SSC GD Constable Exam: এসএসসি জিডি কনস্টেবল শূন্যপদ বাড়ল ২০ হাজার, শীঘ্রই প্রকাশিত হচ্ছে ফল

লোকসভা নির্বাচনের জন্য সারা দেশে বিভিন্ন পরীক্ষার ফল প্রকাশ আটকে ছিল। ভোটপর্ব মিটতেই এবার এক এক করে ফল প্রকাশ করা হচ্ছে। ফলে চাকরিপ্রার্থীদের মুখে হাসি ফুটছে।

চাকরিপ্রার্থীদের জন্য ভালো খবর দিল স্টাফ সিলেকশন কমিশন। কনস্টেবল (জেনারেল ডিউটি) পদে নিয়োগের জন্য এ বছরের ফেব্রুয়ারি-মার্চে যে পরীক্ষা নেওয়া হয়েছিল, সেখানে শূন্যপদ একলাফে বেড়ে গেল ২০ হাজারেরও বেশি। এর আগে শূন্যপদ ছিল ২৬,১৪৬। এখন সেই শূন্যপদ বাড়িয়ে করা হয়েছে ৪৬,৬১৭। অসম রাইফেলসে সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস, এসএসএফ ও রাইফেলম্যান (জেনারেল ডিউটি) পদে নিয়োগ করা হবে। ইতিমধ্যেই এই পরীক্ষার সব প্রশ্নের উত্তর প্রকাশ করা হয়েছে। এবার শীঘ্রই আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফল প্রকাশ করা হবে। ssc.gov.in ওয়েবসাইটে পরীক্ষার ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। তবে কবে এই পরীক্ষার ফল প্রকাশ করা হবে, সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।

শূন্যপদ বৃদ্ধিতে আশায় চাকরিপ্রার্থীরা

Latest Videos

স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে শূন্যপদ এতটা বৃদ্ধি করার ঘোষণায় চাকরিপ্রার্থীদের আশা বেড়ে গিয়েছে। এর আগে জানানো হয়েছিল ২৬,১৪৬ পদে নিয়োগ করা হবে। কিন্তু বৃহস্পতিবার এক বিবৃতিতে জানানো হয়েছে, শূন্যপদ বেড়ে হয়েছে ৪৬,৬১৭। ফলে পরীক্ষায় যাঁরা ভালো ফল করবেন, তাঁদের চাকরি পাওয়ার আশা বেড়ে যাচ্ছে।

নতুন করে বিভিন্ন বিভাগে শূন্যপদ

এ বছর ২ ধাপে হয় কনস্টেবল (জেনারেল ডিউটি) পরীক্ষা। প্রথমে ২০ ফেব্রুয়ারি ও ৭ মার্চ পরীক্ষা নেওয়া হয়। কিন্তু বেশ কয়েজন পরীক্ষার্থী জানান, প্রযুক্তিগত সমস্যা হয়েছে। এই কারণে ৩০ মার্চ ফের পরীক্ষা নেওয়া হয়। সেই সময় শূন্যপদের যে হিসেব দেওয়া হয়েছিল তাতে বিএসএফ-এ ৬,১৭৪, সিআইএসএফ-এ ১১,০২৫, সিআরপিএফ-এ ৩,৩৩৭, এসএসবি-তে ৬৩৫, আইটিবিপি-তে ৩,১৮৯, অসম রাইফেলসে ১,৪৯০ এবং এসএসএফ-এ ২৯৬টি পদ খালি ছিল। এবার শূন্যপদ বৃদ্ধি হওয়ায় সব বিভাগেই আরও কর্মী নিয়োগ করা হবে। ফলে অনেকেই চাকরির সুযোগ পেতে চলেছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

কলকাতার হাসপাতালে নিয়োগ! স্নাতকরা আবেদন করতে পারবেন, কীভাবে? জেনে নিন

রাষ্ট্রায়ত্ত সংস্থায় নিয়োগ! মাসিক পারিশ্রমিক পেতে পারেন ৪২ হাজার টাকা, কীভাবে আবেদন করবেন? জেনে নিন

Yogyasree: যোগ্যশ্রী প্রকল্প নিয়ে বড় ঘোষণা মমতা বন্দ্য়োপাধ্যায়, এবার সুবিধে পাবেন এরাও

Share this article
click me!

Latest Videos

আচমকাই মাথায় ভেঙে পড়লো আইসিডিএস সেন্টারের চাল! চাঞ্চল্য Canning-এর Basanti-তে | South 24 Parganas
নিজের জন্য ভাবেননি, ভেবেছিলেন গোটা দেশের জন্য : মোদী | PM Modi on Netaji | Netaji Birthday |
'আজ অনুপ্রেরণার ছবি হাওয়া, নেতাজিময় চারিদিক' জোর দিলেন শুভেন্দু | Suvendu Adhikari on Netaji
'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
‘Mamata Banerjee আর Modi দুজনেই ‘বিভাজনের রাজনীতি করছেন’ বিস্ফোরক মন্তব্য Adhir Ranjan Chowdhury