SBI Recruitment: স্টেট ব্যাঙ্কে বড় নিয়োগ! খালি প্রায় ১৫০ পদ, কীভাবে নিয়োগ করবেন? জেনে নিন

Published : Jun 23, 2024, 09:59 AM IST
SBI Netbanking Closed

সংক্ষিপ্ত

স্টেট ব্যাঙ্কে বড় নিয়োগ! খালি প্রায় ১৫০ পদ, কীভাবে নিয়োগ করবেন? জেনে নিন

স্টেট ব্যাঙ্কে চাকরির বিড়াট সুযোগ। শূন্যপদের সংখ্যা দেড়শো। ইতিমধ্যেই এই নিয়োগ নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে স্টেট ব্যাঙ্ক।

স্পেশালিস্ট ক্যাডার অফিসারের পদে কর্মী নিয়োগ করা হবে। কীভাবে আবেদন করবেন প্রার্থীরা? জেনে নিন

ট্রেড ফিন্যান্স অফিসার পদে কর্মী নিয়োগ করা হবে এটি মিডল ম্যানেজমেন্টের গ্রেড স্কেল ২-এর একটি পদ। ব্যাঙ্কের তরফে প্রাথমিক ভাবে একটি বিজ্ঞপ্তিতে জানান হয়েছে যে নিযুক্তদের পোস্টিং হবে কলকাতায় ও হায়দারাবাদে।

আগ্রহী প্রার্থীদের বয়স ২৩ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য থাকবে বিশেষ ছাড়। এ ছাড়াও কোনও সরকার প্রতিষ্ঠান থেকে স্নাতক এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং অ্যান্ড ফিন্যান্স (আইআইবিএফ) থেকে ফোরেক্স-এ সার্টিফিকেট থাকতে হবে।

নূন্যতম ২ বছরের অভিজ্ঞতাও থাকতে হবে প্রার্থীদের। নিয়োগের পর প্রথম ৬ মাস প্রবেশনে রাখার হবে।আগ্রহীদের এর জন্য ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে নিজেদের নাম নথিভুক্ত করে আবেদনমূল্য বাবদ ৭৫০ টাকা জমা দিতে হবে। আগামী ২৭ জুন হল আবেদনের শেষ দিন।

PREV
click me!

Recommended Stories

ব্যাঙ্কে চাকরিতে সুবর্ণ সুযোগ, স্টেট ব্যাঙ্কে প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগ, জানুন আবেদনের শেষ তারিখ
কর্মী নিয়োগ করবে RBI, ৫৭২টি শূন্যপদে হবে নিয়োগ, জেনে নিন কারা আবেদন করবেন