Ministry of Food Processing Industries Recruitment 2021- কেন্দ্রীয় সরকারের চাকরির বিজ্ঞপ্তি প্রসঙ্গে জেনে নিন

আগ্রহীরা মিনিস্ট্রি অফ ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিসের অফিসিয়াল ওয়েবসাইট www.mofpi.gov.in and https://pmfme.mofpi.gov.in/ থেকে আবেদন করত পারবেন। কারা কোন পদে আবেদনের যোগ্য সে বিষয়ে বিস্তারিত বিবরণ রইল এখানে।

কেন্দ্রীয় সরকারের অধীনে চাকরি করতে উৎসাহী প্রার্থীদের জন্য দারুন সুযোগ নিয়ে এল মিনিস্ট্রি অফ ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিস (Ministry of Food Processing Industries)। ইন্ডাস্ট্রির পক্ষ থেকে অতি সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাইম মিনিস্টার ফরমালাইজেশন অফ মাইক্রো ফুড প্রসেসিং এন্টারপ্রাইজের অধীনে কনসালটেন্ট (Consultant) এবং ইয়ং প্রফেশনাল (Young Professional) সহ অন্যান্য পদে নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে। আগ্রহীরা মিনিস্ট্রি অফ ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিসের অফিসিয়াল ওয়েবসাইট www.mofpi.gov.in and https://pmfme.mofpi.gov.in/ থেকে আবেদন করত পারবেন। কারা কোন পদে আবেদনের যোগ্য সে বিষয়ে বিস্তারিত বিবরণ রইল এখানে
 
Ministry of Food Processing Industries Recruitment 2021: আবেদনের তারিখ
বিজ্ঞপ্তি সূত্রে জানা গিয়েছে, উল্লিখিত পদের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। ইচ্ছুক প্রার্থীদের ৩১ জানুয়ারি, ২০২২ তারিখের রাত ১১টা বেজে ৫৯ মিনিটের মধ্যেই আবেদনপত্র জমা করতে হবে। প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট দ্বারা অনলাইনেই আবেদন করতে পারবেন। অন্য কোনও সূত্র মারফৎ প্রেরিত আবেদনপত্র গ্রহণযোগ্য নয়। প্রতিষ্ঠান নিয়োগ সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তন করলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।ভারতের যে কোনও প্রান্তের প্রার্থীরা উল্লিখিত পদের জন্য আবেদন করতে সক্ষম।
Ministry of Food Processing Industries Recruitment 2021: নিয়োগ সংক্রান্ত তথ্য
প্রতিষ্ঠানের নাম: মিনিস্ট্রি অফ ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিস (Ministry of Food Processing Industries)
পদের নাম: কনসালটেন্ট এবং ইয়ং প্রফেশনাল সহ অন্যান্য 
শূন্যপদের সংখ্যা: ২৯টি
 

শূন্যপদের বিবরণ: 
লিড প্রজেক্ট ম্যানেজার- স্টেট প্রোগ্রাম: ১টি পদ
লিড প্রজেক্ট ম্যানেজার- (ক্যাপাসিটি বিল্ডিং): ১টি পদ
লিড প্রজেক্ট ম্যানেজার প্ল্যানিং: ১টি পদ
লিড প্রজেক্ট ম্যানেজার নলেক ম্যানেজমেন্ট: ১টি পদ
লিড প্রজেক্ট ম্যানেজার- ব্র্যান্ডিং এবং মার্কেটিং: ১টি পদ
ম্যানেজার- স্টেট প্রোগ্রাম: ১টি পদ
ম্যানেজার- ক্যাপাসিটি বিল্ডিং: ১টি পদ
ম্যানেজার, প্ল্যানিং: ১টি পদ
ম্যানেজার, নলেজ ম্যানেজমেন্ট: ১টি পদ
ম্যানেজার- ব্র্যান্ডিং এবং মার্কেটিং: ১টি পদ
ম্যানেজার, এমআইএস: ১টি পদ
ফাইন্যান্সিয়াল এবং মাইক্রো ক্রেডিট ম্যানেজার: ১টি পদ
কমিউনিকেশন ম্যানেজার: ২টি পদ
ফুড টেকনোলজিস্ট: ২টি পদ
ম্যানেজার- এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট: ১টি পদ
ম্যানেজার- মনিটরিং এবং এভালুয়েশন: ১টি পদ
কনসালটেন্ট- জয়েন্ট সেক্রেটারি/ ডিরেক্টর লেভেল রিটায়ার্ড অফিসার: ১টি পদ
কনসালটেন্ট- পে এবং অ্যাকাউন্টস লেভেল রিটায়ার্ড অফিসার: ১টি পদ
ইয়ং প্রফেশনাল- মিডিয়া এবং পিআর: ১টি পদ
ইয়ং প্রফেশনাল- টেকনিক্যাল: ৪টি পদ
ইয়ং প্রফেশনাল- ম্যানেজমেন্ট: ৪টি পদ
আরও পড়ুন: NTPC Recruitment 2021- মাসিক ১ লক্ষ ২০ হাজার টাকা বেতনে ল অফিসার নিয়োগ করবে এই সংস্থা

Latest Videos

আরও পড়ুন: ESIC recruitment 2021- ৩০০০ শূন্যপদে নিয়োগ করবে এই নামী সংস্থা, জানুন কোথায় এবং কীভাবে আবেদন করবেন

Ministry of Food Processing Industries Recruitment 2021: বিশেষ ঘোষণা
চাকরির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, প্রার্থীদের প্রাথমিকভাবে দুই বছরের জন্য নিয়োগ করা হবে। কাজের চাহিদা, প্রার্থীদের যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে কাজের মেয়াদ বাড়ানো বা কমানোর সম্ভাবনা রয়েছে। নির্বাচিত প্রার্থী প্রাথমিকভাবে ৬ ওয়াচিং পিরিয়ডে রাখা হবে। 

ভারতের যে কোনও প্রান্তের প্রার্থীরা উল্লিখিত পদের জন্য আবেদন করতে পারেন।
সরাসরি আবেদন করার ও বিশদে বিজ্ঞাপন পড়ার লিঙ্ক https://www.mofpi.gov.in/sites/default/files/advertisement_for_recruitment_of_consultants_for_npmu.pdf
 

Share this article
click me!

Latest Videos

'Uttar Pradesh-এর মতো সুশাসন আনবো West Bengal-এ' Suvendu Adhikari- র চরম প্রতিশ্রুতি #shorts
Narendra Modi : বড়দিনের অনুষ্ঠানে মাতলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সকলকে জানালেন শুভেচ্ছা
২৬-এ Mamata Banerjee-কে বিদায়! মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বানানোর শপথ Suvendu Adhikari-র
‘West Bengla-এ Uttar Pradesh-এর মতো সুশাসন দেবে BJP’ সনাতনী হিন্দুদের প্রতিশ্রুতি Suvendu Adhikari-র
'ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা' হিন্দুদের প্রতি সহানুভুতি, বাংলাদেশী জঙ্গিদের টার্গেট Suvendu Adhikari