BRO Recruitment 2021- মেগা রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ করল বর্ডার রোডস অর্গানাইজেশন, কীভাবে করবেন আবেদন

আগ্রহীরা বর্ডার রোডস অর্গানাইজেশনের অফিসিয়াল ওয়েবসাইট bro.gov.in থেকে আবেদন করত পারবেন। কারা কোন পদে আবেদনের যোগ্য সে বিষয়ে বিস্তারিত বিবরণ রইল এখানে

Web Desk - ANB | Published : Dec 6, 2021 5:51 AM IST

শতাব্দী কর, প্রতিবেদক- চাকরি প্রার্থীদের জন্য দারুণ সুখবর! মেগা রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ করল বর্ডার রোডস অর্গানাইজেশন (Border Roads Organisation)। বর্ডার রোডস অর্গানাইজেশনের পক্ষ থেকে অতি সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে ভেহিক্যেল মেকানিক (Vehicle Mechanic) এবং অন্যান্য পদে নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে। আগ্রহীরা বর্ডার রোডস অর্গানাইজেশনের অফিসিয়াল ওয়েবসাইট bro.gov.in থেকে আবেদন করত পারবেন। কারা কোন পদে আবেদনের যোগ্য সে বিষয়ে বিস্তারিত বিবরণ রইল এখানে
 
BRO Recruitment 2021: আবেদনের তারিখ
বিজ্ঞপ্তি সূত্রে জানা গিয়েছে, উল্লিখিত পদের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। ইচ্ছুক প্রার্থীদের অতি শীঘ্রই আবেদনপত্র জমা করতে হবে। প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট দ্বারা অনলাইনেই আবেদন করতে পারবেন। অন্য কোনও সূত্র মারফৎ প্রেরিত আবেদনপত্র গ্রহণযোগ্য নয়। প্রতিষ্ঠান নিয়োগ সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তন করলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
BRO Recruitment 2021: নিয়োগ সংক্রান্ত তথ্য
প্রতিষ্ঠানের নাম: বর্ডার রোডস অর্গানাইজেশন (Border Roads Organisation)
পদের নাম: ভেহিক্যেল মেকানিক (Vehicle Mechanic) এবং অন্যান্য পদ
শূন্যপদের সংখ্যা: ৩৫৪টি
শূন্যপদের বিবরণ: 
মাল্টি স্কিল ওয়ার্কার পেইন্টার: ৩৩টি পদ 
মাল্টি স্কিল্ড ওয়ার্কার মেস ওয়েটার: ১২টি পদ
ভেহিক্যেল মেকানিক: ২৯৩টি পদ
ড্রাইভার মেকানিক্যাল ট্রান্সপোর্ট: ১৬টি পদ
BRO Recruitment 2021: শিক্ষাগত যোগ্যতা
যে সকল প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক তারা শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও অন্যান্য নানান বিষয়ে আরও বিশদে জানতে এই লিঙ্কে ক্লিক http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10901_14_2122b.pdf করে দেখতে পারেন। 
BRO Recruitment 2021: বেতনক্রম
ভারত সরকারের নিয়ম অনুযায়ী নির্বাচিত প্রার্থীদের পে, ডিএ, এইচআরএ, ট্রান্সপোর্ট অ্যালাউন্স ও অন্যান্য অ্যালাউন্সের সুবিধে দেওয়া হবে। 
BRO Recruitment 2021: অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যনির্বাচন পদ্ধতি
বিভাগের পরিষেবার শর্তগুলির সাপেক্ষে ও কারণে নির্দিষ্ট  শারীরিক ভাবে প্রতিবন্ধী কর্মী ছাড়াই নিয়োগের জন্য উপরের পদগুলি চিহ্নিত করা হয়েছে। শারীরিক ভাবে প্রতিবন্ধী প্রার্থীদের জন্য বিদ্যমান নিয়মের নির্দেশিকা বা বিধান সমূহ পরবর্তী বিজ্ঞাপনগুলিতে অনুসরণ করা হবে।
BRO Recruitment 2021: আবেদন পদ্ধতি
প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে bro.gov.in নির্দিষ্ট পদের লিঙ্কে ক্লিক করতে হবে। এরপর আবেদনের লিঙ্কে গিয়ে আবেদনপত্রটি প্রয়োজনীয় ডকুমেন্ট ও সার্টিফিকেট সহ জমা করতে হবে। প্রার্থীদের নির্দিষ্ট মোবাইল নম্বর এবং ইমেল আইডির দ্বারা আবেদন করতে হবে। সম্পূর্ণ আবেদনপত্রটি পূরণের পর আবেদনপত্রের একটি হার্ড কপি প্রার্থীদের সংরক্ষণ করে রাখতে হবে। 
BRO Recruitment 2021: বিশেষ ঘোষণা
এই মুহূর্তে বর্ডার রোডস অর্গানাইজেশনের ওয়েবসাইটটি থেকে কোনও রকম সাড়া পাওয়া যাচ্ছে না। সে কারণে প্রার্থীদের আবেদন করার পূর্বে ওয়েবসাইটের লিঙ্কে গিয়ে রিফ্রেশ করার পরামর্শ দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: WB SI Recruitment- পশ্চিমবঙ্গ পুলিশের সাব-ইন্সপেক্টর পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি জানুন আবেদন করবেন কীভাবে

Latest Videos

আরও পড়ুন: Central Coalfields Limited Apprentice Recruitment 2021- প্রচুর শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি, জেনে নিন বিস্তারিত

আরও পড়ুন: Bank of Baroda Relationship Manager Recruitment 2021- প্রচুর সংখ্যক রিলেশনশিপ ম্যানেজার পদে নিয়োগের বিজ্ঞপ্তি

আরও পড়ুন: PSPCL Recruitment 2021- পাঞ্জাব স্টেট পাওয়ার কর্পোরেশন লিমিটেডে প্রচুর সংখ্যক শূন্যপদ, জেনে নিন আবেদন পদ্ধতি

Share this article
click me!

Latest Videos

সিবিআই এতদিন ধরে কী করছে? সঞ্জয় রায়ের বিস্ফোরক মন্তব্যের পর প্রশ্ন কিঞ্জল নন্দের | Kinjal Nanda
'এতদিন আমি মুখ খুলিনি, ফাঁসাচ্ছে, ডিপার্টমেন্ট বলেছে চুপ থাকতে' চিৎকার সঞ্জয়ের | Sanjay Roy RG Kar
Sukanta Majumdar live: কালনায় সদস্যতা অভিযানে সুকান্ত, কী বার্তা, দেখুন সরাসরি
'পুলিশ তৃণমূলের কাউকে টাচ করতেই ভয় পায়' কেন! জানালেন শুভেন্দু | Suvendu Adhikari | BJP vs TMC |
'নৈহাটি জিতেই পরিবর্তন শুরু হবে' ঝাঁঝাল বার্তা শান্তনু ঠাকুরের | Shantanu Thakur BJP | Naihati