উৎসবের রেশ কাটেনি তখনও। বাড়িতে পুজো নিয়ে মেতেছিলেন পরিবারের সদস্যরা। দশমীর রাতে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল এক বিজেপি সমর্থকের। ঘটনাটি ঘটেছে কোচবিহারের সিতাই-এ। খুনের কারণ নিয়ে ধন্দে পুলিশ। এলাকায় শোকের ছায়া।
আরও পড়ুন: প্রতিমার সঙ্গে বিসর্জন আরও ৫টি তরতাজা প্রাণের, দশমীতে গভীর শোকের ছায়ায় ডুবল মুর্শিদাবাদ
মৃতের নাম রুহিদাস বিশ্বাস। বাড়ি, কোচবিহারের সিতাই-এর ব্রহ্মচাত্রা গ্রাম পঞ্চায়েত এলাকায়। সোমবার, দশমীর দিনে বাড়িতে পুজো নিয়ে ব্যস্ত ছিলেন তিনি। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রাতে বাড়ির সামনেই বসেছিলেন রুহিদাস। আচমকাই দুষ্কৃতীরা এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়ে চম্পট দেয়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। ঘটনাটি নজরে পড়তেই, আক্রান্ত ব্যক্তিকে তড়িঘড়ি দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যান পরিবারের লোকেরা। কিন্তু শেষরক্ষা হয়নি। হাসপাতালে রুহিদাস বিশ্বাসকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
আরও পড়ুন: বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, প্রতিবাদে মেদিনীপুরে পুলিশকে ঘিরে বিক্ষোভ-অবরোধ
কেন এমনটা ঘটল? রাজনৈতিক কারণেই কি খুন? তা স্পষ্ট নয়। মৃতের পরিবারের লোকেদের দাবি, কে বা কারা গুলি চালাল, তা দেখেননি। রুহিদাস যখন রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন, তখনই ঘটনাটি নজরে পড়ে তাঁদের। এরপর হাসপাতালে নিয়ে গেলে, তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।