Job Opportunity: বেসিল-এ কর্মী নিয়োগ, আবেদন করুন শীঘ্রই, জেনে নিন কারা আবেদনযোগ্য

Published : Jun 25, 2025, 09:48 AM ISTUpdated : Jun 25, 2025, 10:15 AM IST
Job vacancies

সংক্ষিপ্ত

কেন্দ্রের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীনস্থ ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্টস ইন্ডিয়া লিমিটেড (বেসিল)-এ ৩০টি শূন্যপদে নিয়োগ হবে। ড্রাইভার, ইলেক্ট্রিশিয়ান, রাঁধুনি, টেকনিশিয়ান সহ বিভিন্ন পদে নিয়োগ করা হবে। আবেদন করতে হবে অনলাইনে, শেষ তারিখ ৩ জুলাই।

ফের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। এবার নিয়োগ হবে কেন্দ্রের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীনস্থ ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্টস ইন্ডিয়া লিমিটেড (বেসিল)-এ। সম্প্রতি সংস্থার ওয়েব সাইটে এই মর্মে প্রকাশ্যে এসেছে বিজ্ঞপ্তি। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে নিয়োগ প্রক্রিয়া।

নিয়োগ

কেন্দ্রের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীনস্থ ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্টস ইন্ডিয়া লিমিটেড (বেসিল)-এ নিয়োগ হবে একাধিক পদে। জেনে নিন কী কী-

ড্রাইভার

ফুড বেরিয়ার

কুক

রেডিয়োথেরাপি টেকনিশিয়ান

ইএমটি টেকনিশিয়ান

পিসিএম

ওটি টেকনোলজিস্ট পদে হবে নিয়োগ। শীঘ্রই এই সকল পদে মিলবে চাকরির সুবিধা। 

শূন্যপদ ও বেতন

নিয়োগ হবে চুক্তি ভিত্তিক। নয়াদিল্লির কেন্দ্রীয় সরকারি অফিসে নিযুক্তদের পোস্টিং হবে। ড্রাইভার পদে পাঁচ জন কর্মী নিয়োগ হবেন। ২২,৫০৬ টাকা বেতন হবে প্রতি মাসে। এই বেতনে একজন ইলেক্ট্রিশিয়ান নিয়োগ হবে। দুজন খাদ্য বহনকারী (ফুড বেরিয়ার) নিয়োগ হবেন। যাঁদের বেতন মাসে হবে ২০,৯৩০ টাকা হবে। ওই একই বেতনে একজন রাঁধুনি (কুক)-কেও নিয়োগ করা হবে। সঙ্গে দুজন রেডিয়োথেরাপি টেকনিশিয়ান নিয়োগ করা হবে। তাঁদের বেতন মাসে হবে ৪০,৭১০ টাকা। ২৫ হাজার ৫০৬ টাকা বেতনে তিন জন ইএমটি টেকনিশিয়ান নিয়োগ করা হবে। পিসিএম পদে চার জন নিয়োগ করা হবে। তাঁদের বেতন হবে মাসে ৩০ হাজার। আবার ১২ জন ওটি টেকনোলজিস্ট নিয়োগ হবে। যাদের বেতন হবে ৩৩,৫৮০ টাকা। সব মিলিয়ে শূন্যপদ রয়েছে ৩০টি।

আবেদন পদ্ধতি

বেসিল-এ হবে নিয়োগ। কেন্দ্রের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীনস্থ ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্টস ইন্ডিয়া লিমিটেড (বেসিল)-এ নিয়োগ হবে ৩০টি শূন্যপদে। এই পদে আবেদন করতে পারেন অনলাইনে। https://www.becil.com/ এ যান সবার আগে। তারপর হোমপেজ থেকে কেরিয়ার-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখা যাবে। সেখানেই লেখা আছে আবেদন পদ্ধতি। ৩ জুলাই আবেদন পত্র জমা দেওয়ার শেষ দিন। নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য পাবেন সেখানেই। তাই বেসিল-এ কাজে আগ্রহী হলে দেরি না করে আবেদন করুন।  

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

DRDO-তে কর্মী নিয়োগ, শূন্যপদ প্রায় ১০০০ টি, শুরুতেই বেতন প্রায় ৩৬ হাজার, জেনে নিন কারা আবেদনযোগ্য
Education News: চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে ডঃ ভি. কে. রাইকে নিয়োগ করল আইআইএম কলকাতা ইনোভেশন পার্ক