Mazagon Dock Shipbuilders Recruitment 2022- ৮৬ শূন্যপদে অ্যাপ্রেন্টিস নিয়োগ, ২৫ জানুয়ারি আবেদনের শেষ দিন

আগ্রহীরা অফিসিয়াল ওয়েবসাইট mazagondock.in এই লিঙ্ক থেকে আবেদন করত পারবেন। কারা কোন পদে আবেদনের যোগ্য সে বিষয়ে বিস্তারিত বিবরণ রইল এখানে

বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল ম্যাজাগন শিপ বিল্ডার্সে (Mazagon Dock Shipbuilders)। ম্যাজাগন শিপ বিল্ডার্সের পক্ষ থেকে অতি সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে অ্যাপ্রেন্টিস (Apprentice) পদে নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে। আগ্রহীরা অফিসিয়াল ওয়েবসাইট mazagondock.in এই লিঙ্ক থেকে আবেদন করত পারবেন। কারা কোন পদে আবেদনের যোগ্য সে বিষয়ে বিস্তারিত বিবরণ রইল এখানে

Mazagon Dock Shipbuilders Recruitment 2022: আবেদনের তারিখ
বিজ্ঞপ্তি সূত্রে জানা গিয়েছে, উল্লিখিত পদের জন্য নাম আবেদনের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ইচ্ছুক প্রার্থীদের ২৫ জানুয়ারি, ২০২২ তারিখের ১১টা বেজে ৫৯ মিনিটের মধ্যেই আবেদনপত্র জমা করতে হবে। প্রার্থীদের অনলাইনে আবেদনপত্র জমা করত হবে। অন্য কোনও সূত্র মারফৎ প্রেরিত আবেদনপত্র গ্রহণযোগ্য নয়। প্রতিষ্ঠান নিয়োগ সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তন করলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। 
ভারতের যে কোনও প্রান্তের প্রার্থীরা উল্লিখিত পদের জন্য আবেদন করতে সক্ষম।

Mazagon Dock Shipbuilders Recruitment 2022: নিয়োগ সংক্রান্ত তথ্য
প্রতিষ্ঠানের নাম: ম্যাজাগন শিপ বিল্ডার্স (Mazagon Dock Shipbuilders)
পদের নাম: অ্যাপ্রেন্টিস
শূন্যপদের সংখ্যা: ৮৬টি

শূন্যপদের বিবরণ:
গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস বিভাগে-
কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ১ টি পদ
কম্পিউটার ইঞ্জিয়ারিংয়ে ২টি পদ
সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ৩টি পদ
ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ১৫টি পদ
ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে ৫টি পদ
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ৪৩টি পদ
প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ে ৫টি পদ
শিপবিল্ডিং টেকনোলজিতে ৫টি পদ
ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস বিভাগে-
ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ২টি পদ
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ৫টি পদ

Mazagon Dock Shipbuilders Recruitment 2022: আবেদনের যোগ্যতা
গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসদের জন্য সংশ্লিষ্ট শাখায় বিই/বিটেক পাশ করতে হবে। ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসদের জন্য সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় ডিপ্লোমা পাশ করতে হবে।  

Mazagon Dock Shipbuilders Recruitment 2022: মাসিক ভাতা
গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস প্রশিক্ষণ প্রার্থীদের মাসিক ৯০০০ টাকা এবং ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস প্রশিক্ষণপ্রার্থীদের মাসিক ৮০০০ টাকা করে ভাতা দেওয়া হবে।
 
Mazagon Dock Shipbuilders Recruitment 2022: আবেদন পদ্ধতি
প্রার্থীদের ২৫ জানুয়ারি, ২০২২ তারিখের মধ্যে প্রার্থীদের আবেদনপত্র জমা দিতে হবে। প্রার্থীদের নাম নথিভুক্ত করতে হবে এই লিঙ্কের https://portal.mhrdnats.gov.in/boat/commonRedirect/registermenunewlregistermenunew.action মারফৎ। এরপর সম্পূর্ণ আবেদনপত্র পূরণ করে আবেদন ফি সহ জমা করতে হবে। 

আরও পড়ুন: Army Welfare Education Society Recruitment 2022- জেনে নিন সহকারী শিক্ষক পদে কীভাবে আবেদন করবেন

Latest Videos

আরও পড়ুন: Union Public Service Commission Recruitment 2022- বিভিন্ন শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল ইউনিয়ন পাবলিক

Mazagon Dock Shipbuilders Recruitment 2022: অন্যান্য তথ্য
১৯৭৩ সালের অ্যক্সাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ ম্যাজাগন শিপ বিল্ডার্স লিমিটেডে গ্র্যাজুয়েট ও টেকনিশিয়ান শাখায় ৮৬ জনকে অ্যাপ্রেন্টিসশিপ প্রশিক্ষণ দিতে চলেছে। গ্র্যাজুয়েট শাখায় ও টেকনিশিয়ান শাখায় প্রশিক্ষণ দেওয়া হবে প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ে, শিপবিল্ডিং টেকনোলজিতে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ইত্যাদি ট্রেডে।

Share this article
click me!

Latest Videos

'কত বড় সাহস! পুলিশ বাড়ি বাড়ি গিয়ে বলেছে ভোট দিতে যাবে না' এ কী অভিযোগ করলেন শুভেন্দু
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য, কী বললেন তিনি, দেখুন সরাসরি
'ভাইপোর চাকর পুলিশ কেন বিজেপি পোলিং এজেন্টদের গ্রেফতার করল?' গর্জে উঠে প্রশ্ন তুললেন শুভেন্দু
বাজার থেকে ফেরার পথেই ঘটলো অঘটন! আতঙ্কের ছায়া শান্তিপুরে, দেখুন | Nadia News Today
অসাধ্য সাধন! যথেষ্ট পরিকাঠামো না থাকার সত্ত্বেও ৮০০ গ্রামের শিশুকে বড় করে তুলল বারাসাত মেডিক্যাল