Recruitment News: কলকাতা পুলিশে নিয়োগ, অষ্টম শ্রেণি পাশ করলেই আবেদন করতে পারবেন

সদ্য প্রকাশ্যে এসেছে বিজ্ঞপ্তি। সেখানে জানা গিয়েছে এবার কর্মী নিয়োগ হবে গাড়ির চালক পদে।

ফের সুখবর চাকরি প্রার্থীদের জন্য। শীঘ্রই নিয়োগ হবে কলকাতা পুলিশে। সদ্য প্রকাশ্যে এসেছে বিজ্ঞপ্তি। সেখানে জানা গিয়েছে এবার কর্মী নিয়োগ হবে গাড়ির চালক পদে।

শূন্যপদ

Latest Videos

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, ৪১২টি পদে হবে নিয়োগ। এবার ডাইভার বা গাড়ির চালকের পদে নিয়োগ হবে।

যোগ্যতা

এই পদে নিয়োগের জন্য আবেদকারীকে যে কোনও শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম অষ্টম শ্রেণি পাশ হতে হবে। অষ্টম শ্রেণি পাশ হলেই আবেদন করতে পারবেন।

বয়সসীমা

নির্দিষ্ট বয়স সীমা আছে এই পদে আবেদনের জন্য। আবেদনে ইচ্ছুক প্রার্থীদের ন্যূনতম বয়স হতে হবে ২১। আর সর্বোচ্চ বয়স হতে হবে ৪০।

আবেদনের পদ্ধতি

ড্রাইভিং টেস্ট এবং ইন্টারভিউ-র মাধ্যমে নিয়োগ হবে এই সকল পদে। সঙ্গে হবে মেডিক্যাল টেস্ট। পুলিশের হাসপাতালে হবে টেস্ট।

ওয়েব সাইট

আবেদন করতে উক্ত ওয়েব সাইটে নজর রাখুন। Kolkatapolice.gov.in-এ বিস্তারিত জানতে পারবেন। আবেদন ফর্ম ফিলআপ করে জমা দিতে হবে। ২৪৯. এজেসি বোস রোড কলকাতা ৭০০০২৭-এ আবেদন জমা দিতে হবে। ইচ্ছুক প্রার্থীরা আবেদনের আগে উক্ত বিজ্ঞাপন দেখে নিন।

শেষ তারিখ

আবেদন করার শেষ তারিখ হল ৯ অক্টোবর ২০২৩। আবেদন করতে হলে এই তারিখের মধ্যে জমা দিতে হবে। জরুরি নথিপত্র সহ আবেদন পত্র পাঠান উক্ত ঠিকানায়।

প্রকাশ্যে এল একের পর এক চাকরির খবর। অষ্টম শ্রেণী পাশ করলেই আবেদ করতে পারেন পুলিশের চাকরির জন্য। পুলিশের ড্রাইভারি পদে হবে নিয়োগ। আবেদন করার আগে উক্ত ওয়েব সাইটে বিস্তারিত জেনে নিন।

 

 

আরও পড়ুন

Job News: মাসে ৭০ হাজার টাকা বেতন! শূন্যপদে নিয়োগ করতে চলেছে কলকাতা পোর্ট ট্রাস্ট

Government Job: সরকারি চাকরির সুযোগ! রাজ্য জুড়ে ৬ হাজারটি শূন্য পদে নিয়োগ

Physics Wallah: ভাইরাল ভিডিও, লাইভ ক্লাসে শিক্ষককে চটির বাড়ি ছাত্রর

Share this article
click me!

Latest Videos

'আমি মারা গেলে আমার যেন স্ট্যাচু না হয়' দলের উদ্দেশ্যে বার্তা মমতার
হঠাৎ করে TMC নেতারা পুলিশের বিরুদ্ধে কেন? কী উদ্দেশ্যে? প্রশ্ন অগ্নিমিত্রার | Agnimitra Paul
'বালি চুরি, কয়লা চুরিতে যুক্ত পুলিশদের একাংশ' বিস্ফোরক মন্তব্য মমতার | Mamata Banerjee
Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি
Bangla News : সুকান্তকে বাধা, বেলডাঙা নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি | Asianet News Bangla