দৈনিক সংক্রমণের মাত্রা এক ধাক্কায় নামল ২ লাখের নীচে, কমল মৃত্যুর সংখ্যাও

  • গত তিন দিন ধরে স্বস্তি সংক্রমণে
  • তবে ক্রমেই বেড়ে চলেছে মৃত্যুর সংখ্যা
  • সংক্রমণের হার ৯.৫৪ শতাংশ 
  • সক্রিয় করোনা রোগীর সংখ্যা বর্তমানে কত

গত গতমাসে করোনা সংক্রমমের সংখ্যা চার লক্ষের গণ্ডি পেরিয়েছিল। ঝড়ের বেগে ছড়িয়ে পড়া এই মারণ ভাইরাস হু-হু করে কারছিল সাধারণ মানুষের রাতে ঘুম। সেই পরিস্থিতিতেই কীভাবে সংক্রমণ ঠেকানো যায় তা নিয়ে রাত-দিন এক করে বিভিন্ন মহলে চলছিল পর্যালোচনা। বেশ কয়েকটি রাজ্য বেছে নিয়েছে লকডাউনের রাস্তা। মিলছে না সঠিক পরিষেবা, মিলছে না অক্সিজেন, সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়তে থাকায় ঘুম উড়েছিল ডাক্তারদেরও। তবে সেই সংখ্যা বর্তমানে বেশ কিছুটা কমের দিকে।

সুখবর, টানা ৪০ দিন পর করোনা সংক্রমণের সংখ্যা দৈনিক কমে নামল ২ লক্ষের নীচে। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্তের সংখ্যা নেমে এলো অনেকটাই। মোট আক্রান্ত হয়েছে এদিন ১ লক্ষ ৯৬ হাজার ৪২৭ জন। ফলে সামান্য বাড়লেও স্বস্তিতেই রয়েছে সংখ্যা। তবে সেই হারে কমছে না মৃত্যুর হার। গত সোমবার করোনা প্রাণ কেড়েছে ৩ হাজার ৫১১ জনের। এখনও পর্যন্ত ভারতে করোনা পরীক্ষা করা হয়েছে ৩৩,২৫,৯৪,১৭৬ জনের। গত ২৪ ঘণ্টায় ২০,৫৮,১১২ জনের নমুনা পরীক্ষা করা হয়, যার মধ্যে আড়াই লাখ পজিটিভ। 

Latest Videos

আমেরিকার পর ভারতই প্রথম যেখানে করোনা সংক্রমণের সংখ্যা ২৫ মিলিয়ান পার করে। মোট করোনা আক্রান্তের সংখ্যা ভারতের বুকে ২,৫৪,৯৬,৩৩০। এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২,৬৯,৪৮,৮৭৮ জন। পাশাপাশি মোট মৃত্যুর সংখ্যাটাও নেহাতই কম নয়। করোনা এখনও পর্যন্ত ভারতের বুকে প্রাণ কেড়েছে ৩,০৭,২৩১ জনের। করোনা সংক্রমণের হার কমে দাঁড়ালো ৯.৫৮ শতাংশে। 

Share this article
click me!

Latest Videos

দেবের সামনেই! ঘাটালে TMC-র শত্রু TMC! Dev ও শঙ্কর অনুগামীদের মধ্যে হাতাহাতি | Ghatal | Dev |
২৬ এর নির্বাচনে কী থাকবেন ফিরহাদ হাকিম? বাতলে দিলেন শমীক ভট্টাচার্য #shorts #shortsfeed #bjp #tmc
হাড়োয়ায় তৃণমূল জিততেই বিজেপি প্রার্থীর জমি তচনচ, ক্ষোভ উগরে যা বললেন Samik Bhattacharya
Sukhendu Sekhar কী বিজেপিতে যোগ দিচ্ছে? জল্পনা উস্কে যা বললেন Agnimitra Paul
তন্ত্রযোগ? নাকি বৌমা ও ছেলেকে শিক্ষা দিতেই...আটক দাদু, ঠাকুমা ও জেঠিমা | Hooghly News Today