Bank of Baroda Recruitment 2021- প্রচুর সংখ্যক শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে ব্যাংক অফ বারোদা, কীভাবে

Published : Nov 25, 2021, 10:42 AM IST
Bank of Baroda Recruitment 2021- প্রচুর সংখ্যক শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে ব্যাংক অফ বারোদা, কীভাবে

সংক্ষিপ্ত

আগ্রহীরা ব্যাংক অফ বারোদার অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করত পারবেন। কারা কোন পদে আবেদনের যোগ্য সে বিষয়ে বিস্তারিত বিবরণ রইল এখানে 

বিজ্ঞপ্তি সূত্র জানা গিয়েছে, উল্লিখিত পদের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ চলছে। ইচ্ছুক প্রার্থীদের আগামী ৬ ডিসেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদন করতে হবে। প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট দ্বারা অনলাইনেই আবেদন করতে পারবেন। অন্য কোনও সূত্র মারফৎ প্রেরিত আবেদনপত্র গ্রহণযোগ্য নয়। প্রতিষ্ঠান নিয়োগ সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তন করলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
 প্রার্থীদের নিয়োগের বিষয়ে আরও অধিক জানতে হলে এই লিঙ্কটিতে https://www.bankofbaroda.in/-/media/Project/BOB/CountryWebsites/India/Career/detailed-advertisement-16-03.pdf ক্লিক করতে হবে।
Bank of Baroda Recruitment 2021: নিয়োগ সংক্রান্ত তথ্য
প্রতিষ্ঠানের নাম: ব্যাংক অফ বারোদা (Bank of Baroda)
পদের নাম: ডেটা সায়েন্টিস্ট এবং ডেটা ইঞ্জিনিয়ার
শূন্যপদের সংখ্যা: ১৫টি
শূন্যপদের বিবরণ: নির্বাচিত প্রার্থীদের মূলত ডেটা সায়েন্টিস্ট এবং ডেটা ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করা হবে। 
Bank of Baroda Recruitment 2021: বিশেষ ঘোষণা
নির্বাচিত প্রার্থীদের ব্যাঙ্কে যোগদানের তারিখ থেকে ১২ মাস প্রবেশন পিরিয়ডে থাকতে হবে।
Bank of Baroda Recruitment 2021: শিক্ষাগত যোগ্যতা
উল্লিখিত পদের জন্য প্রার্থীদের AICTE/UGC স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স/ আইটি/ ডেটা সায়েন্স/ মেশিন লার্নিংয়ে বি.টেক / বিই/ এম টেক / এমই ডিগ্রি এবং এআই -তে (বি.টেক/ বিই) ন্যূনতম ৬০% নম্বর থাকতে হবে। প্রার্থীরা ডেটা সায়েন্টিস্ট পদের জন্য আবেদন করতে পারেন যদি তাদের কাজের অভিজ্ঞতা থাকে।
AICTE/UGC স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স/ইনফরমেশন টেকনোলজিতে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রিধারী প্রার্থীরা ডেটা ইঞ্জিনিয়ার পদের জন্য আবেদন করতে পারেন। এই পদের জন্য কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।
Bank of Baroda Recruitment 2021: নির্বাচন পদ্ধতি
অফিসার পদের জন্য প্রার্থীদের অনলাইন পরীক্ষা (কেবলমাত্র MMGS-II এবং MMGS-III-এর পদের জন্য) দ্বারা নির্বাচন করা হবে। পরবর্তীতে বাছাই করা তালিকাভুক্ত প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে এবং উত্তীর্ণ প্রার্থীদের উল্লিখিত পদে নিয়োগ করা হবে।
ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা উল্লিখিত পদে সরাসরি আবেদন করতে চাইলে এই লিঙ্কটি https://ibpsonline.ibps.in/bobsplonov21/ ব্যবহার করে আবেদন করতে পারেন।

আরও পড়ুন- অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জেনে নিন বিস্তারিত

আরও পড়ুন- এবারে বাড়িতে বসেই আইআইটি জেইই পরীক্ষার প্রস্তুতি, কীভাবে? সম্পূর্ণ বিবরণ

আরও পড়ুন- ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের অধীনে শূন্যপদে নিয়োগ, কীভাবে আবেদন করবেন

PREV
click me!

Recommended Stories

WBSSC Recruitment 2025: পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি এবং গ্রুপ ডি-তে অষ্টম পাশেও করবে নিয়োগ, আজই আবেদন করুন
জেলা স্বাস্থ্য দফতরে কমিউনিটি হেলথ অফিসার পদে নিয়োগ, কারা করতে পারবেন আবেদন? জানুন এক ক্লিকে