PSPCL Recruitment 2021- পাঞ্জাব স্টেট পাওয়ার কর্পোরেশন লিমিটেডে প্রচুর সংখ্যক শূন্যপদ, জেনে নিন আবেদন পদ্ধতি

আগ্রহীরা পাঞ্জাব স্টেট পাওয়ার কর্পোরেশন লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইট pspcl.in থেকে আবেদন করত পারবেন। কারা কোন পদে আবেদনের যোগ্য সে বিষয়ে বিস্তারিত বিবরণ রইল এখানে

শতাব্দী কর, প্রতিবেদক- প্রচুর সংখ্যক শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে পাঞ্জাব স্টেট পাওয়ার কর্পোরেশন লিমিটেড (Punjab State Power Corporation Limited)। ১৫ ডিসেম্বর শেষ হচ্ছে আবেদনের তারিখ। পাঞ্জাব স্টেট পাওয়ার কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে অতি সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে অ্যাপ্রেন্টিস (Apprentice) পদে নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে। আগ্রহীরা পাঞ্জাব স্টেট পাওয়ার কর্পোরেশন লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইট pspcl.in থেকে আবেদন করত পারবেন। কারা কোন পদে আবেদনের যোগ্য সে বিষয়ে বিস্তারিত বিবরণ রইল এখানে
 
PSPCL Recruitment 2021: গুরুত্বপূর্ণ তারিখ
বিজ্ঞপ্তি সূত্র জানা গিয়েছে, উল্লিখিত পদের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ চলছে। ইচ্ছুক প্রার্থীদের আগামী ১৫ ডিসেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদন করতে হবে। প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট দ্বারা অনলাইনেই আবেদন করতে পারবেন। অন্য কোনও সূত্র মারফৎ প্রেরিত আবেদনপত্র গ্রহণযোগ্য নয়। প্রতিষ্ঠান নিয়োগ সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তন করলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।

PSPCL Recruitment 2021: নিয়োগ সংক্রান্ত তথ্য
প্রতিষ্ঠানের নাম: পাঞ্জাব স্টেট পাওয়ার কর্পোরেশন লিমিটেড (Punjab State Power Corporation Limited)
পদের নাম: লাইনম্যান
শূন্যপদের সংখ্যা: ৬০০টি
শূন্যপদের বিবরণ: নির্বাচিত প্রার্থীদের মূলত লাইনম্যান পদে ট্রেনিং দেওয়া হবে। 
জেনারেল ক্যাটাগরি- ৩৬৬টি পদ
এসসি- ১৫০টি পদ
বিসি- ৬০টি পদ
পিডবলুডি- ২৪টি পদ 
PSPCL Recruitment 2021: বিশেষ ঘোষণা
প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে যে, পাঞ্জাব নিবাসী প্রার্থীরা বা যাদের ডোমিসাইল রয়েছে নিয়োগের সময় তাদের অধিক প্রাধান্য দেওয়া হবে। তবে সঠিক ও উপযুক্ত প্রার্থী না পাওয়া গেলে অন্যান্য রাজ্যের প্রার্থীদেরও নিয়োগ করা হবে। 
PSPCL Recruitment 2021: ট্রেনিংয়ের সময়সীমা
প্রার্থীদের অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট ১৯৬১, ১৯৬২ অনুসারে ১ বছরের জন্য চুক্তি ভিত্তিতে এই ট্রেনিংয়ে নিয়োগ করা হবে।
PSPCL Recruitment 2021: শিক্ষাগত যোগ্যতা
প্রার্থীদের ইলেকট্রিশিয়ান ট্রেড অথবা ওয়ারম্যান ট্রেডে আইটিআই ডিগ্রি থাকা বাঞ্ছনীয়। 
PSPCL Recruitment 2021: নির্বাচন পদ্ধতি
প্রার্থীদের সম্পূর্ণত মেরিটের ভিত্তিতে নির্বান করা হবে। মেরিটের বাছাই তালিকা তৈরি করা হবে ইলেকট্রিশিয়ান ট্রেড অথবা ওয়ারম্যান ট্রেডের আইটিআই ডিগ্রিতে প্রাপ্ত নম্বরের ওপর নির্ভর করে। তবে প্রার্থীদের উচ্চশিক্ষার ডিগ্রি থাকলেও তা এই নিয়োগের ক্ষেত্রে কোনও ভূমিকা নেবে না। 
PSPCL Recruitment 2021: আবেদন পদ্ধতি
প্রার্থীদের প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে (www.pspcl.in) ইংরেজী ভাষাতেই আবেদনপত্র পূরণ করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীদের নিজস্ব মেইল আইডি থাকা বাঞ্ছনীয়। এরপর প্রার্থীরা ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, পাঞ্জাবী পাশ সার্টিফিকেট, আইটিআই সার্টিফিকেট, আধার কার্ড, রিসার্ভেশন সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়), বর্তমান ফটোগ্রাফ ও সিগনেচার ইত্যাদি সহযোগে আবেদনপত্রটি পূরন করে জমা করতে হবে।

Latest Videos

আরও পড়ুন: CSIR NIIST Recruitment 2021- নামী প্রতিষ্ঠানে গবেষণা ক্ষেত্রে কাজের সুযোগ, কীভাবে আবেদন করবেন

আরও পড়ুন: Railway Recruitment 2021- তরুন-তরুনীদের জন্য দারুণ সুখবর! রেলওয়ের অধীনে প্রচুর সংখ্যক শূন্যপদে নিয়োগ

আরও পড়ুন- অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জেনে নিন বিস্তারিত

আরও পড়ুন- এবারে বাড়িতে বসেই আইআইটি জেইই পরীক্ষার প্রস্তুতি, কীভাবে? সম্পূর্ণ বিবরণ

আরও পড়ুন- ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের অধীনে শূন্যপদে নিয়োগ, কীভাবে আবেদন করবেন

Share this article
click me!

Latest Videos

'উপনির্বাচনের ফলাফল নিয়ে BJP ভাবেনা' আর কি বললেন শুভেন্দু? দেখুন | Suvendu Adhikari
আজ রাজ্যে উপনির্বাচনের (By Election) রেজাল্ট আউট, সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগণনা (Vote Counting)
‘অনেকদিন পর কেষ্টদা ফিরেছে তাই একটু বিশৃঙ্খলা হচ্ছে’ অদ্ভুত ব্যাখ্যা Satabdi-র! | Satabdi Roy News
গান্ধীমূর্তিতে শ্রদ্ধা নিবেদন থেকে Guyana সংসদে ভাষণ, এক ঝলকে দেখুন প্রধানমন্ত্রীর (Modi) গায়ানা সফর
Nadia-এ ডাম্পিং গ্রউন্ড ঘিরে বিতর্ক! থানায় আটক বিজেপি বিধায়ক! দেখুন | Nadia News Today