এনটিপিসি-তে একাধিক শূন্য পদে নিয়োগ, জানুন আবেদনের নিয়ম

অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১৩ মে। মোট ১৫টি শূন্য পদের জন্য কর্মী নিয়োগ করা হবে। ৩ বছরের জন্য এই খালি পদগুলিতে কর্মীদের নিয়োগ করা হবে। 

এনটিপিসি লিমিটেড বিভিন্ন এক্সিকিউটিভ পদের জন্য কর্মী নিয়োগ করতে চলেছে। তার জন্য আগ্রহী প্রার্থীরা আবেদন করুন এনটিপিসির অফিসিয়াল ওয়েবসাইট careers.ntpc.co.in-এ। এই ওয়েবসাইটের মাধ্যমে সহজেই আগ্রহীরা আবেদন করতে পারবেন। 

অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১৩ মে। মোট ১৫টি শূন্য পদের জন্য কর্মী নিয়োগ করা হবে। ৩ বছরের জন্য এই খালি পদগুলিতে কর্মীদের নিয়োগ করা হবে। 

Latest Videos

NTPC নিয়োগ 2022: শূন্যপদের বিবরণ

এক্সিকিউটিভ (সোলার পিভি)- খালি রয়েছে ৫টি পদ
এক্সিকিউটিভ (ডেটা অ্যানালিস্ট)- খালি রয়েছে ১টি পদ
এক্সিকিউটিভ (ভূমি অধিগ্রহণ/পুনর্বাসন ও পুনর্বাসন)- খালি রয়েছে ৯টি পদ

NTPC নিয়োগ 2022: খালি পদগুলির জন্য পারিশ্রমিক

এক্সিকিউটিভ (সোলার পিভি)-র প্রতি মাসে বেতন ১ লক্ষ টাকা
এক্সিকিউটিভ (ডেটা অ্যানালিস্ট)-র প্রতি মাসে বেতন ১ লক্ষ টাকা
এক্সিকিউটিভ (ভূমি অধিগ্রহণ/পুনর্বাসন ও পুনর্বাসন)-র প্রতি মাসে বেতন ৯০ হাজার টাকা

NTPC নিয়োগ 2022: বয়সসীমা

এক্সিকিউটিভ (সোলার পিভি) বয়স হতে হবে ৪০ বছরের বেশি 
এক্সিকিউটিভ (ডেটা অ্যানালিস্ট) বয়স হতে হবে ৩৫ বছরের বেশি
এক্সিকিউটিভ (ভূমি অধিগ্রহণ/পুনর্বাসন ও পুনর্বাসন) বয়স হতে হবে ৩৫ বছরের বেশি

NTPC নিয়োগ 2022: আবেদন ফি
সাধারণ/ইডাব্লুএস/ওবিসি বিভাগের প্রার্থীদের ৩০০ টাকার একটি রেজিস্ট্রেশন ফি দিতে হবে। তবে SC/ST/PwBD/XSM বিভাগ এবং মহিলা প্রার্থীদের কোনও ফি দিতে হবে না। 

NTPC নিয়োগ 2022: নির্বাচন প্রক্রিয়া
প্রার্থীদের লিখিত পরীক্ষা ও ইন্টারভিয়ের মাধ্যমে নির্বাচন করা হবে।

উল্লেখ্য, ১৯৭৫ সালের নভেম্বর মাসে প্রতিষ্ঠিত হয় এনটিপিসি। এই সংস্থা ভারতে ৭০ টি স্থান, শ্রীলঙ্কায় ১ টি স্থান ও বাংলাদেশের ২ টি স্থান থেকে কাজ করে। ভারতে সংস্থাটির ৮ টি আঞ্চলিক সদর দফতর রয়েছে। তার মধ্যে দিল্লিতে দুটি দফতর রয়েছে। এছাড়াও, পটনা, ভুবনেশ্বর, লখনউ, সেকেন্দ্রাবাদ, মুম্বই ও রায়পুরে রয়েছে দফতর। এনটিপিসি বর্তমানে ৫৫ টি বিদ্যুৎ কেন্দ্র (২৪ টি কয়লা, ৭ টি সংযুক্ত চক্র গ্যাস/তরল জ্বালানী, ২ টি জল বিদ্যুৎ, ১ বায়ু এবং ১১ টি সৌর বিদ্যুৎ প্রকল্প) পরিচালনা করে। সংস্থাটির যৌথ উদ্যোগ বা সহায়ক সংস্থাগুলির মালিকানা আরও ৯ টি কয়লা ও ১ টি গ্যাস স্টেশন রয়েছে। এটি ভারতের বৃহত্তম বিদ্যুৎ সংস্থা। এনটিপিসি বর্তমানে প্রতি মাসে ২৫ বিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদন করে। 

আরও পড়ুন- HPCL Recruitment 2022- হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের বিভিন্ন পদে নিয়োগ, জানুন আবেদনের নিয়ম

আরও পড়ুন- বাম্পার রিক্রুটমেন্ট, ৩৬০৩ সংখ্যারও বেশি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল স্টাফ সিলেকশন কমিশন! জানুন বিস্তা

আরও পড়ুন- ভারতীয় সেনা বাহিনিতে কাজের সুযোগ, যোগ্যতা দশম ও দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ, আজই আবেদন করুন

Share this article
click me!

Latest Videos

খাদান নিয়ে Dev কে বিশ্রী আক্রমণ রাজের, দেবের পাশে দাঁড়িয়ে পাল্টা দিলেন Aritra Dutta Banik
'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari
Suvendu Adhikari: 'কত বড় জিহাদি, রামনবমীর মিছিলে ঢিল মেরে দেখাও', হুঙ্কার শুভেন্দুর
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন
পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির প্ল্যান! গ্রেফতার ২ অপরাধী, চাঞ্চল্য Birbhum-এ