NHPC Limited JE Recruitment 2022- ১৩৩ শূন্যপদে নিয়োগ করবে এই কেন্দ্রীয় সংস্থা! আজই আবেদন করুন

আগ্রহীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট nhpcindia.com থেকে আবেদন করত পারবেন। কারা কোন পদে আবেদনের যোগ্য সে বিষয়ে বিস্তারিত বিবরণ রইল এখানে

মেগা রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ করল ন্যাশনাল হাইড্রোইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন লিমিটেড (National Hydroelectric Power Corporation Limited)। প্রতিষ্ঠানের পক্ষ থেকে অতি সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জুনিয়ার ইঞ্জিনিয়ার (Junior Engineer) পদে নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে। আগ্রহীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট nhpcindia.com থেকে আবেদন করত পারবেন। কারা কোন পদে আবেদনের যোগ্য সে বিষয়ে বিস্তারিত বিবরণ রইল এখানে
 
NHPC Limited JE Recruitment 2022: আবেদনের তারিখ
বিজ্ঞপ্তি সূত্রে জানা গিয়েছে, উল্লিখিত পদের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। ইচ্ছুক প্রার্থীদের ২১ ফেব্রুয়ারি, ২০২২ তারিখের রাত ১১টা বেজে ৫৯ মিনিটের মধ্যেই আবেদনপত্র জমা করতে হবে। প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট দ্বারা অনলাইনেই আবেদন করতে পারবেন। অন্য কোনও সূত্র মারফৎ প্রেরিত আবেদনপত্র গ্রহণযোগ্য নয়। প্রতিষ্ঠান নিয়োগ সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তন করলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।ভারতের যে কোনও প্রান্তের প্রার্থীরা উল্লিখিত পদের জন্য আবেদন করতে সক্ষম।

NHPC Limited JE Recruitment 2022: নিয়োগ সংক্রান্ত তথ্য
প্রতিষ্ঠানের নাম: ন্যাশনাল হাইড্রোইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন লিমিটেড (National Hydroelectric Power Corporation Limited)
পদের নাম: জুনিয়ার ইঞ্জিনিয়ার
শূন্যপদের সংখ্যা: ১৩৩টি

শূন্যপদের বিবরণ:
জুনিয়ার ইঞ্জিনিয়ার (সিভিল)- ৬৮টি পদ
জুনিয়ার ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল)- ৩৪টি পদ
জুনিয়ার ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল)- ৩১টি পদ

NHPC Limited JE Recruitment 2022: আবেদনের যোগ্যতা
জুনিয়ার ইঞ্জিনিয়ার (সিভিল)- ন্যূনতম ৬০% নম্বর সহ সরকারী/সরকারি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ফুল টাইম ডিপ্লোমা বা সমতুল্য গ্রেড। উচ্চতর প্রযুক্তিগত যোগ্যতা যেমন B.Tech/B.E. অপরিহার্য, এটি ছাড়া অর্থাৎ পূর্ণ সময় নিয়মিত ডিপ্লোমা যোগ্য/ অনুমোদিত নয়।
জুনিয়ার ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল)-সর্বনিম্ন ৬০% সহ সরকারী/সরকারি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ফুল টাইম ডিপ্লোমা বা সমমানের গ্রেড। উচ্চতর প্রযুক্তিগত যোগ্যতা যেমন B.Tech/B.E. অপরিহার্য, এটি ছাড়া যোগ্যতা অর্থাৎ পূর্ণকালীন নিয়মিত ডিপ্লোমা যোগ্য/অনুমোদিত নয়।
জুনিয়ার ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল)-ন্যূনতম ৬০% সহ সরকারী/সরকারি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ফুল টাইম নিয়মিত ডিপ্লোমা বা সমমানের গ্রেড। উচ্চতর প্রযুক্তিগত যোগ্যতা যেমন B.Tech/B.E. অপরিহার্য, এটি ছাড়া যোগ্যতা অর্থাৎ পূর্ণকালীন নিয়মিত ডিপ্লোমা যোগ্য/অনুমোদিত নয়

NHPC Limited JE Recruitment 2022: বয়সসীমা
উল্লিখিত পদে আবেদনের জন্য সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর ধার্য করা হয়েছে। তফসিলি জাতি ও উপজাতি, ওবিসি এবং শারীরিক প্রতিবন্দীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ঊর্দ্ধসীমায় ছাড় দেওয়া হয়েছে। 

NDRI Technical Assistant Recruitment 2022: নির্বাচন পদ্ধতি
NHPC-তে অনলাইনে রেজিস্ট্রেশন করা যে সকল প্রার্থীরা যোগ্যতার মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে সমস্ত প্রয়োজনীয় তথ্য পূরণ করেছেন তাদের সাময়িকভাবে কম্পিউটার ভিত্তিক অনলাইন পরীক্ষার জন্য উপস্থিত হতে হবে।

আরও পড়ুন: NDRI Technical Assistant Recruitment 2022- টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করবে এই প্রতিষ্ঠান

Latest Videos

আরও পড়ুন: CMET Recruitment 2022: টেকনিক্যাল কনসালটেন্ট পদে নিয়োগ করবে এই কেদ্রীয় সংস্থা, ১০ ফেব্রুয়ারি আবেদনের শেষ দিন

অনলাইন পরীক্ষার মেধার ভিত্তিতে, চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের "অফার অফ অ্যাপয়েন্টমেন্ট" দেওয়া হবে।
'অনলাইন' অ্যাপ্লিকেশন সিস্টেমে উল্লেখ অনুযায়ী কম্পিউটার ভিত্তিক পরীক্ষা/অনলাইন পরীক্ষা ২২টি শহরে (আহমেদাবাদ, বেঙ্গালুরু, ভোপাল, ভুবনেশ্বর, চণ্ডীগড়, চেন্নাই, দেরাদুন, দিল্লি, গ্যাংটক, গুয়াহাটি, হায়দ্রাবাদ, ইটানগর, জয়পুর, জম্মু, কোচি, কলকাতা, লখনউ, মুম্বাই, পাঞ্জি, রাঁচি, রায়পুর এবং সিমলা) অনুষ্ঠিত হবে। প্রার্থীদের পছন্দের পরীক্ষার শহর নির্বাচন করতে হবে (তিনটি পছন্দের মধ্যে সীমিত)।
অনলাইন আবেদনপত্রে পরীক্ষার শহরের তালিকা দেওয়া হয়েছে। NHPC প্রার্থীদের প্রতিক্রিয়ার উপর নির্ভর করে যে কোনও কেন্দ্র বাতিল বা যুক্ত করার অধিকার রয়েছে। 
ভর্তি পরীক্ষা কেন্দ্রে ই-অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে। যা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে।
ভারতের যে কোনও প্রান্তের প্রার্থীরা উল্লিখিত পদের জন্য আবেদন করতে পারেন।
এছাড়াও এখানে উদ্ধৃত লিঙ্কের http://www.nhpcindia.com/writereaddata/Images/pdf/NHRectt.052021POST_OF_JUNIOR_ENGINEER_E.pdf মাধ্যমে সরাসরি আবেদন করতে পারেন ।
 

Share this article
click me!

Latest Videos

‘তৃণমূল কেমিক্যাল দিয়ে আমায় মারার প্ল্যান করছে’ তৃণমূলের চক্রান্ত ফাঁস করলেন অর্জুন সিং! দেখুন
ফের ইডির ভয়াল থাবা! মধ্যমগ্রাম কাঁপলো ইডির দুঃসাহসিক অভিযানে, দেখুন | North 24 Parganas | ED Raid
TMC-কে ভোট দিলেই মিলছে ঠোঙা ভর্তি মুড়ি ও চানাচুর! শোরগোল মেদিনীপুরে | Midnapore | WB By election
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য ও শিশির বাজোরিয়া, কী বলছেন, দেখুন সরাসরি
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য, কী বললেন তিনি, দেখুন সরাসরি