BOB Recruitment 2022- ১৯৮ শূন্যপদে নিয়োগ, রইল আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য

আগ্রহীরা ব্যাংক অফ বরোদার অফিসিয়াল ওয়েবসাইট bankofbaroda.in থেকে আবেদন করত পারবেন। কারা কোন পদে আবেদনের যোগ্য সে বিষয়ে বিস্তারিত বিবরণ রইল এখানে

সম্প্রতি মেগা রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ করল ব্যাংক অফ বরোদা (Bank of Baroda)। ব্যাংক অফ বরোদার পক্ষ থেকে অতি সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে ম্যানেজার (Managerial) সহ অন্যান্য পদে নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে। আগ্রহীরা ব্যাংক অফ বরোদার অফিসিয়াল ওয়েবসাইট bankofbaroda.in থেকে আবেদন করত পারবেন। কারা কোন পদে আবেদনের যোগ্য সে বিষয়ে বিস্তারিত বিবরণ রইল এখানে
 
Bank of Baroda Recruitment 2022: আবেদনের তারিখ
বিজ্ঞপ্তি সূত্রে জানা গিয়েছে, উল্লিখিত পদের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। ইচ্ছুক প্রার্থীদের ১ ফেব্রুয়ারি, ২০২২ তারিখ রাত ১১টা বেজে ৫৯ মিনিটের মধ্যেই আবেদনপত্র জমা করতে হবে। প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট দ্বারা অনলাইনেই আবেদন করতে পারবেন। অন্য কোনও সূত্র মারফৎ প্রেরিত আবেদনপত্র গ্রহণযোগ্য নয়। প্রতিষ্ঠান নিয়োগ সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তন করলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।

Bank of Baroda Recruitment 2022: নিয়োগ সংক্রান্ত তথ্য
প্রতিষ্ঠানের নাম: ব্যাংক অফ বরোদা (Bank of Baroda)
পদের নাম: ম্যানেজার সহ অন্যান্য পদে
শূন্যপদের সংখ্যা: ১৯৮টি
শূন্যপদের বিবরণ: 
হেড স্ট্রাটেজি: ১টি পদ
ন্যাশনাল ম্যানেজার টেলিকলিং: ১টি পদ
হেড প্রজেক্ট এবং প্রসেস: ১টি পদ
ন্যাশনাল রিসিভেবল ম্যানেজার: ৩টি পদ
জোনাল রিসিভেবল ম্যানেজার: ২১টি পদ
ভাইস প্রেসিডেন্ট - স্ট্র্যাটেজি ম্যানেজার: ৩টি পদ
ডেপুটি ভাইস প্রেসিডেন্ট - স্ট্র্যাটেজি ম্যানেজার: ৩টি পদ
ভেন্ডর ম্যানেজার: ৩টি পদ
কমপ্লায়েন্স ম্যানেজার: ১টি পদ
রিজিওনাল রিসিভেবল ম্যানেজার: ৪৮টি পদ
এমআইএস ম্যানেজার: ৪টি পদ
কমপ্লেইন্ট ম্যানেজার: ১টি পদ
প্রসেস ম্যানেজার: 4টি পদ
অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট- স্ট্র্যাটেজি ম্যানেজার: ১টি পদ
এরিয়া রিসিভেবল ম্যানেজার: ৫০টি পদ
অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট: ৫০টি পদ
অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট - প্রোডাক্ট ম্যানেজার: ৩টি পদ

Latest Videos

Bank of Baroda Recruitment 2022: শিক্ষাগত যোগ্যতা
প্রার্থীরা শিক্ষাগত যোগ্যতার বিষয়ে আরও অধিক জানতে এই লিঙ্ক দু’টি https://www.bankofbaroda.in/-/media/Project/BOB/CountryWebsites/India/Career/detailed-advertisement-11-20.pdf এবং 
https://www.bankofbaroda.in/-/media/Project/BOB/CountryWebsites/India/Career/detailed-advertisement-11-19.pdf দেখুন

Bank of Baroda Recruitment 2022: নির্বাচন পদ্ধতি
নির্বাচন প্রক্রিয়ার মধ্যে রয়েছে নির্বাচনকৃত সংক্ষিপ্ত তালিকা তৈরি এবং সাক্ষাৎকার। সংক্ষিপ্ত বাছাই তালিকা প্রকাশ করার পর প্রার্থীদের পরবর্তী রাউন্ডের জন্য ব্যক্তিগত ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। প্রয়োজনে প্রতিষ্ঠানের তরফে নির্বাচন পদ্ধতিতে বদল আনা হতে পারে। নির্বাচনের বিষয়ে প্রতিষ্ঠানের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচনা করা হবে। 

Bank of Baroda Recruitment 2022: আবেদন ফি
জেনারেল ক্যাটাগরি, ওবিসি এবং অর্থনৈতিক ভাবে অনগ্রসর ক্যাটাগরির পদের জন্য ৬০০ টাকা আবেদন ফিয়ের কথা বলা হয়েছে। অন্যদিকে তফসিলি জাতি ও উপজাতি এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১০০ টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে। প্রার্থীদের অনলাইনেই আবেদন ফি জমা দিতে হবে। অন্য কোনও সূত্র মারফৎ পাঠানো ফি গ্রহণযোগ্য নয়। 

প্রার্থীরা bankofbaroda.in -এ অফিসিয়াল ওয়েবসাইটে সংশ্লিষ্ট প্রয়োজনীয়তা দেখে নিতে পারেন। এছাড়াও এখানে উদ্ধৃত লিঙ্কের https://www.bankofbaroda.in/-/media/Project/BOB/CountryWebsites/India/Career/detailed-advertisement-11-20.pdf এবং https://www.bankofbaroda.in/-/media/Project/BOB/CountryWebsites/India/Career/detailed-advertisement-11-19.pdf মাধ্যমে সরাসরি আবেদন করতে পারেন ।
 

আরও পড়ুন: BOB Recruitment 2022- ১৯৮ শূন্যপদে নিয়োগ, রইল আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য

আরও পড়ুন: ESIC Recruitment 2022- ১০৩২ শূন্যপদে কর্মী নিয়োগ করবে এমপ্লয়িস স্টেট ইনসরেন্স কর্পোরেশন

Share this article
click me!

Latest Videos

‘Nabanna-র সামনে জাতীয় পতাকা নিয়ে বসবো!’ Mamata Banerjee-কে সরাসরি চ্যালেঞ্জ Suvendu Adhikari-র
আমবাগানে গুপ্ত লোহার বাঙ্কার! খুলতেই আঁতকে উঠলো BSF, চাঞ্চল্য Nadia-র Krishnagunj-এ, দেখুন
বিষাক্ত স্যালাইন নিয়ে মমতার বিরুদ্ধে রাজ্যপালের কাছে নালিশ শুভেন্দুর, দেখুন কী বলছেন বিরোধী দলনেতা
Suvendu on Firhad : 'হেলে পড়া বাড়ি' নিয়ে ফিরহাদকে তুলোধনা শুভেন্দুর, দেখুন কী বলছেন তিনি
ভেজাল স্যালাইন কাণ্ডে মমতার গ্রেফতারির দাবিতে প্রতিবাদ যাত্রা শুভেন্দুর | Suvendu Adhikari News