01 AM IST

চাকরি প্রার্থীদের জন্য সুখবরে। আসছে বিস্তর কাজের সুযোগ। কলকাতায় হবে নিয়োগ। বিধাননগরের ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামসে কর্মী নিয়োগ হবে। অবসর প্রাপ্তদের জন্য এল কাজের সুযোগ।

শূন্যপদ

বিধাননগরের ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামসের সিকিউরিটি অ্যান্ড মেন্টেন্যান্স অফিসার পদে হবে নিয়োগ। আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ৪৫। সংরক্ষিতদের ক্ষেত্রে ছাড় দেওযা হবে।

বেতন

বিধাননগরের ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামসে সিকিউরিটি অ্যান্ড মেন্টেন্যান্স অফিসার পদে বেতন ৪৪,৯০০ থেকে ১,৪২,৪০০ টাকা প্রতি মাসে। সঙ্গে মিলবে ভাতা।

আবেদনকারীর যোগ্যতা

বিধাননগরের ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামসে সিকিউরিটি অ্যান্ড মেন্টেন্যান্স অফিসার পদে আবেদন করতে হলে ভারতের প্রতিরক্ষা বাহিনীতে জুনিয়র কমিশনড রাঙ্ক বা সমতুল্য কোনও পদ থেকে অবসরপ্রাপ্ত কর্মী হতে হবে।

আবেদনের পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা সবার আগে মিউজিয়ামের ওয়েবসাইট দেখুন।সেখানে জেনে নিতে পারেন বিস্তারিত। সেখানে উক্ত নথি জমা দিতে হবে আপনার আবেদন পত্রের সঙ্গে। আবেদনমূল্য হিসেবে ১১৮০ টাকা।

আবেদনের শেষ তারিখ

আবেদনের শেষ তারিখ ১৮ অক্টোবর। তার আগে গুরুত্বপূর্ণ নথি সহ আবেদন করতে পারেন। বিধাননগরের ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামসে সিকিউরিটি অ্যান্ড মেন্টেন্যান্স অফিসার পদে নিয়োগ হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। নিয়োগের জন্য উক্ত ওয়েব সাইট ঘেঁটে দেখুন। আবেদনের আগে মিউজিয়ামের ওয়েব সাইট ঘেঁটে নিন। তাই দেরি না করে আবেদন করুন উক্ত পদের জন্য।

 

আরও পড়ুন

Job Vacancy: একসঙ্গে কয়েকশো চাকরির সুযোগ! তাপবিদ্যুৎ কর্পোরেশন লিমিটেডে আবেদন জানাবেন কীভাবে?

Job News: কলকাতা বিশ্ববিদ্যালয়ে নৃতত্ত্ব বিভাগে নিয়োগ, দেখে নিন কারা আবেদন করতে পারবেন

Recruitment News: কলকাতা পুলিশে নিয়োগ, অষ্টম শ্রেণি পাশ করলেই আবেদন করতে পারবেন

Share this article

Latest Videos

click me!

Latest Videos

Daily Horoscope Live: ৩০ জুন রবিবার মেষ থেকে মীন রাশির কেমন কাটবে আজকের দিন, দেখুন জ্যোতিষ কথা
Nadia Hawker Eviction: নদিয়াতে সকাল থেকে শুরু উচ্ছেদ অভিযান,এলাকা পরিদর্শনে বিজেপির সভাপতি
Howrah News Today : তেতে ছিল দুই পাড়াই! হাওড়ার বাঁকড়ায় রবিবার সকালে ঘটল ভয়ানক ঘটনা, গ্রেফতার ৩
Sukanta Majumdar : 'কলকাতাকে লন্ডন বানাতে গিয়ে চোপড়াকে তালিবান বানিয়ে দিলেন!' মমতাকে খোঁচা!
Bjp news :ব‍্যারাকপুরে আবার আক্রান্ত বিজেপি কর্মী , আক্রমণের তীর টি.এম.সি র দিকে