কবে নেওয়া হবে ওড়িশা সিভিল সার্ভিস প্রিলিমসের পরীক্ষা? এই রাজ্যের প্রার্থীরা কীভাবে বিজ্ঞপ্তি দেখতে পাবেন, জেনে নিন

কবে নেওয়া হবে ওড়িশা সিভিল সার্ভিস প্রিলিমসের পরীক্ষা? এই রাজ্যের প্রার্থীরা কীভাবে বিজ্ঞপ্তি দেখতে পাবেন, জেনে নিন

Anulekha Kar | Published : Sep 13, 2024 3:25 AM IST

ওড়িশা পাবলিক সার্ভিস কমিশন OPSC ওড়িশা সিভিল সার্ভিস প্রিলিমস পরীক্ষা তারিখ ঘোষণা করা হয়েছে। সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা ২৭ অক্টোবর, ২০২৪-এ নেওয়া হবে। প্রিলিমিনারি পরীক্ষার জন্য আবেদন করা প্রার্থীরা ওপিএসসি ওয়েবসাইটে অফিসিয়াল নোটিশ opsc.gov.in এ দেখে নিতে পারেন। আরও তথ্যের জন্য http://opsc.gov.in কমিশনের ওয়েবসাইট দেখার পরামর্শ দেওয়া হচ্ছে।

প্রিলিমিনারি পরীক্ষায় জেনারেল স্টাডিজের দুটি আবশ্যিক পেপার থাকবে। পরীক্ষায় অবজেক্টিভ টাইপের প্রশ্ন থাকবে যার প্রতিটি বিষয়ে ন্যূনতম ২০০ নম্বর থাকবে। প্রতিটি পেপার চলবে ২ ঘণ্টা।

Latest Videos

প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মূল পরীক্ষায় অংশ নেবেন। মূল পরীক্ষায় পাশ করলে তবেই মিলবে চাকরি।

মোট শূন্যপদ রয়েছে ৩৯৯টি । এই শুন্য়পদ পূরণের জন্যেই এই নিয়োগ অভিযান পরিচালিত হচ্ছে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া ১৮ জানুয়ারি শুরু হয়ে শেষ হয় ২০২৪ সালের ১৬ ফেব্রুয়ারি। আরও সম্পর্কিত তথ্যের জন্য প্রার্থীরা ওপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতে পারেন।

                 আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

Share this article
click me!

Latest Videos

RG Kar Hearing Live : আর জি কর মামলায় সুপ্রিম কোর্টে শুনানি, দেখুন সরাসরি
'এবার ওকে উপড়ে ফেলবো! ১৯ তারিখ বিকেলে স্বাস্থ্যমন্ত্রীর ফাইল খুলবো' চরম পদক্ষেপ Suvendu Adhikari-র
ফের ইডি হানা! তল্লাশি চালানো হল হুগলির শ্রীরামপুর বিধানসভার বিধায়ক সুদীপ্ত রায়ের বাংলোতে | ED Raid
'অভিশাপে এরা গলে গলে মরবে' শুভেন্দুর আগুন ঝরানো ভাষণ | RG Kar Protest
'পুজো হবে, উৎসব নয়' মমতাকে হুঁশিয়ারি দিয়ে আর যা বলে দিলেন দেবশ্রী | Debasree Chaudhuri | RG Kar News