Central Coalfields Limited Apprentice Recruitment 2021- প্রচুর শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি, জেনে নিন বিস্তারিত

আগ্রহীরা সেন্ট্রাল কোল্ডফিল্ডস লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইট  centralcoalfields.in থেকে আবেদন করত পারবেন। কারা কোন পদে আবেদনের যোগ্য সে বিষয়ে বিস্তারিত বিবরণ রইল এখানে

শতাব্দী কর, প্রতিবেদক- মেগা রিক্রুটমেন্ট নিয়ে হাজির দেশের সেরা প্রতিষ্ঠান। প্রচুর সংখ্যক শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে সেন্ট্রাল কোল্ডফিল্ডস লিমিটেড (Central Coalfields Limited)। ৫ ডিসেম্বর শেষ হচ্ছে আবেদনের তারিখ। সেন্ট্রাল কোল্ডফিল্ডস লিমিটেডের পক্ষ থেকে অতি সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে অ্যাপ্রেন্টিস (Apprentice) পদে নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে। আগ্রহীরা সেন্ট্রাল কোল্ডফিল্ডস লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইট  centralcoalfields.in থেকে আবেদন করত পারবেন। কারা কোন পদে আবেদনের যোগ্য সে বিষয়ে বিস্তারিত বিবরণ রইল এখানে
 
Central Coalfields Limited Apprentice Recruitment 2021: গুরুত্বপূর্ণ তারিখ
বিজ্ঞপ্তি সূত্রে জানা গিয়েছে, উল্লিখিত পদের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। ইচ্ছুক প্রার্থীদের ৫ ডিসেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদন করতে হবে। প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট দ্বারা অনলাইনেই আবেদন করতে পারবেন। অন্য কোনও সূত্র মারফৎ প্রেরিত আবেদনপত্র গ্রহণযোগ্য নয়। প্রতিষ্ঠান নিয়োগ সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তন করলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
Central Coalfields Limited Apprentice Recruitment 2021: নিয়োগ সংক্রান্ত তথ্য
প্রতিষ্ঠানের নাম: সেন্ট্রাল কোল্ডফিল্ডস লিমিটেড (Central Coalfields Limited)
পদের নাম: অ্যাপ্রেন্টিস
শূন্যপদের সংখ্যা: ৫৩৯টি
শূন্যপদের বিবরণ: 
ইলেকট্রিশিয়ান: ১৯০টি পদ
ফিটার: ১৫০টি পদ
মেকানিক রিপেয়ার এবং যানবাহন তরিৎদ্বার: ৫০টি পদ
সিওপিএ: ২টি পদ
মেশিনিস্ট: ১০টি পদ
টার্নার: ১০টি পদ
ইলেকট্রনিক্স মেকানিক্স: ১০টি পদ
প্লাম্বার: ৭টি পদ
ফটোগ্রাফার: ৩টি পদ
ফ্লরিস্ট এবং ল্যান্ডস্কেপার: ৫টি পদ
বুক বাইন্ডার: ২টি পদ
কার্পেন্টার: ২টি পদ
ডেন্টাল ল্যাবোরেটরি টেকনিশিয়ান: ১টি পদ
ফুড প্রোডাকশন: ২টি পদ
ফার্নিচার এবং ক্যাবিনেট মেকার: ১০টি পদ
গার্ডেনার: ২টি পদ
হর্টিকালচার অ্যাসিস্ট্যান্ট: ৫টি পদ
ওল্ড এজ কেয়ারটেকার: ২টি পদ
পেইন্টার (জেনারেল): ২টি পদ
রিসেপশনিস্ট: ২টি পদ 
স্টিওয়ার্ড: ৬টি পদ
টেইলার: ২টি পদ
আপহোলস্টেরার: ১টি পদ
সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট: ৫টি পদ
সির্ডার: ১০টি পদ
অ্যাকাউন্টেন্ট/ অ্যাকাউন্টস এক্সেকিউটিভ: ৩০টি পদ 

Central Coalfields Limited Apprentice Recruitment 2021: শিক্ষাগত যোগ্যতা
প্রার্থীরা শিক্ষাগত যোগ্যতা বিষয়ে বিস্তারিত জানতে এই লিঙ্কটি https://www.centralcoalfields.in/pdfs/notce/2021-2022/20_11_2021_apprenticetrg_notification_551.pdf ব্যবহার করতে পারেন। 
Central Coalfields Limited Apprentice Recruitment 2021: স্টাইপেন
প্রার্থীরা মাসিক ৭০০০ টাকা বেতন পাবেন।
Central Coalfields Limited Apprentice Recruitment 2021: বয়সসীমা
যে সকল প্রার্থীদের বয়সসীমা ২০ নভেম্বর, ২০২১ তারিখ অনুযায়ী ১৮ বছরের নিচে এবং ৩৫ বছরের উর্দ্ধে হবে তাদের আবেদনপত্র গ্রহণযোগ্য নয়।

Latest Videos

আরও পড়ুন- অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জেনে নিন বিস্তারিত

আরও পড়ুন- এবারে বাড়িতে বসেই আইআইটি জেইই পরীক্ষার প্রস্তুতি, কীভাবে? সম্পূর্ণ বিবরণ

আরও পড়ুন- ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের অধীনে শূন্যপদে নিয়োগ, কীভাবে আবেদন করবেন

Share this article
click me!

Latest Videos

প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury