টানা দু দিন দেশে দৈনিক আক্রান্ত চার লক্ষের উপরে, মৃত্যু ৩৯১৫

  • গত ২৪ ঘণ্টায় ৪ লক্ষ ১৪ হাজারের বেশি মানুষ কোভিডে আক্রান্ত হয়েছেন
  • দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা এখন ৩৬ লক্ষ ৪৫ হাজার জন
  • মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ১৪ লক্ষ ছাড়িয়েছে
  • দেশে টিকাকরণ করা হয়েছে ১৬ কোটিরও বেশি মানুষকে

Asianet News Bangla | Published : May 7, 2021 4:21 AM IST / Updated: May 07 2021, 09:53 AM IST

টানা দু দিন দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ছাড়াল। কিছুটা বেড়ে গত ২৪ ঘণ্টায় দেশে ৪ লক্ষ ১৪ হাজার ১৮৮ জন কোভিডে আক্রান্ত হয়েছেন। গতকাল যে সংখ্যাটা ছিল ৪ লক্ষ ১২ হাজার ২৬২ জন। একদিনে সবচেয়ে বেশি আক্রান্ত হওয়ার আশঙ্কার রেকর্ডটা আজ আবার তৈরি হল। প্রসঙ্গত,পয়লা মে দেশে প্রথমবার ভারতে করোনা আক্রান্তের দৈনিক আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ছাড়িয়েছিল। তারপর চারটে দিন সাড়ে ৩ লক্ষের কাছাকাছি ঘোরাঘুরি করলেও, গতকাল তা আবার ৪ লক্ষের গণ্ডি ছাড়ায়।

আরও পড়ুন: কোভিডে একদিনে রাজ্যে ১১৭ জনের মৃত্যু, মিউটেশনকে হাতিয়ার করে আসছে তৃতীয় ঢেউ, মত কেন্দ্রের

বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রকের তরফে বলা হয়েছিল, দেশে কোভিডে মৃত্যু হয়েছিল ৩৮০০ জনের। গত ২৪ ঘণ্টায় মৃত্যুর হিসেবেও বাড়ল সংখ্য়া। সেখানে আজ বলা হল, গত একদিনে দেশে করোনায় ৩৯১৫ জনের মৃত্যু হয়েছে। দেশে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ১৫ লক্ষের কাছাকাছি। সক্রিয় রোগীর সংখ্যা ৩৬ লক্ষ ৪৫ হাজার ১৬৪ জন। আশার আলো দুটো, ১) সুস্থ হয়ে ফিরেছেন ১ কোটি ৭৬ লক্ষ ১২ হাজারেরও বেশি মানুষ, ২) দেশের ১৬ কোটি ৪৯ লক্ষ ৭৩ হাজার জন মানুষকে টিকাকরণ করা হয়েছে। 

আরও পড়ুন: দ্রুত কাজ শেষ, অজয় দেবগণের অনুদানের টাকায় প্রস্তুত কোভিড স্পেশ্যাল আইসিইউ

দেশবাসীকে বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেওয়া নিয়ে কী ভাবনা, কেন্দ্রের কাছে জানতে চাইল কলকাতা হাইকোর্ট। সোমবারের মধ্যে কেন্দ্রকে হলফনামা দিতে হবে। পরবর্তী শুনানি তারপরে আছে। বৃহস্পতিবার সিপিএম নেতা চিকিৎসক ফুয়াদ হালিমের দায়ের করা এক জনস্বার্থ মামলায় এই নির্দেশ দিয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ।

 

Share this article
click me!