Railway Recruitment 2021- তরুন-তরুনীদের জন্য দারুণ সুখবর! রেলওয়ের অধীনে প্রচুর সংখ্যক শূন্যপদে নিয়োগ

আগ্রহীরা সাউথ এস্টার্ণ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট rrcser.co.in থেকে আবেদন করতে পারবেন। কারা কোন পদে আবেদনের যোগ্য সে বিষয়ে বিস্তারিত বিবরণ রইল এখানে

শতাব্দী কর, প্রতিবেদক- তরুন-তরুনীদের জন্য দারুণ সুখবর! রেলওয়ের অধীনে কাজের সুযোগ। প্রচুর সংখ্যক শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল সাউথ এস্টার্ণ রেলওয়ে (South Eastern Railway)। ১৪ ডিসেম্বর শেষ হচ্ছে আবেদনের তারিখ। সাউথ এস্টার্ণ রেলওয়ের পক্ষ থেকে অতি সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে অ্যাপ্রেন্টিস (Apprentice) পদে নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে। আগ্রহীরা সাউথ এস্টার্ণ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট rrcser.co.in থেকে আবেদন করতে পারবেন। কারা কোন পদে আবেদনের যোগ্য সে বিষয়ে বিস্তারিত বিবরণ রইল এখানে
 
South Eastern Railway Apprentice Recruitment 2021: গুরুত্বপূর্ণ তারিখ
বিজ্ঞপ্তি সূত্র জানা গিয়েছে, উল্লিখিত পদের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ চলছে। ইচ্ছুক প্রার্থীদের আগামী ১৪ ডিসেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদন করতে হবে। প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট দ্বারা অনলাইনেই আবেদন করতে পারবেন। অন্য কোনও সূত্র মারফৎ প্রেরিত আবেদনপত্র গ্রহণযোগ্য নয়। প্রতিষ্ঠান নিয়োগ সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তন করলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
 
South Eastern Railway Apprentice Recruitment 2021:  নিয়োগ সংক্রান্ত তথ্য
প্রতিষ্ঠানের নাম: সাউথ এস্টার্ণ রেলওয়ে (South Eastern Railway)
পদের নাম: অ্যাপ্রেন্টিস
শূন্যপদের সংখ্যা: ১৭৮৫টি
শূন্যপদের বিবরণ: 
শূন্যপদ সংক্রান্ত খবর বিস্তারিত জানতে প্রার্থীরা এই লিঙ্কটি https://www.rrcser.co.in/pdf/act_2122.pdf ব্যবহার করতে পারেন।
South Eastern Railway Apprentice Recruitment 2021:  শিক্ষাগত যোগ্যতা
উল্লিখিত পদে আবেদনে ইচ্ছুক প্রার্থীদের একটি সরকার স্বীকৃত বোর্ড থেকে ম্যাট্রিকুলেশনে (১০+২ পরীক্ষা পদ্ধতিতে) অন্তত ৫০% নম্বর সহ উত্তীর্ণ হতে হবে। এছাড়াও প্রার্থীদের কাছে আইটিআই উত্তীর্ণ হওয়া সার্টিফিকেট থাকা আবশ্যিক।  
South Eastern Railway Apprentice Recruitment 2021: বয়সসীমা
০১.০১.২০২২ তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়সসীমা ১৫ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে। সে ক্ষেত্রে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ডে প্রদত্ত বয়সকে গুরুতে দেওয়া হবে। সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীদের সরকারি নির্দেশিকা অনুযায়ী বয়সসীমায় ছাড় দেওয়া হয়েছে।
South Eastern Railway Apprentice Recruitment 2021: আবেদন ফি
অসংরক্ষিত ক্যাটাগরি: ১০০ টাকা
সংরক্ষিত ক্যাটাগরি (তফসিলি জাতি ও উপজাতি/ শারীরিক প্রতিবন্ধী/ মহিলা প্রার্থী): আবেদন ফি মকুব করা হয়েছে
South Eastern Railway Apprentice Recruitment 2021: নির্বাচন পদ্ধতি
সম্পূর্ণত মেরিটের ওপর ভিত্তি করে নির্বাচন করা হবে।
South Eastern Railway Apprentice Recruitment 2021: কীভাবে আবেদন করতে হবে?
প্রার্থীরা নিম্নে প্রদত্ত এই পদক্ষেপগুলি অবলম্বন করে আবেদন করতে পারেন
স্টেপ-১ প্রার্থীদের শুরুতে সাউথ এস্টার্ণ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে ও htpp://appr-recruit.co.in লিঙ্কে ক্লিক করতে হবে
স্টেপ-২ বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে নিতে হবে
স্টেপ-৩ সমস্ত প্রয়োজনীয় তথ্য ও নথি সহ আবেদনপত্রটি পূরণ করতে হবে
স্টেপ-৪ প্রার্থীদের নিজস্ব মোবাইল নম্বর এবং মেইল আইডি দিতে হবে।
স্টেপ-৫ আবেদনপত্র পাঠানোর শেষ দিন ১৪ ডিসেম্বর, ২০২১।
স্টেপ-৬ সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া সমাপ্ত হলে প্রার্থীরা জমা দেওয়া আবেদনপত্রের প্রমাণ স্বরূপ এক কপি সংরক্ষণ করে রাখতে পারেন
ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা উল্লিখিত পদে আবেদন করতে চাইলে এই লিঙ্কটি https://www.rrcser.co.in/pdf/act_2122.pdf ব্যবহার করে আবেদন করতে পারেন।

আরও পড়ুন- অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জেনে নিন বিস্তারিত

Latest Videos

আরও পড়ুন- এবারে বাড়িতে বসেই আইআইটি জেইই পরীক্ষার প্রস্তুতি, কীভাবে? সম্পূর্ণ বিবরণ

আরও পড়ুন- ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের অধীনে শূন্যপদে নিয়োগ, কীভাবে আবেদন করবেন

"

Share this article
click me!

Latest Videos

Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি
টাকা 'হজম' করার আগেই ধরে ফেলে খেলা ঘুরিয়ে দিলেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari | Awas Yojana
'আমি মারা গেলে আমার যেন স্ট্যাচু না হয়' দলের উদ্দেশ্যে বার্তা মমতার
Mamata Banerjee: 'মোদী কিছু দেয় নি আমি ৫০ লক্ষ বাড়ি দিয়েছি' বিতর্কিত মন্তব্য মমতার
দেরিতে আসায় অঙ্গনওয়াড়ি কর্মীকে কড়া ধমক MLA অসিত মজুমদারের, দেখুন ভিডিও