সংক্ষিপ্ত
ভারত সরকার দ্বারা উন্নীত এই সংস্থায় চাকরির জন্য আবেদন করাতে হবে জেনে নিন বিশদে।
NTPC অর্থাৎ কেন্দ্রীয় তাপ বিদ্যুৎ কর্পোরেশন লিমিটেড সরকারি খাতের বিদ্যুৎ উৎপাদন ও বিদ্যুৎ উৎপাদন সম্পর্কিত ক্রিয়াকলাপের ব্যবসায় নিযুক্ত একটি সংস্থা। এটি ভারত সরকারের বিদ্যুৎ মন্ত্রকের দ্বারা সাহায্যপ্রাপ্ত। এই সংস্থাতেই শূন্য পদ রয়েছে প্রায় ৪৯৫টি।
ইঞ্জিনিয়ারিং বিভাগে ৪৯৫ জন কর্মীকে নিয়োগ করতে চলেছে এনটিপিসি। প্রার্থীদের সকলকে ইঞ্জিনিয়ারিং একজিকিউটিভ ট্রেনি হিসাবে নিয়োগ করা হবে। আবেদনে আগ্রহী প্রার্থীরা অনলাইন পদ্ধতিতে এনটিপিসি-র ওয়েবাসাইট https://careers.ntpc.co.in/recruitment/ -এ গিয়ে আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, ইঞ্জিনিয়ারিং একজিকিউটিভ ট্রেনি পদে চাকরির জন্য গেট ২০২৩ পরীক্ষায় বসা বাধ্যতামূলক। গেট পরীক্ষা পাশ না করলে এনটিপিসি-র ইঞ্জিনিয়ার হওয়ার ছাড়পত্র মিলবে না।
বর্তমানে সিভিল বিভাগে পদ শূন্য রয়েছে ৩০ টি, ইলেক্ট্রিক্যালে ১২০ টি, মাইনিং-এর কাজে ৬৫ টি, ইলেক্ট্রনিক্সে ৮০টি এবং মেকানিক্যালে ২০০ টি। যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিটেক বা বিই পরীক্ষায় পাশ করা প্রার্থীরা আবেদন করতে পারবেন। ২০ অক্টোবর পর্যন্ত এই পদের জন্য আবেদন জানানো যাবে।