দেখে নিন কোন কোন পদে হবে নিয়োগ। জানা গিয়েছে, নিয়োগ হবে চুক্তি ভিত্তিক। আবেদন করতে হলে প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি দেখে নিন।
ফের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। নিয়োগ হবে একাধিক পদে। সরকারি হাসপাতালে কর্মী নেওয়া হবে। দেখে নিন কোন কোন পদে হবে নিয়োগ। জানা গিয়েছে, নিয়োগ হবে চুক্তি ভিত্তিক। আবেদন করতে হলে প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি দেখে নিন।
রাজ্যের সরকারি হাসপাতালে হবে কর্মী নিয়োগ। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের পক্ষ থেকে প্রকাশ্যে এসেছে বিজ্ঞপ্তি। জানা গিয়েছে, নিয়োগ হবে ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে। এই পদে চুক্তি ভিত্তিক কর্মী নেওয়া হবে। শীঘ্রই নিয়োগ হবে নদিয়া কলেজ অফ মেডিসিন অ্যান্ড জেএমএম হাসপাতালে।
যোগ্যতা
দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলফ সায়েন্সে অনুমোদিত প্রতিষ্ঠানে ওই পদে একজনকেই নিয়োগ করা হবে। পদপ্রার্থীদের মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে স্নাতক কিংবা স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন হতে হবে। এছাড়াও ওই বিষয় ডিপ্লোমা অর্জন করেছেন, এমন প্রার্থীরাও আবেদন করতে পারেন।
নিয়োগ
এই পদে নিয়োগের জন্য উভয় ক্ষেত্রেই দুই বছর রাজ্য সরকারি কিংবা কেন্দ্রীয় প্রতিষ্ঠানের কাজ করেছেন, এমন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ইন্টার্নশিপের কাজ করার অভিজ্ঞতা গ্রহণ করা হবে না। আবেদনকারীদের ডেটা এন্ট্রি, রিপোর্টিং, অ্যানালিসিসেস মতো কাজের দক্ষতা থাককে হবে। ১ জানুয়ারি ২০২৪ অনুযায়ী, পদপ্রার্থীদের বয়স হতে হবে ৬০ বছরের মধ্যে।
পারিশ্রমিক
এই সকল পদে নিযুক্ত ব্যক্তিরা মাসে ২১,০০০ টাকা পারিশ্রমিক হিসেবে পাবেন।
নিয়োগ পদ্ধতি
লিখিত পরীক্ষা, ইন্টারভিই এবং কম্পিউটার টেস্টের মাধ্যমে আবেদন করতে পারেন। ১৪ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত প্রতিষ্ঠানের ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে। সঙ্গে আপনার জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র, কর্মজীবনের প্রমাণপত্র এবং অন্যান্য নথি পাঠাতে হবে। কবে লিখিত পরীক্ষা নেওয়া হবে তা জানতে পারবেন পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের ওয়েবসাইটে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন
IT শিল্প FY24-তে ১.৫৫ লক্ষ নিয়োগ, কাজের সুযোগ পাবেন শিক্ষানবিশরা, প্রকাশ্যে বিশেষ রিপোর্ট
রাজ্যের বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, জেনে নিন কোন কোন বিষয় শিক্ষক নিয়োগ করা হবে