প্রচুর সংখ্যক শূন্যপদে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, জেনে নিন বিস্তারিত

আগ্রহীরা ওয়েবসাইট  iisc.ac.in/positions-open থেকে আবেদন করত পারবেন। কারা কোন পদে আবেদনের যোগ্য সে বিষয়ে বিস্তারিত বিবরণ রইল এখানে

বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (Indian Institute of Science)। প্রতিষ্ঠানের  পক্ষ থেকে অতি সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (Technical Assistant) পদে নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে। আগ্রহীরা ওয়েবসাইট  iisc.ac.in/positions-open থেকে আবেদন করত পারবেন। কারা কোন পদে আবেদনের যোগ্য সে বিষয়ে বিস্তারিত বিবরণ রইল এখানে
 
IISC Recruitment 2022: আবেদনের তারিখ
বিজ্ঞপ্তি সূত্রে জানা গিয়েছে, উল্লিখিত পদের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। ইচ্ছুক প্রার্থীদের বিজ্ঞপ্তি প্রকাশের আগামী ২৮ ফেব্রুয়ারি, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জাম দিতে হবে। প্রার্থীদের অনলাইনে আবেদনপত্র জমা করত হবে। অন্য কোনও সূত্র মারফৎ প্রেরিত আবেদনপত্র গ্রহণযোগ্য নয়। প্রতিষ্ঠান নিয়োগ সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তন করলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। ভারতের যে কোনও প্রান্তের প্রার্থীরা উল্লিখিত পদের জন্য আবেদন করতে সক্ষম।

IISC Recruitment 2022: নিয়োগ সংক্রান্ত তথ্য

Latest Videos

প্রতিষ্ঠানের নাম: ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (Indian Institute of Science)
পদের নাম: টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদের সংখ্যা: ১০০টি
শূন্যপদের বিবরণ-
জেনারেল ক্যাটাগরি- ৪২টি পদ
ওবিসি- ২৫টি পদ
তফসিলি জাতি- ১৬টি পদ
তফসিলি উপজাতি- ৭টি পদ
অর্থনৈতিক ভাবে অনগ্রসর শ্রেণি- ১০টি পদ
IISC Recruitment 2022: বেতনক্রম
ইনস্টিটিউটে বিদ্যমান হার অনুযায়ী মাসিক ২১৭০০ টাকা (সেল ১) এবং ভাতা প্রদান করা হবে।

IISC Recruitment 2022: আবেদনের যোগ্যতা
প্রার্থীদের অবশ্যই ন্যূনতম ৫৫% নম্বর সহ বি.টেক/ বিই/ বি আর্ক/ বি.এসসি/ বিসিএ / বিভিএসসি ডিগ্রি সম্পন্ন করতে হবে।
IISC Recruitment 2022: আবেদনের বয়সসীমা
প্রার্থীরা ২৬ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন।
IISC Recruitment 2022: নির্বাচন প্রক্রিয়া
লিখিত পরীক্ষার যোগ্যতার ভিত্তিতে নির্বাচন করা হবে।
কিভাবে আইআইএসসি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ ২০২২-এর জন্য আবেদন করবেন?
IISC-এর অফিসিয়াল ওয়েবসাইট- https://iisc.ac.in দেখুন
'নিউজ অ্যান্ড ইভেন্ট'-এ যান তারপর 'পোজিশন ওপেন'-এ যেতে হবে
'টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট'-এ ক্লিক করুন তারপর 'অন্যান্য পদের' 'টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট'-এর অধীনে ‘Click here to Apply’-এ ক্লিক করুন
প্রার্থীদের সামনে একটি নতুন পেজ পুনঃনির্দেশিত হবে। নতুন ব্যবহারকারীরা ‘click here to Register for IISc Bangalore Technical Assistant Recruitment posts - Mar 2022.’-এ গিয়ে নিজেদের নাম রেজিস্ট্রেশন করুন। রেজিস্ট্রেশনের পরে, আপনার অ্যাকাউন্টে লগইন করুন এবং বিশদ তথ্য ও ডকুমেন্ট জমা দিন আবেদন প্রক্রিয়া সম্পন্ন হলে প্রার্থীরা ভবিষ্যতের সুবিধার্থে আবেদনপত্রের একটি প্রিন্ট আউট সংরক্ষণ করে রাখুন।

IISC Recruitment 2022: আবেদন ফি
জেনারেল ক্যাটাগরি, ওবিসি এবং ইডব্লিউএস প্রার্থীদের আবেদন ফি হিসেবে ৫০০ টাকা দিতে হবে, তবে মহিলা প্রার্থী, এসসি, এসটি, শারীরিক প্রতিবন্দী, ট্রান্সজেন্ডার এবং প্রাক্তন চাকরিজীবীদের কোনও ফি নেই৷ 
বিশদ নোটিশ https://freeebook.jagranjosh.com/free-pdf-page?file=iisc-technical-assistant-notification-download.pdf 
সরাসরি আবেদনের লিঙ্ক https://cdn.digialm.com/EForms/configuredHtml/956/75417/Registration.html

আরও পড়ুন: ২০ হাজারেরও বেশি বেতন, পরীক্ষা ছাড়াই পোস্ট অফিসে চাকরির সুযোগ

আরও পড়ুন: ২১ ফেব্রুয়ারি প্রকাশিত হল গেটের উত্তরপত্র, দেখে নিন অনলাইনে চেক করার পদ্ধতি

আরও পড়ুন: প্রচুর সংখ্যক শূন্যপদে জুনিয়ার অফিসার ট্রেনি নিয়োগ করবে এই নামী সংস্থা, আজই আবেদন করুন
 

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury