আগ্রহীরা ভারত ইলেকট্রনিকস লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইট bel-india.in থেকে আবেদন করতে পারবেন। কারা কোন পদে আবেদনের যোগ্য সে বিষয়ে বিস্তারিত বিবরণ রইল এখানে
শতাব্দী কর, প্রতিবেদক- মাসিক ৬০,০০০ টাকা বেতনে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে ভারত ইলেকট্রনিকস লিমিটেড (Bharat Electronics Limited)। ৮ ডিসেম্বর শেষ হচ্ছে আবেদনের তারিখ। ভারত ইলেকট্রনিকস লিমিটেডের পক্ষ থেকে অতি সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে ইঞ্জিনিয়ার (Engineer) ও ডেপুটি ম্যানেজার (Deputy Manager) পদে নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে। আগ্রহীরা ভারত ইলেকট্রনিকস লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইট bel-india.in থেকে আবেদন করতে পারবেন। কারা কোন পদে আবেদনের যোগ্য সে বিষয়ে বিস্তারিত বিবরণ রইল এখানে
BEL Recruitment 2021: গুরুত্বপূর্ণ তারিখ
বিজ্ঞপ্তি সূত্র জানা গিয়েছে, উল্লিখিত পদের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ চলছে। ইচ্ছুক প্রার্থীদের আগামী ৮ ডিসেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদন করতে হবে। প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট দ্বারা অনলাইনেই আবেদন করতে পারবেন। অন্য কোনও সূত্র মারফৎ প্রেরিত আবেদনপত্র গ্রহণযোগ্য নয়। প্রতিষ্ঠান নিয়োগ সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তন করলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
BEL Recruitment 2021: নিয়োগ সংক্রান্ত তথ্য
প্রতিষ্ঠানের নাম: ভারত ইলেকট্রনিকস লিমিটেড (Bharat Electronics Limited)
পদের নাম: ইঞ্জিনিয়ার ও ডেপুটি ম্যানেজার
শূন্যপদের সংখ্যা: ১২টি
শূন্যপদের বিবরণ:
সিনিয়ার ইঞ্জিনিয়ার ই-৩: ১০টি পদ
ডেপুটি ম্যানেজার ই-৪: ২টি পদ
BEL Recruitment 2021: শিক্ষাগত যোগ্যতা
সিনিয়ার ইঞ্জিনিয়ার ই-৩: যে সকল প্রার্থীরা ইলেকট্রনিক্স/ইলেকট্রনিক্স এবং কমিউনিকেশন/ ইলেকট্রনিক্স এবং টেলিকমিউনিকেশন/ ক্মিউনিকেশন/ কম্পিউটার সায়েন্স/ মেকানিক্যাল/ টেলিকমিউনিকেশন/ অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ফুল টাইম বি.ই/ বি.টেক/ এম.ই/ এম.টেক ডিগ্রি লাভ করেছেন তারা আবেদন করতে পারবেন
ডেপুটি ম্যানেজার ই-৪: যে সকল প্রার্থীরা ইলেকট্রনিক্স/ইলেকট্রনিক্স এবং কমিউনিকেশন/ ইলেকট্রনিক্স এবং টেলিকমিউনিকেশন/ ক্মিউনিকেশন/ কম্পিউটার সায়েন্স/ মেকানিক্যাল/ টেলিকমিউনিকেশনে ফুল টাইম বি.ই/ বি.টেক/ এম.ই/ এম.টেক ডিগ্রি লাভ করেছেন তারা আবেদন করতে পারবেন
BEL Recruitment 2021: বেতনক্রম
সিনিয়ার ইঞ্জিনিয়ার ই-৩: মাসিক ৫০,০০০ টাকা ও অন্যান্য সুবিধে
ডেপুটি ম্যানেজার ই-৪: মাসিক ৬০,০০০ টাকা ও অন্যান্য সুবিধে
BEL Recruitment 2021: বয়সসীমা
সিনিয়ার ইঞ্জিনিয়ার ই-৩: বয়সের ঊর্দ্ধসীমা ৩২ বছর
ডেপুটি ম্যানেজার ই-৪: বয়সের ঊর্দ্ধসীমা ৩৬ বছর
BEL Recruitment 2021: আবেদন ফি
অসংরক্ষিত ক্যাটাগরি: ৭৫০ টাকা
সংরক্ষিত ক্যাটাগরি: আবেদন ফি মকুব করা হয়েছে
BEL Recruitment 2021: নির্বাচন পদ্ধতি
লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ
BEL Recruitment 2021: কীভাবে আবেদন করতে হবে?
প্রার্থীরা নিম্নে প্রদত্ত এই পদক্ষেপগুলি অবলম্বন করে আবেদন করতে পারেন
স্টেপ-১ প্রার্থীদের শুরুতে ভারত ইলেকট্রনিকস লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে bel-india.in যেতে হবে
স্টেপ-২ বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে নিতে হবে
স্টেপ-৩ সমস্ত প্রয়োজনীয় তথ্য ও নথি সহ আবেদনপত্রটি পূরণ করতে হবে
স্টেপ-৪ পূরণ করা আবেদনপত্রের এক কপি ও অন্যান্য ডকুমেন্ট সহ পাঠাতে হবে এই ঠিকানায়, ‘Manager (HR/SC&US/HLS&SCB), Bharat Electronics Ltd, Jalahalli post, Bengaluru – 560013’।
স্টেপ-৫ আবেদনপত্র পাঠানোর শেষ দিন ৮ ডিসেম্বর, ২০২১।
স্টেপ-৬ সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া সমাপ্ত হলে প্রার্থীরা জমা দেওয়া আবেদনপত্রের প্রমাণ স্বরূপ এক কপি সংরক্ষণ করে রাখতে পারেন
ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা উল্লিখিত পদে আবেদন করতে চাইলে এই লিঙ্কটি https://www.bel-india.in/Documentviews.aspx?fileName=final%20Web%20Adv%20ENG-16-11-2021.pdf ব্যবহার করে আবেদন করতে পারেন।
আরও পড়ুন- অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জেনে নিন বিস্তারিত
আরও পড়ুন- এবারে বাড়িতে বসেই আইআইটি জেইই পরীক্ষার প্রস্তুতি, কীভাবে? সম্পূর্ণ বিবরণ
আরও পড়ুন- ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের অধীনে শূন্যপদে নিয়োগ, কীভাবে আবেদন করবেন