India Railway NTPC Main Exam 2022: ভারতীয় রেলের নন-টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি পদের পরীক্ষার তারিখ ঘোষণা

যে সকল প্রার্থীরা আবেদন করেছিলেন তারা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিজেদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। নিয়োগ বিষয়ে আরও বিস্তারিত বিবরণ রইল এখানে

Web Desk - ANB | Published : Dec 15, 2021 8:16 AM IST / Updated: Dec 15 2021, 02:08 PM IST

শতাব্দী কর, প্রতিবেদক- ভারতীয় রিক্রুটমেন্ট বোর্ডের (West Bengal Police recruitment board) তরফে নন-টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি (Non- Technical Popular Category) পদের ফল ঘোষণা করা হবে আগামী বছর ১৫ জানুয়ারি। সম্প্রতি নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে ২০২০ সালের ২৮ ডিসেম্বর থেকে ২০২১ সালের ৩১ জুলাই যে ৭টি পর্যায়ে এনটিপিসি’র পরীক্ষা হয়েছিল তার ফল ঘোষণা হতে চলেছে। 
প্রথম পর্যায়ের ওই পরীক্ষায় সমগ্র দেশে ২০০টি শহরের ৭২৬টি সেন্টারে ৬৮ দিন ধরে ১৩৩টি শিফটে পরীক্ষা নেওয়া হয়। পরবর্তীতে উত্তীর্ণ পরীক্ষার্থীদের নিয়ে দ্বিতীয় পর্যায়ের কম্পিউটার ভিত্তিক পরীক্ষার নেওয়া হবে বলে জানানো হয়। পরীক্ষা হবে আগামী বছর ১৪ থেকে ১৮ ফেব্রুয়ারি, ২০২২-তে।  
যে সকল প্রার্থীরা আবেদন করেছিলেন তারা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিজেদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। নিয়োগ বিষয়ে আরও বিস্তারিত বিবরণ রইল এখানে
 
India Railway NTPC Main Exam 2022: গুরুত্বপূর্ণ তারিখ
বিজ্ঞপ্তি সূত্র জানা গিয়েছে, উল্লিখিত পদে নিয়োগের জন্য শেষ পর্যায়ের পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১৪ থেকে ১৮ ফেব্রুয়ারি, ২০২২ তারিখ পরীক্ষার দিন ধার্য করা হয়েছে। যে সকল প্রার্থীরা সফল ভাবে পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করেছিলেন তারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। 
 

India Railway NTPC Main Exam 2022: পরীক্ষার ধরন
পরীক্ষায় মোট ১২০ নম্বরের অবজেক্টিভ মাল্টিপল চয়েস ধরণের প্রশ্নপত্র থাকবে। 
জেনারেল অ্যাওয়ারনেস- মোট ৫০ নম্বর, ৫০টি প্রশ্ন
অঙ্ক- মোট ৩৫ নম্বর, ৩৫টি প্রশ্ন
জেনারেল ইন্টালিজেন্স এবং রিজনিং- মোট ৩৫ নম্বর, ৩৫টি প্রশ্ন
পরীক্ষায় মোট ৯০ মিনিট সময় দেওয়া হবে। নেগেটিভ মার্কিং থকছে, প্রতি ৩টি ভুল উত্তরের জন্য ১ নম্বর কেটে নেওয়া হবে। 
প্রার্থীদের মূলত স্থানীয় ভাষা, হিন্দি, ইংরেজী এবং উর্দূতে প্রশপত্র দেওয়া হবে। 
 

আরও পড়ুন: GATE Exam Preparation: সঠিক পন্থা এবং দিকনির্দেশনা সহ প্রচেষ্টাতেই উত্তীর্ণ হওয়া যাবে GATE পরীক্ষায়

আরও পড়ুন: ECIL recruitment 2021- মেগা রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ করল ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড

India Railway NTPC Main Exam 2022: পরীক্ষার স্থান 
কলকাতা, শিলিগুড়ি, মালদা, রাঁচী, গুয়াহাটি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। এখানে পরীক্ষার প্রশ্নপত্র থাকবে বাংলায়।    

India Railway NTPC Main Exam 2022:
প্রার্থীরা ই-অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন পরীক্ষার ১ সপ্তাহ আগে থেকে। 
পরীক্ষার্থীরা কোনও রকম ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে পরীক্ষা কেন্দ্রে যেতে পারবেন না। পরীক্ষার্থীদের যথাযথ পোশাক পড়ে পরীক্ষা কেন্দ্রে যেতে হবে। বোর্ডের তরফে বলা হয়েছে যে, প্রার্থীদের আবেদনপত্রের নম্বর কি এবং জন্ম তারিখ দিয়ে তাদের ই-অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। প্রার্থীদের নিবন্ধিত মোবাইল নম্বরে এসএমএস বার্তা পৌঁছে দেওয়ার জন্য সমস্ত প্রচেষ্টা করা হবে।  তা সত্ত্বেও মোবাইল নম্বরের বিভ্রাট অথবা প্রযুক্তিগত কারণে এই জাতীয় এসএমএস সরবরাহ না করা হলে তার জন্য বোর্ড কোনও ভাবে দায়ী থাকবে না।

WB Excise Constable 2019 Exam: পরীক্ষা সংক্রান্ত তথ্য
প্রতিষ্ঠানের নাম: ভারতীয় রেলওয়ে (Indian Railway)
পদের নাম: নন-টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি
পরীক্ষার তারিখ: ১৪ থেকে ১৮ ফেব্রুয়ারি, ২০২২
পরীক্ষার্থীর সংখ্যা: ১ কোটি ২৬ লাখ
 

Share this article
click me!