NVS Recruitment 2022- ১৯২৫ শূন্যপদে নিয়োগের সিদ্ধান্ত নবোদয় বিদ্যালয় সমিতিতে! জানুন বিস্তারিত বিবরণ

আগ্রহীরা অফিসিয়াল ওয়েবসাইট navodaya.gov.in থেকে আবেদন করত পারবেন। কারা কোন পদে আবেদনের যোগ্য সে বিষয়ে বিস্তারিত বিবরণ রইল এখানে
 

Web Desk - ANB | Published : Jan 16, 2022 6:01 AM IST

শতাব্দী কর, প্রতিবেদক- মেগ্রা রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ করল নবোদয় বিদ্যালয় সমিতি (Navodaya Vidyalaya Samiti)। নবোদয় বিদ্যালয় সমিতির পক্ষ থেকে অতি সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে গ্রুপ এ, বি  সি (Group A, B and C) পদে নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে। আগ্রহীরা অফিসিয়াল ওয়েবসাইট navodaya.gov.in থেকে আবেদন করত পারবেন। কারা কোন পদে আবেদনের যোগ্য সে বিষয়ে বিস্তারিত বিবরণ রইল এখানে
 
NVS Recruitment 2022: আবেদনের তারিখ
বিজ্ঞপ্তি সূত্রে জানা গিয়েছে, উল্লিখিত পদের জন্য নাম আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে ১২ জানুয়ারি থেকে। ইচ্ছুক প্রার্থীদের ১০ ফেব্রুয়ারি, ২০২২ তারিখের ১১টা বেজে ৫৯ মিনিটের মধ্যেই আবেদনপত্র জমা করতে হবে। প্রার্থীদের অনলাইনে আবেদনপত্র জমা করত হবে। অন্য কোনও সূত্র মারফৎ প্রেরিত আবেদনপত্র গ্রহণযোগ্য নয়। প্রতিষ্ঠান নিয়োগ সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তন করলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। 
ভারতের যে কোনও প্রান্তের প্রার্থীরা উল্লিখিত পদের জন্য আবেদন করতে সক্ষম।
NVS Recruitment 2022: নিয়োগ সংক্রান্ত তথ্য
প্রতিষ্ঠানের নাম: নবোদয় বিদ্যালয় সমিতি (Navodaya Vidyalaya Samiti)
পদের নাম: গ্রুপ এ, বি, সি
শূন্যপদের সংখ্যা: ১৯২৫টি
শূন্যপদের বিবরণ
অ্যাসিস্ট্যান্ট কমিশনার- ৭টি পদ
মহিলা স্টাফ নার্স- ৮২টি পদ
অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার- ১০টি পদ
অডিট অ্যাসিস্ট্যান্ট- ১১টি পদ
জুনিয়ার ট্রান্সলেশন অফিসার- ৪টি পদ
জুনিয়ার ইঞ্জিনিয়ার- ১টি পদ
স্টেনোগ্রাফার- ২২টি পদ
কম্পিউটার অপারেটর- ৪টি পদ
ক্যাটারিং অ্যাসিস্ট্যান্ট- ৮৭টি পদ
জুনিয়ার সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট- ৬৩০টি পদ
ইলেক্ট্রিশিয়ান কাম প্লাম্বার- ২৭৩টি পদ
ল্যাব অ্যাটেন্ডেন্ট- ১৪২টি পদ
মেস হেল্পার- ৬২৯টি পদ
মাল্টি টাস্কিং স্টাফ- ২৩টি পদ

NVS Recruitment 2022: আবেদনের যোগ্যতা
প্রার্থীরা শিক্ষাগত যোগ্যতা বিষয়ে জানতে এই লিঙ্কে https://cdn.digialm.com//per/g01/pub/726/EForms/image/ImageDocUpload/11/1113628134440745158570.pdf বিশদ বিবরণটি পড়ে দেখতে পারেন। 
NVS Recruitment 2022: নির্বাচন পদ্ধতি
অ্যাসিস্ট্যান্ট কমিশনার, অ্যাসিস্ট্যান্ট কমিশনার (প্রশাসন) এবং জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল) পদের জন্য কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (সিবিটি) এবং সাক্ষাৎকারে তাদের পারফরম্যান্সের ভিত্তিতে প্রার্থীদের সংক্ষিপ্ত তালিকাভুক্ত করা হবে। অ্যাসিস্ট্যান্ট কমিশনার এবং অ্যাসিস্ট্যান্ট কমিশনার (প্রশাসন) ব্যতীত বিজ্ঞাপিত পদে নিয়োগের জন্য CBT নিম্নলিখিত ৯৩ টি শহরে অনুষ্ঠিত হতে পারে।
NVS Recruitment 2022: আবেদন ফি
অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদের জন্য আবেদন ফি ১৫০০ টাকা এবং মহিলা স্টাফ নার্স পদের জন্য ১২০০ টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে। অন্যদিকে ল্যাব অ্যাটেনডেন্ট, মেস হেল্পার এবং MTS পদে আবেদনের জন্য ৭৫০ টাকা এবং অন্যদের জন্য ১০০০ টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে।
উল্লিখিত পদে আবেদন ইচ্ছুক প্রার্থীরা আবেদনের বিষয়ে আরও অধিক জানতে এই বিশদ বিজ্ঞপ্তির লিঙ্কে https://cdn.digialm.com//per/g01/pub/726/EForms/image/ImageDocUpload/11/1113628134440745158570.pdf গিয়ে দেখতে পারেন।

আরও পড়ুন: Saraswat Bank Recruitment 2021- ৩০০ শূন্যপদে অফিসার নিয়োগ করবে রাজ্যের এই ব্যাংক, আজই আবেদন করুন

আরও পড়ুন: ESI Corporation Recruitment 2021- ১,১২০ শূন্যপদে অফিসার নিয়োগ করবে দেশের এই নামী কম্পানি! আজই আবেদন করুন

আরও পড়ুন: NTPC Recruitment 2021- মাসিক ১ লক্ষ ২০ হাজার টাকা বেতনে ল অফিসার নিয়োগ করবে এই সংস্থা

আরও পড়ুন: ESIC recruitment 2021- ৩০০০ শূন্যপদে নিয়োগ করবে এই নামী সংস্থা, জানুন কোথায় এবং কীভাবে আবেদন করবেন

Share this article
click me!