সুপ্রিম কোর্টের নিয়োগ, দেখে নিন কারা আবেদন করতে পারবেন, রইল বিস্তারিত

Published : Jan 26, 2024, 09:47 AM IST
Supreme Court

সংক্ষিপ্ত

শীঘ্রই নিয়োগ হবে একাধিক পদে। ক্লার্ক কাম রিসার্চ অ্যাসোসিয়েট পদে কর্মী নিয়োগ হবে। প্রতি মাসে মিলবে ৮০,০০০ টাকা।

সুপ্রিম কোর্টে মিলবে কাজের সুযোগ। এই মর্মে প্রকাশ্যে এসেছে বিজ্ঞপ্তি। শীঘ্রই নিয়োগ হবে একাধিক পদে। ক্লার্ক কাম রিসার্চ অ্যাসোসিয়েট পদে কর্মী নিয়োগ হবে। প্রতি মাসে মিলবে ৮০,০০০ টাকা।

যোগ্যতা

সুপ্রিম কোর্টে চাকরির আবেদন করতে পারেন। এক্ষেত্রে কাউন্সিল অফ ইন্ডিয়া অনুমোদিত প্রতিষ্ঠান থেকে আইনি স্নাতক হয়েছেন, এমন ব্যক্তিদের নিয়োগ করা হবে। যারা স্নাতক হওয়ার পর পাঁচ বছরের ইন্টিগ্রেটেড ল কোর্স পড়েছেন, বা তিনি বছরের ল কোর্স পড়াশোনা করছেন, তাঁরাও সংশ্লিষ্ট পদের জন্য আবেদন করতে পারবেন।

বয়সের সীমা

সুপ্রিম কোর্টে ক্লার্ক কাম রিসার্চ অ্যাসোসিয়েট পদে কর্মী নিয়োগ হবে। এই পদে আবেদন করতে নির্দিষ্ট যোগ্যতা থাকা প্রয়োজন। তেমনই বয়সের সীমা থাকবে। ১৫ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ অনুসারে ২০ থেকে ৩২ বছরের মধ্যে বয়স হতে হবে। রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্যাল স্কিলস, লেখার দক্ষতা এবং কম্পিউটার ব্যবহার কারে কাজের দক্ষতা থাকা প্রয়োজন। লিখিত পরীক্ষার মাধ্যমে এই পদে আবেদন করতে পারবেন।

কলকাতা, ভুবনেশ্বর, গুয়াবাটি-সহ দেশের বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা হবে ১০ মার্চ।

আবেদনের পদ্ধতি

ক্লার্ক কাম রিসার্চ অ্যাসোসিয়েট পদে কর্মী পদে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করতে পারেন।২৫ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন। আবেদনমূল্য হিসেবে ৫০০ টাকা জমা দিতে হবে। দেরি না করে আবেদন করে নিন। উক্ত ওয়েবসাইটে নজর রাখুন। সেখানে আবেদন করতে পারেন। ওয়েবসাইট থেকে ফ্রম ডাউনলোড করে নিন। ফর্ম ফিলআপ করে তার সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট সহ মেল করতে পারেন। দেরি না করে সংশ্লিষ্ট পদের জন্য আবেদন করুন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন

রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে নিয়োগ, দেখে নিন কারা আবেদনযোগ্য

Recruitment: বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চাকরির সুযোগ, দেখে নিন কারা আবেদনযোগ্য

PREV
click me!

Recommended Stories

বছর শুরুতেই স্বাস্থ্যক্ষেত্রে চাকরিতে দারুণ সুযোগ, জানুন আবেদনের শেষ তারিখ
WBSSC Teacher Recruitment: প্রকাশিত SSC-র একাদশ দ্বাদশের মেরিট লিস্ট, কবে হাতে পাবেন নিয়োগ পত্র?