চাকরি প্রার্থীদের জন্য দারুণ সুখবর। মেট্রো রেলে শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করলো কর্তৃপক্ষ। জেনে কীভাবে Apply করবেন?
শতাব্দী কর, প্রতিবেদক- শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে গুজরাট মেট্রো রেল কর্পোরেশন (Gujarat Metro Rail Corporation) । ৩০ নভেম্বর শেষ হচ্ছে আবেদনের তারিখ। গুজরাট মেট্রো রেল কর্পোরেশনের পক্ষ থেকে অতি সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে ম্যানেজার (Managerial) পদে নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে। আগ্রহীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট gujaratmetrorail.com থেকে আবেদন করত পারবেন। কারা কোন পদে আবেদনের যোগ্য সে বিষয়ে বিস্তারিত বিবরণ রইল এখানে
GMRC Recruitment 2021: গুরুত্বপূর্ণ তারিখ
বিজ্ঞপ্তি সূত্র জানা গিয়েছে, উল্লিখিত পদের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ চলছে। ইচ্ছুক প্রার্থীদের আগামী ৩০ নভেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদন করতে হবে। প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট দ্বারা অনলাইনেই আবেদন করতে পারবেন। অন্য কোনও সূত্র মারফৎ প্রেরিত আবেদনপত্র গ্রহণযোগ্য নয়। প্রতিষ্ঠান নিয়োগ সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তন করলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন: NIELIT Recruitment 2021- সায়েন্টিস্ট পদে নিয়োগ, ৩৩ শূন্যপদে নিয়োগ, কীভাবে আবেদন
GMRC Recruitment 2021: নিয়োগ সংক্রান্ত তথ্য
প্রতিষ্ঠানের নাম: গুজরাট মেট্রো রেল কর্পোরেশন (Gujarat Metro Rail Corporation)
পদের নাম: ম্যানেজার
শূন্যপদের সংখ্যা: ১১টি
শূন্যপদের বিবরণ:
সিভিল এনভায়রমেন্ট এবং সেফটি (প্রজেক্ট উইং)
অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার (এনভায়রমেন্ট এবং সোশ্যাল): ১টি পদ
অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার (সেফটি): ১টি পদ
ডেপুটি জেনারেল ম্যানেজার (সোশ্যাল): ১টি পদ
অ্যাসিসট্যান্ট ম্যানেজার (সোশ্যাল/ জেন্ডার এক্সপার্ট): ১টি পদ
অ্যাসিসট্যান্ট ম্যানেজার (এনভায়রমেন্ট): ১টি পদ
ইঞ্জিনিয়ার (এনভায়রমেন্ট): ১টি পদ
ও এবং এম উইং
জয়েন্ট জেনারেল ম্যানেজার (ই এবং এম): ১টি পদ
ডেপুটি জেনারেল ম্যানেজার (সেফটি- ও এবং এম): ১টি পদ
ডেপুটি জেনারেল ম্যানেজার (স্টোরস): ১টি পদ
রেল কাম রোড ভিক্যাল অপারেটরস: ২টি পদ
GMRC Recruitment 2021: বয়সসীমা
অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার (এনভায়রমেন্ট এবং সোশ্যাল): সর্বোচ্চ ৫৩ বছর
অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার (সেফটি): সর্বোচ্চ ৫৩ বছর
ডেপুটি জেনারেল ম্যানেজার (সোশ্যাল):সর্বোচ্চ ৪৫ বছর
অ্যাসিসট্যান্ট ম্যানেজার (সোশ্যাল/ জেন্ডার এক্সপার্ট): সর্বোচ্চ ৩২ বছর
অ্যাসিসট্যান্ট ম্যানেজার (এনভায়রমেন্ট): সর্বোচ্চ ৩২ বছর
ইঞ্জিনিয়ার (এনভায়রমেন্ট): সর্বোচ্চ ২৮ বছর
জয়েন্ট জেনারেল ম্যানেজার (ই এবং এম): সর্বোচ্চ ৫০ বছর
ডেপুটি জেনারেল ম্যানেজার (সেফটি- ও এবং এম): সর্বোচ্চ ৪৫ বছর
ডেপুটি জেনারেল ম্যানেজার (স্টোরস): সর্বোচ্চ ৪৫ বছর
রেল কাম রোড ভিক্যাল অপারেটরস: সর্বোচ্চ ২৮ বছর
GMRC Recruitment 2021: শিক্ষাগত যোগ্যতা
ইচ্ছুক প্রার্থীদের আবেদনের যোগ্যতা বিষয়ে অধিক জানতে এই লিঙ্কটিতে https://www.gujaratmetrorail.com/wp-content/uploads/2021/11/Final-Recruitment-notificaiton-Civil-OM_Nov-2021.pdf ক্লিক করতে হবে।
আরও পড়ুন: UPSC Exam Prep- বাড়িতে বসেই ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি, কীভাবে সম্ভব-জানুন
GMRC Recruitment 2021: নির্বাচন পদ্ধতি
প্রতিষ্ঠান মারফৎ প্রার্থীদের প্রেরিত আবেদনপত্রের ভিত্তিতে একটি বাছাই তালিকা তৈরি করা হবে। সেই তালিকা অনুসারে প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। সাক্ষাৎকারের নির্দিষ্ট সময় এবং স্থান পরবর্তীতে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
GMRC Recruitment 2021: বিশেষ ঘোষণা
নিয়োগ তালিকা প্রকাশ হওয়ার ৩ দিনের মধ্যে প্রার্থীদের প্রস্তাব গ্রহণের সম্মতি জানাতে হবে নচেৎ তালিকার পরবর্তী প্রার্থীকে নিয়োগের প্রস্তাব পাঠানো হবে।