সংক্ষিপ্ত
আগ্রহীরা ওয়েবসাইট hindustanpetroleum.com থেকে আবেদন করত পারবেন। কারা কোন পদে আবেদনের যোগ্য সে বিষয়ে বিস্তারিত বিবরণ রইল এখানে
শতাব্দী কর, প্রতিবেদক- চাকরি প্রার্থীদের দারুন সুযোগ! বিভিন্ন সংখ্যক শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (Hindustan Petroleum Corporation Limited)। প্রতিষ্ঠানের পক্ষ থেকে অতি সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে ম্যানেজার (Manager) পদে নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে। আগ্রহীরা ওয়েবসাইট hindustanpetroleum.com থেকে আবেদন করত পারবেন। কারা কোন পদে আবেদনের যোগ্য সে বিষয়ে বিস্তারিত বিবরণ রইল এখানে
HPCL Recruitment 2022: আবেদনের তারিখ
বিজ্ঞপ্তি সূত্রে জানা গিয়েছে, উল্লিখিত পদের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। ইচ্ছুক প্রার্থীদের ১৮ এপ্রিল, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। প্রার্থীদের প্রেস্ক্রাইব ফরম্যাটে আবেদনপত্র জমা দিতে হবে। অন্য কোনও সূত্র মারফৎ প্রেরিত আবেদনপত্র গ্রহণযোগ্য নয়। প্রতিষ্ঠান নিয়োগ সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তন করলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
ভারতের যে কোনও প্রান্তের প্রার্থীরা উল্লিখিত পদের জন্য আবেদন করতে সক্ষম।
HPCL Recruitment 2022: নিয়োগ সংক্রান্ত তথ্য
প্রতিষ্ঠানের নাম: হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (Hindustan Petroleum Corporation Limited)
পদের নাম: ম্যানেজার
শূন্যপদের সংখ্যা: ২৫টি
চিফ ম্যানেজার / ডেপুটি জেনারেল ম্যানেজার - ইঞ্জিন: ১টি পদ
চিফ ম্যানেজার / ডেপুটি জেনারেল ম্যানেজার – করোসিওন রিসার্চ: ১টি পদ
চিফ ম্যানেজার / ডেপুটি জেনারেল ম্যানেজার - ক্রুড অ্যান্ড ফুয়েলস রিসার্চ: ১টি পদ
চিফ ম্যানেজার / ডেপুটি জেনারেল ম্যানেজার - অ্যানালিটিক্যাল: ২টি পদ
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার / ম্যানেজার - পেট্রোকেমিক্যাল ও পলিমার: ৩টি পদ
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার / ম্যানেজার - ইঞ্জিন: ১টি পদ
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার / ম্যানেজার – নভেল সেপারেশন: ২টি পদ
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার / ম্যানেজার - ক্যাটালিস্ট স্কেল-আপ: ২টি পদ
সিনিয়র অফিসার - পেট্রোকেমিক্যাল ও পলিমার: ৩টি পদ
সিনিয়র অফিসার ইঞ্জিন: ৩টি পদ
সিনিয়র অফিসার - ব্যাটারি রিসার্চ: ১টি পদ
সিনিয়র অফিসার - নভেল সেপারেশন: ২টি পদ
সিনিয়র অফিসার - রেসিড আপগ্রেডেশন: ১টি পদ
সিনিয়র অফিসার - ক্রুড অ্যান্ড ফুয়েলস রিসার্চ: ১টি পদ
সিনিয়র অফিসার - অ্যানালিটিক্যাল: ১টি পদ
প্রার্থীরা নীচে স্ক্রোল করে শিক্ষাগত যোগ্যতা, বেতন, বয়স সীমা, নির্বাচন প্রক্রিয়া এবং অন্যান্য বিবরণ দেখতে পারেন।
HPCL Recruitment 2022: শিক্ষাগত যোগ্যতা
চিফ ম্যানেজার / ডেপুটি জেনারেল ম্যানেজার - ইঞ্জিন: অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং/থার্মাল ইঞ্জিনিয়ারিং/মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা অন্যান্যতে পিএইচ.ডি ডিগ্রি ও এম.ই./এম. টেক ডিগ্রি
চিফ ম্যানেজার / ডেপুটি জেনারেল ম্যানেজার – করোসিওন রিসার্চ: কেমিস্ট্রি/ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচ.ডি ডিগ্রি ও এম.ই./এম. টেক ডিগ্রি
চিফ ম্যানেজার / ডেপুটি জেনারেল ম্যানেজার - ক্রুড অ্যান্ড ফুয়েলস রিসার্চ: কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বা বিজ্ঞানের অন্যান্য প্রাসঙ্গিক ক্ষেত্রে পিএইচডি এমই/এম টেক ডিগ্রি
চিফ ম্যানেজার / ডেপুটি জেনারেল ম্যানেজার - অ্যানালিটিক্যাল: অ্যানালিটিক্যাল/অর্গানিক/ফিজিক্যালে পিএইচডি
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার / ম্যানেজার - পেট্রোকেমিক্যাল ও পলিমার: পলিমার / পেট্রোকেমিক্যাল ও অন্যান্যতে পিএইচডি এমই/এম টেক ডিগ্রি
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার / ম্যানেজার - ইঞ্জিন: অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং / থার্মাল ইঞ্জিনিয়ারিং / মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ও অন্যান্যতে পিএইচডি এমই/এম টেক ডিগ্রি
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার / ম্যানেজার – নভেল সেপারেশন: কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ও অন্যান্যতে পিএইচডি এমই/এম টেক ডিগ্রি
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার / ম্যানেজার - ক্যাটালিস্ট স্কেল-আপ: কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ও অন্যান্যতে পিএইচডি এমই/এম টেক ডিগ্রি
সিনিয়র অফিসার - পেট্রোকেমিক্যাল ও পলিমার: পলিমার / পেট্রোকেমিক্যাল /
পদার্থ বিজ্ঞান / পলিওলফিনতে পিএইচডি
সিনিয়র অফিসার ইঞ্জিন: থার্মাল ইঞ্জিনিয়ারিং / মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা রাসায়নিক বিজ্ঞানের অন্যান্য প্রাসঙ্গিক ক্ষেত্রে পিএইচডি এমই/এম টেক ডিগ্রি
সিনিয়র অফিসার - ব্যাটারি রিসার্চ: ইলেকট্রিক্যাল ইঞ্জিয়ারিং ও অন্যান্য শাখায় পিএইচডি
সিনিয়র অফিসার - নভেল সেপারেশন: কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বা রাসায়নিক বিজ্ঞানের অন্যান্য প্রাসঙ্গিক ক্ষেত্রে পিএইচডি এমই/এম টেক ডিগ্রি
সিনিয়র অফিসার - রেসিড আপগ্রেডেশন: কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বা রাসায়নিক বিজ্ঞানের অন্যান্য প্রাসঙ্গিক ক্ষেত্রে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ পিএইচডি এমই/এম টেক ডিগ্রি
সিনিয়র অফিসার - ক্রুড অ্যান্ড ফুয়েলস রিসার্চ: কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বা রাসায়নিক বিজ্ঞানের অন্যান্য প্রাসঙ্গিক ক্ষেত্রে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ পিএইচডি এমই/এম টেক ডিগ্রি
সিনিয়র অফিসার - অ্যানালিটিক্যাল: কেমিক্যাল সায়েন্সের প্রাসঙ্গিক ক্ষেত্রে এমএসসি ও বিএসসি ডিগ্রি
ইচ্ছুক প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বয়সসীমা ও অন্যান্য নানান বিষয় জানতে এখানে প্রদত্ত লিঙ্কটি https://hindustanpetroleum.com/images/pdf/Final_RD_Advertisement_Website.pdf ব্যবহার করতে পারেন।