এই মিউনিসিপ্যাল কর্পোরেশনে হবে ৬৪১ শূন্যপদে নিয়োগ, আবেদনের শেষ দিন ২৮ ফেব্রুয়ারি

আগ্রহীরা ওয়েবসাইট https://vmc.gov.in/ থেকে আবেদন করত পারবেন। কারা কোন পদে আবেদনের যোগ্য সে বিষয়ে বিস্তারিত বিবরণ রইল এখানে

 

 

শতাব্দী কর, প্রতিবেদক- প্রচুর পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল গুজরাটের ভাদোদরা মিউনিসিপ্যাল কর্পোরেশন (Vadodara Municipal Corporation)। কর্পোরেশনের পক্ষ থেকে অতি সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে ওয়ার্ড অফিসার (Ward Officer), রেভেনিউ অফিসার (Revenue Officer) ও অন্যান্য পদে নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে। আগ্রহীরা ওয়েবসাইট https://vmc.gov.in/ থেকে আবেদন করত পারবেন। কারা কোন পদে আবেদনের যোগ্য সে বিষয়ে বিস্তারিত বিবরণ রইল এখানে

Latest Videos

 

VMC Junior Clerk Recruitment 2022: আবেদনের তারিখ

বিজ্ঞপ্তি সূত্রে জানা গিয়েছে, উল্লিখিত পদের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। ইচ্ছুক প্রার্থীদের বিজ্ঞপ্তি প্রকাশের আগামী ২৮ ফেব্রুয়ারি, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জাম দিতে হবে। প্রার্থীদের অনলাইনে আবেদনপত্র জমা করত হবে। অন্য কোনও সূত্র মারফৎ প্রেরিত আবেদনপত্র গ্রহণযোগ্য নয়। প্রতিষ্ঠান নিয়োগ সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তন করলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। ভারতের যে কোনও প্রান্তের প্রার্থীরা উল্লিখিত পদের জন্য আবেদন করতে সক্ষম।

VMC Junior Clerk Recruitment 2022: নিয়োগ সংক্রান্ত তথ্য

প্রতিষ্ঠানের নাম: ভাদোদরা মিউনিসিপ্যাল কর্পোরেশন (Vadodara Municipal Corporation)

পদের নাম: ওয়ার্ড অফিসার, রেভেনিউ অফিসার ও অন্যান্য পদ

শূন্যপদের সংখ্যা: ৬৪১টি

শূন্যপদের বিবরণ- 

ওয়ার্ড অফিসার- ৪টি পদ

রেভেনিউ অফিসার- ৭টি পদ

জুনিয়র ক্লার্ক- ৫৫২টি পদ

সাব স্যানিটারি ইন্সপেক্টর- ১০টি পদ

মাল্টিপারপাস ওয়ার্কার- ৬৮টি পদ

VMC Junior Clerk Recruitment 2022: আবেদনের যোগ্যতা

ভদোদরা মিউনিসিপ্যাল কর্পোরেশন দ্বারা প্রতিষ্ঠিত VMC নিয়োগ ২০২২-এর ৬৪১টি বিভিন্ন পদের জন্য প্রার্থীদের ন্যূনতম স্তরের যোগ্যতার মানদণ্ড পূরণ করতে হবে। প্রার্থীদের VMC নিয়োগ 2022-এর বিস্তারিত যোগ্যতার জন্য বিজ্ঞপ্তি দেখার পরামর্শ দেওয়া হচ্ছে।

ওয়ার্ড অফিসার- স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে স্নাতক

রেভেনিউ অফিসার- বি.কম. কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট সহ প্রথম শ্রেণী বা এমবিএ (ফিন্যান্স) ডিগ্রি

জুনিয়র ক্লার্ক- স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ৫০% এবং কম্পিউটারের মৌলিক জ্ঞান।

সাব স্যানিটারি ইন্সপেক্টর- দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ

স্যানিটারি হেলথ ইন্সপেক্টর- নির্দিষ্ট শাখায় ডিপ্লোমা, পৌরসভা/মেট্রোপলিস স্বাস্থ্য কেন্দ্র থেকে স্যানিটারি পরিদর্শনে সার্টিফিকেশন

মাল্টিপারপাস ওয়ার্কার- দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ

VMC Junior Clerk Recruitment 2022: বয়সসীমা

ওয়ার্ড অফিসার ৩৬ বছর

রেভেনিউ অফিসার ৩১ বছর

জুনিয়র ক্লার্ক 34 বছর

সাব স্যানিটারি ইন্সপেক্টর ২৯ বছর

মাল্টিপারপাস ওয়ার্কার ২৯ বছর

VMC Junior Clerk Recruitment 2022: নির্বাচন পদ্ধতি

VMC নিয়োগ ২০২২ নির্বাচন প্রক্রিয়া লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ নিয়ে সংগঠিত হবে। যে সব প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন তাদের ইন্টারভিউ রাউন্ডে ডাকা হবে। VMC নিয়োগ ২০২২ লিখিত পরীক্ষা VMC ২০২২ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পোস্ট অনুযায়ী আলাদা ভাবে অনুষ্ঠিত হবে।

VMC Junior Clerk Recruitment 2022: বেতনক্রম

ওয়ার্ড অফিসার মাসিক ৫৩,১০০ টাকা

রেভেনিউ অফিসার মাসিক ৩৮,০৯০ টাকা

জুনিয়র ক্লার্ক মাসিক ১৯,৫০০ টাকা

সাব স্যানিটারি ইন্সপেক্টর মাসিক ১৯,৯৫০ টাকা

মাল্টিপারপাস ওয়ার্কার মাসিক ১৯,৯৫০ টাকা

বিশদে লিঙ্ক-

ওয়ার্ড অফিসার https://vmc.gov.in/VMCDocs/Recruitment/Recruitment_Advertise/2022//Ward%20Officer%20R%20R.pdf  

রেভেনিউ অফিসার https://vmc.gov.in/VMCDocs/Recruitment/Recruitment_Advertise/2022//Revenue%20Officer%20R%20R.pdf  

জুনিয়র ক্লার্ক https://vmc.gov.in/VMCDocs/Recruitment/Recruitment_Advertise/2022//Junior%20Clerk%20R%20R.pdf 

সাব স্যানিটারি ইন্সপেক্টর https://vmc.gov.in/VMCDocs/Recruitment/Recruitment_Advertise/2022//Sub%20Sanitary%20Inspetor%20R%20R.pdf 

মাল্টিপারপাস ওয়ার্কার https://vmc.gov.in/VMCDocs/Recruitment/Recruitment_Advertise/2022//Multi%20Purpose%20worker%20R%20R.pdf

আরও পড়ুন: প্রকাশিত হতে চলেছে CTET 2021, কীভাবে জানবেন ফল, রইল বিস্তারিত তথ্য

আরও পড়ুন: গ্র্যাজুয়েশন শেষে কোন খাতে বইবে কেরিয়ার, রইল তার সুলুক সন্ধান

আরও পড়ুন: চীনা শিক্ষাব্যবস্থায় লাভবান বাংলাদেশী পড়ুয়ারা, কোন লাভের আশায় চীনে ছুটছেন তাঁরা

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury