CAIR-DRDO Apprentice Recruitment 2021- অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জেনে নিন বিস্তারিত

এবারে স্বনামধন্য কেন্দ্রীয় প্রতিষ্ঠানে ট্রেনিংয়ের সুযোগ মিলবে পড়ুয়াদের। প্রচুর সংখ্যক পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে ডিফেন্স রিসার্চ এবং ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। কীভাবে আবেদন করবেন?

শতাব্দী কর, প্রতিবেদক- এবারে স্বনামধন্য কেন্দ্রীয় প্রতিষ্ঠানে ট্রেনিংয়ের সুযোগ মিলবে পড়ুয়াদের। প্রচুর সংখ্যক পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে সেন্টার ফর আর্টিফিসিয়াল ইন্টালিজেন্স এবং রোবোটিক্সের (Centre For Artificial Intelligence And Robotics) অধীনস্থ ডিফেন্স রিসার্চ এবং ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ((Defence Research & Development Organisation)। ১০ ডিসেম্বর শেষ হচ্ছে আবেদনের তারিখ। প্রতিষ্ঠানের পক্ষ থেকে অতি সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে অ্যাপ্রেন্টিস (Apprentice) পদে নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে। আগ্রহীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট drdo.gov.in থেকে আবেদন করত পারবেন। কারা কোন পদে আবেদনের যোগ্য সে বিষয়ে বিস্তারিত বিবরণ রইল এখানে
 
CAIR-DRDO Apprentice Recruitment 2021: গুরুত্বপূর্ণ তারিখ
বিজ্ঞপ্তি সূত্র জানা গিয়েছে, উল্লিখিত পদের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ চলছে। ইচ্ছুক প্রার্থীদের আগামী ১০ ডিসেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদন করতে হবে। প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট দ্বারা অনলাইনেই আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠান নিয়োগ সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তন করলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
আবেদনের শেষ দিন ১০ ডিসেম্বর, ২০২১
সার্টিফিকেট ভেরিফিকেশন ১৬ ডিসেম্বর, ২০২১
জয়েনিংয়ের তারিখ ২০ ডিসেম্বর, ২০২১
 
CAIR-DRDO Apprentice Recruitment 2021:  নিয়োগ সংক্রান্ত তথ্য
প্রতিষ্ঠানের নাম: ডিফেন্স রিসার্চ এবং ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ((Defence Research & Development Organisation)
পদের নাম: অ্যাপ্রেন্টিস
শূন্যপদের সংখ্যা: ৩৪টি
শূন্যপদের বিবরণ:
গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস: ৩৩টি পদ
টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস: ১টি পদ
CAIR-DRDO Apprentice Recruitment 2021: স্টাইপেন
গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস: মাসিক ৯০০০ টাকা
টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস: মাসিক ৮০০০ টাকা
CAIR-DRDO Apprentice Recruitment 2021: নির্বাচন পদ্ধতি
প্রার্থীদের আবেদনপত্রের সংখ্যা ও বিভিন্ন ডিসিপ্লিনে শূন্যপদের ভিত্তিতে প্রতিষ্ঠান নির্বাচন পদ্ধতি নির্ণয় করবে।
CAIR-DRDO Apprentice Recruitment 2021: কীভাবে আবেদন করতে হবে?
প্রার্থীরা নিম্নে প্রদত্ত এই পদক্ষেপগুলি অবলম্বন করে আবেদন করতে পারেন
স্টেপ-১ প্রার্থীদের শুরুতে হিউম্যান রিসোর্স এবং ডেভেলপমেন্টের অধীনে নিজেদের নাম রেজিস্ট্রার করতে হবে। 
স্টেপ-২ এরপর প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে drdo.gov.in গিয়ে অনলাইনে আবেদনপত্রটি পূরণ করতে হবে। 
স্টেপ-৩ সমস্ত প্রয়োজনীয় তথ্য ও নথি সহ আবেদনপত্রটি পূরণ করতে হবে
স্টেপ-৪ প্রার্থীরা সতর্কতার সঙ্গে সমগ্র আবেদনপত্রটি পূরণ করবেন সেটিই কাম্য
স্টেপ-৫ ‘সাবমিট’ অপশনে ক্লিক করে আবেদনপত্র জমা করতে হবে
স্টেপ-৬ সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া সমাপ্ত হলে প্রার্থীরা জমা দেওয়া আবেদনপত্রের প্রমাণ স্বরূপ এক কপি প্রিন্ট করিয়ে রাখতে পারেন
ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা উল্লিখিত পদের বিষয়ে আরও বিশদে জানতে এই লিঙ্কটি https://www.drdo.gov.in/sites/default/files/whats_new_document/CAIR_Apprenticeship%20Advt.pdf ব্যবহার করে আবেদন করতে পারেন।

আরও পড়ুন- অনলাইন গেমে বিনিয়োগের নতুন মাধ্যম, ড্রিম ১১ সহ অন্যান্য সংস্থা অনলাইন গেমে আনছে NFT

Latest Videos

আরও পড়ুন- ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের অধীনে শূন্যপদে নিয়োগ, কীভাবে আবেদন করবেন

আরও পড়ুন- নামী প্রতিষ্ঠানে গবেষণা ক্ষেত্রে কাজের সুযোগ, কীভাবে আবেদন করবেন

"

Share this article
click me!

Latest Videos

পুকুর থেকে যুবকের নিথর দেহ উদ্ধার! হাড়হিম করা দৃশ্য Rishra-এ! | Hooghly News Today
মোদী-মমতাকে একযোগে আক্রমণ অধীরের #shorts #adhirranjanchowdhury #mamatabanerjee #narendramodi
সৎ বাবা না পাষণ্ড! কাণ্ড দেখে আঁতকে উঠবেন আপনিও! | South 24 Parganas News Today
'বাংলাদেশ আফগানিস্তানে পরিণত হচ্ছে', বিস্ফোরক মন্তব্য Adhir Ranjan Chowdhury-র
Live : সংবাদ মাধ্যমের মুখোমুখি অধীর রঞ্জন চৌধুরী, কী অভিযোগ, দেখুন সরাসরি #adhirranjanchowdhury