সংক্ষিপ্ত
ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে অধ্যাপক (Professor) ও অন্যান্য পদে নিয়োগের সিদ্ধান্ত। জেনে নিন কীভাবে Apply করবেন?
শতাব্দী কর, প্রতিবেদক- প্রচুর সংখ্যক শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (Union Public Service Commission)। ২ ডিসেম্বর শেষ হচ্ছে আবেদনের তারিখ। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে অতি সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে অধ্যাপক (Professor) ও অন্যান্য পদে নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে। আগ্রহীরা কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করত পারবেন। কারা কোন পদে আবেদনের যোগ্য সে বিষয়ে বিস্তারিত বিবরণ রইল এখানে
UPSC Recruitment 2021: গুরুত্বপূর্ণ তারিখ
বিজ্ঞপ্তি সূত্র জানা গিয়েছে, উল্লিখিত পদের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ চলছে। ইচ্ছুক প্রার্থীদের আগামী ২ ডিসেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদন করতে হবে। প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট দ্বারা অনলাইনেই আবেদন করতে পারবেন। অন্য কোনও সূত্র মারফৎ প্রেরিত আবেদনপত্র গ্রহণযোগ্য নয়। প্রতিষ্ঠান নিয়োগ সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তন করলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
UPSC Recruitment 2021: নিয়োগ সংক্রান্ত তথ্য
প্রতিষ্ঠানের নাম: ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (Union Public Service Commission)
পদের নাম: অধ্যাপক ও অন্যান্য
শূন্যপদের সংখ্যা: ৩৬টি
শূন্যপদের বিবরণ:
প্রফেসার (ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং): ১টি পদ
অ্যাসোসিয়েট প্রফেসার (ইলেকট্রনিক্স এবং টেলিকমিউনিকশন ইঞ্জিনিয়ারিং): ৩টি পদ
অ্যাসোসিয়েট প্রফেসার (কম্পিউটার ইঞ্জিনিয়ারিং/ ইনফরমেশন টেকনোলজি ইঞ্জিনিয়ারিং): ৩টি পদ
অ্যাসিস্ট্যান্ট প্রফেসার ((ইলেকট্রনিক্স এবং টেলিকমিউনিকশন ইঞ্জিনিয়ারিং): ৭টি পদ
অ্যাসিস্ট্যান্ট প্রফেসার (কম্পিউটার ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন টেকনোলজি ইঞ্জিনিয়ারিং): ৫টি পদ
জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর: ৩টি পদ
ডেপুটি ডিরেক্টর: ৬টি পদ
সিনিয়ার অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার: ৮টি পদ
UPSC Recruitment 2021: বেতনক্রম
প্রফেসার (ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং): মাসিক ১,৪৪,২০০ টাকা- ২,১৮,২০০ টাকা
অ্যাসোসিয়েট প্রফেসার (ইলেকট্রনিক্স এবং টেলিকমিউনিকশন ইঞ্জিনিয়ারিং): মাসিক ১,৩১,৪০০ টাকা
অ্যাসোসিয়েট প্রফেসার (কম্পিউটার ইঞ্জিনিয়ারিং/ ইনফরমেশন টেকনোলজি ইঞ্জিনিয়ারিং): মাসিক ১,৩১,৪০০ টাকা
অ্যাসিস্ট্যান্ট প্রফেসার ((ইলেকট্রনিক্স এবং টেলিকমিউনিকশন ইঞ্জিনিয়ারিং): মাসিক ৫৭,৭০০ টাকা
অ্যাসিস্ট্যান্ট প্রফেসার (কম্পিউটার ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন টেকনোলজি ইঞ্জিনিয়ারিং): মাসিক ৫৭,৭০০ টাকা
ডেপুটি ডিরেক্টর: মাসিক ৬৭,৭০০ টাকা- ২,০৮,৭০০ টাকা
UPSC Recruitment 2021: আবেদন ফি
সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীদের জন্য ২৫ টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে। তবে তফসিলি জাতি ও উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের আবেদন ফি বাবদ কোনও অর্থ দেওয়ার প্রয়োজন নেই।
UPSC Recruitment 2021: আবেদন পদ্ধতি
ইচ্ছুক প্রার্থীদের ‘Online Recruitment Application’ মারফৎ নিজেদের নাম রেজিস্ট্রার করিয়ে তারপর আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনের পূর্বে প্রতিটি তথ্য ভালো করে পড়ে নেওয়াই বাঞ্ছনীয়। সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া সমাপ্ত হলে প্রার্থীরা জমা দেওয়া আবেদনপত্রের প্রমাণ স্বরূপ এক কপি প্রিন্ট করিয়ে রাখতে পারে