আগ্রহীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট http://www.ndri.res.in/ থেকে আবেদন করত পারবেন। কারা কোন পদে আবেদনের যোগ্য সে বিষয়ে বিস্তারিত বিবরণ রইল এখানে
শতাব্দী কর, প্রতিবেদক- বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল ন্যাশনাল ডেয়ারি রিসার্চ ইনস্টিটিউট (National Dairy Research Institute)। ন্যাশনাল ডেয়ারি রিসার্চ ইনস্টিটিউটের পক্ষ থেকে অতি সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (Technical Assistant) পদে নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে। আগ্রহীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট http://www.ndri.res.in/ থেকে আবেদন করত পারবেন। কারা কোন পদে আবেদনের যোগ্য সে বিষয়ে বিস্তারিত বিবরণ রইল এখানে
NDRI Technical Assistant Recruitment 2022: আবেদনের তারিখ
বিজ্ঞপ্তি সূত্রে জানা গিয়েছে, উল্লিখিত পদের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। ইচ্ছুক প্রার্থীদের ১০ ফেব্রুয়ারি, ২০২২ তারিখের রাত ১১টা বেজে ৫৯ মিনিটের মধ্যেই আবেদনপত্র জমা করতে হবে। প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট দ্বারা অনলাইনেই আবেদন করতে পারবেন। অন্য কোনও সূত্র মারফৎ প্রেরিত আবেদনপত্র গ্রহণযোগ্য নয়। প্রতিষ্ঠান নিয়োগ সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তন করলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।ভারতের যে কোনও প্রান্তের প্রার্থীরা উল্লিখিত পদের জন্য আবেদন করতে সক্ষম।
NDRI Technical Assistant Recruitment 2022: নিয়োগ সংক্রান্ত তথ্য
প্রতিষ্ঠানের নাম: ন্যাশনাল ডেয়ারি রিসার্চ ইনস্টিটিউট (National Dairy Research Institute)
পদের নাম: টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, সিনিয়ার টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, টেকনিশিয়ান
শূন্যপদের সংখ্যা: ৭৮টি
NDRI Technical Assistant Recruitment 2022: আবেদনের যোগ্যতা
চাকরির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যে সকল প্রার্থীরা দশম, দ্বাদশ, বি.ই., বি.এসসি, বি.টেক, ব্যাচেলর ডিগ্রি, বিভিএস বা সমমানের যোগ্যতা সম্পন্ন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে বা ডিগ্রিপ্রাপ্ত তারা আবেদনের যোগ্য। সে ক্ষেত্রে প্রার্থীদের সরকার স্বীকৃত কোনও প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রিপ্রাপ্ত হতে হবে।
NDRI Technical Assistant Recruitment 2022: বয়সসীমা
তফসিলি জাতি ও উপজাতি, ওবিসি এবং শারীরিক প্রতিবন্দীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ঊর্দ্ধসীমায় ছাড় দেওয়া হয়েছে।
NDRI Technical Assistant Recruitment 2022: আবেদন পদ্ধতি
প্রার্থীদের ন্যাশনাল ডেয়ারি রিসার্চ ইনস্টিটিউটের অফিসিয়াল ওয়েবসাইটে http://www.ndri.res.in/ যেতে হবে। এরপর প্রার্থীদের অনলাইন আবেদনপত্রটি ডাউনলোড করে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট ও তথ্য সহ পূরণ করতে হবে। পূরন করা আবেদনপত্র ডকুমেন্ট সহ আগামী ১০ ফেব্রুয়ারি, ২০২২ তারিখের পূর্বে প্রতিষ্ঠানের হিকানায় পাঠাতে হবে। প্রতিষ্ঠান পাঠানোর ঠিকানা- Sr. Admn. Officer, Establishment- II, (Technical) Section, ICAR-National Diary Research Institute, Karnal- 132001 (email- ravinder@icar.gov.in)।
ভারতের যে কোনও প্রান্তের প্রার্থীরা উল্লিখিত পদের জন্য আবেদন করতে পারেন।
এছাড়াও এখানে উদ্ধৃত লিঙ্কের http://www.ndri.res.in/ মাধ্যমে সরাসরি আবেদন করতে পারেন ।
আরও পড়ুন: NTPC Recruitment 2021- মাসিক ১ লক্ষ ২০ হাজার টাকা বেতনে ল অফিসার নিয়োগ করবে এই সংস্থা