Government Jobs: ৫ হাজারেরও বেশি পদে শিক্ষক নিয়োগ, জেনে নিন আবেদনের পদ্ধতি

লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। জেনে নিন আবেদন জানানোর পদ্ধতি। 

Sahely Sen | Published : Mar 3, 2024 4:28 AM IST / Updated: Mar 03 2024, 09:59 AM IST

৫১১১৮ টি শূন্যপদে শিক্ষক নিয়োগ করার বিজ্ঞপ্তি প্রকাশ করল দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড। দেশের যেকোনও প্রান্তের বাসিন্দারা এই পদে আবেদন জানাতে পারবেন। এই পদে আবেদনের বিস্তারিত নিচে আলোচনা করা হল।

-

বিজ্ঞপ্তি নম্বর : F.1 (247)/P&P-I/DSSSB/2024/4386

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ : ১২.১.২০২৪

পদের নাম : TGT (Trained Graduate Teachers)

শূন্য পদের সংখ্যা : একাধিক শূন্য পদ রয়েছে এখানে। গণিত, ইংলিশ, সোশ্যাল সায়েন্স, ন্যাচারাল সায়েন্স, হিন্দি, সংস্কৃত, উর্দু এবং পাঞ্জাবি বিষয়ের জন্য নিয়োগ করা হবে। 4,591 টি শূন্য পদে নিয়োগ করার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারীকে অবশ্যই যে কোনও স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উত্তীর্ণ হতে হবে।


পদের নাম : ড্রইং টিচার / Drawing Teacher

শিক্ষাগত যোগ্যতা : আর্ট নিয়ে ডিগ্রী বা ডিপ্লোমা উত্তীর্ণরা এই পদে আবেদনের যোগ্য।

বেতন : এই দুটি পদে নির্বাচিত প্রার্থীদের মাসিক পে লেভেল 7 অনুসারে বেতন প্রদান করা হবে।


নিয়োগ পদ্ধতি : লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। পরীক্ষার সিলেবাস ও অন্যান্য তথ্যের জন্য অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।

আবেদন পদ্ধতি : প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইন মাধ্যমে। dsssbonline.nic.in ওয়েবসাইটে গিয়ে প্রার্থীরা আবেদন জানাতে পারেন।

আবেদনের শেষ সময়সীমা : ৮/৩/ ২০২৪, বিকেল ৫.৩০ টা পর্যন্ত।

Share this article
click me!