লকডাউনের পরই করোনাভাইরাসের সংক্রমণে লাগাম পরানো গেছে, দাবি স্বাস্থ্য মন্ত্রকের

লকডাউনের পরেই করোনা আক্রান্তের সংখ্যায় লাগাম
বর্তমানে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হচ্ছে ৬দিন অন্তর
আগে ৩ দিনেই আক্রান্তের সংখ্যা ২ হচ্ছিল 

করোনাভাইরাস সংক্রমণে কিছুটা হলেও লাগাম পরানো গেছে বলেই শুক্রবার দাবি করলেন স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল। একই তথ্য দিয়েছে কেন্দ্রীয় সরকারও। কেন্দ্রীয় সরকারের দাবি লকডাউনের পরই কমেছে আক্রান্তের হার। সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, লকডাউনের আগে দেশে করোনা আক্রান্তের সংখ্যা তিন দিন অন্তর দ্বিগুণ হারে বাড়ছিল। কিন্তু গত ৭ দিনের পরিসংখ্যণে দেখা গেছে আক্রান্তের সংখ্যা ৬ দিন অন্তর দ্বিগুণ হচ্ছে। ১৯ টি রাজ্যে দ্বিগুণ হারে বৃদ্ধি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে নজর রাখা হচ্ছে কেন্দ্র শাসিত অঞ্চল গুলিতে। 

 

স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্যে শুক্রবার বিকেল পর্যন্ত নতুন করে আরও ১০০৭ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ২৩ জনের। দেশে মোট আক্রান্তের সংখ্যা ১৩,৮৩৫। মৃত্যু হয়েছে ৪৫২। এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছে ১হাজার ৭৬৭ জন। এখনও আক্রান্তের সংখ্যার শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। আক্রান্তর সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ৩০০র বেশি।   

স্বাস্থ্য মন্ত্রক আরও একটি তথ্য এদিন তুলে ধরেছে। যেখানে দেখা হয়েছে, করোনাভাইরাসের সংক্রমণে যেকজন আক্রান্ত হয়েছেন আর সুস্থ হয়ে উঠেছেন, তার অনুপাত হল, ১০০ জনের মধ্যে ৮০ জনই সুস্থ হয়ে উঠেছেন। আর মৃত্যু হয়েছএ ২০ জনের।

 

 

Share this article
click me!

Latest Videos

‘প্রণামের সংস্কৃতি ভুলে যাচ্ছে বাঙালি’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন কী বলছেন | Dilip Ghosh
'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির প্ল্যান! গ্রেফতার ২ অপরাধী, চাঞ্চল্য Birbhum-এ
West Bengal-এ জঙ্গিযোগ নিয়ে Mamata Banerjee-কে চরম তুলোধোনা Agnimitra Paul-এর! দেখুন কী বললেন
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন