আগ্রহীরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট www.pnbindia.in থেকে আবেদন করত পারবেন। কারা কোন পদে আবেদনের যোগ্য সে বিষয়ে বিস্তারিত বিবরণ রইল এখানে
শতাব্দী কর, প্রতিবেদক- সম্প্রতি প্রচুর পদে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ করল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (Punjab National Bank)। কলকাতা সাউথ সার্কেলের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পক্ষ থেকে অতি সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে ‘পার্ট টাইম’ সুইপার (Sweeper) পদে নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে। আগ্রহীরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট www.pnbindia.in থেকে আবেদন করত পারবেন। কারা কোন পদে আবেদনের যোগ্য সে বিষয়ে বিস্তারিত বিবরণ রইল এখানে
Punjab National Bank Recruitment 2021: আবেদনের তারিখ
বিজ্ঞপ্তি সূত্রে জানা গিয়েছে, উল্লিখিত পদের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। ইচ্ছুক প্রার্থীদের ১৮ ডিসেম্বর, ২০২১ তারিখ রাত ১১টা বেজে ৫৯ মিনিটের মধ্যেই আবেদনপত্র জমা করতে হবে। প্রার্থীরা ডাক মাধ্যমে আবেদন করতে পারবেন। অন্য কোনও সূত্র মারফৎ প্রেরিত আবেদনপত্র গ্রহণযোগ্য নয়। প্রতিষ্ঠান নিয়োগ সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তন করলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
Punjab National Bank Recruitment 2021: নিয়োগ সংক্রান্ত তথ্য
প্রতিষ্ঠানের নাম: পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (Punjab National Bank)
পদের নাম: সুইপার (Sweeper)
শূন্যপদের সংখ্যা: ৩৫টি
Punjab National Bank Recruitment 2021: কারা আবেদনের যোগ্য
মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়া প্রার্থীরা আবেদনের যোগ্য। প্রার্থীদের কলকাতা, দঃ চব্বিশ পরগণার স্থায়ী বাসিন্দা হতে হবে।
Punjab National Bank Recruitment 2021: বয়সসীমা
০১.০৭.২০২১ তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়সসীমা ১৮ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে। তফসিলি জাতি ও উপজাতি এবং ওবিসি ক্যাটাগরির প্রার্থীরা বয়সের উর্দ্ধসীমায় যথাক্রমে ৫ বছরের ও ৩ বছরের ছাড় পাবেন।
Punjab National Bank Recruitment 2021: বেতনক্রম
নির্বাচন পরবর্তীতে প্রার্থীদের মাসিক ১৪,৫০০ টাকা থেকে ২৮,১৪৫ টাকা বেতন দেওয়া হবে।
Punjab National Bank Recruitment 2021: শূন্যপদের বিবরণ
জেনারেল ক্যাটাগরি- ১৪টি পদ
তফসিলি জাতি- ৮টি পদ
তফসিলি উপজাতি- ২টি পদ
ওবিসি- ৭টি পদ
অর্থনৈতিক ভাবে অনগ্রসর শ্রেণি- ৪টি পদ
শারীরিক প্রতিবন্ধী- ১টি পদ
Punjab National Bank Recruitment 2021: কীভাবে আবেদন করবেন?
সাধারন সাদা কাগজে দরখাস্ত করে নির্দিষ্ট পদের নাম উল্লেখ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে সমস্ত প্রয়োজনীয় সার্টিফিকেট ও ডকুমেন্ট (বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেট যদি প্রযোজ্য হয়, স্কুল লিভিং সার্টিফিকেট, স্থায়ী বাসিন্দা হওয়ার সার্টিফিকেটের প্রত্যয়িত নকল ইত্যাদি) জমা দিতে হবে। এছাড়াও প্যান কার্ড বা আধার কার্ডের নকল, বর্তমান সময়ের এক কপি ফটো। আবেদনপত্রের খামের ওপর ‘Application for the post of PTS at Punjab National Bank- ……………. Circle-A;, Cat ………………. (UR/SC/OBC/EWS)’ লিখে পাঠাতে হবে প্রতিষ্ঠানের নির্দিষ্ট ঠিকানায়। প্রতিষ্ঠানের ঠিকানা প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট থেকেই পেয়ে যাবেন।