ক্রমশ খারাপ হচ্ছে দেশের করোনা পরিস্থিতি
পর পর তিনদিন ভারতের নতুন সংক্রমণের সংখ্য়া ৭ লক্ষ ছাড়িয়েছে
মৃত্যুর সংখ্য়াও ক্রমে বেড়ে চলেছে
এরমধ্যেই বিভিন্ন মন্ত্রকের শীর্ষ আধিকারিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক
শনিবার রাত ৮টায় ভারতের কোভিড-১৯ পরিস্থিতি ও ভারতে করোনার টিকাদান পরিস্থিতি পর্যালোচনা করার জন্য একটি সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিভিন্ন মন্ত্রকের শীর্ষ আধিকারিকরা এই বৈঠকে অংশ নেবেন বলে জানা গিয়েছে। এদিন রাতেই কি আসবে কোনও বড় সিদ্ধান্ত, তৈরি হয়েছে জল্পনা।
শনিবারও ভারতে করোনার নতুন দৈনিক সংক্রমণের রেকর্ড হয়েছে। এদিন নতুন সংক্রমণ নথিভুক্ত হয়েছে ২,৩৪,৬৯২টি। এই নিয়য়ে পর পর তিন দিন ভারতের দৈনিক নতুন সংক্রমণের সংখ্য়া ২ লক্ষের বেশি হল। শুধু তাই নয়, গত ২৪ ঘন্টাতেই এই বছর করোনভাইরাস জনিত কারণে ভারতে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় ভারতে কোভিডে মৃত্যু হয়েছে ১,৩৪১ জনের। এই পরিস্তিতিতেই এই জরুরি বৈঠক করতে চলেছেন প্রধানমন্ত্রী।
এদিন সকালেই নরেন্দ্র মোদী করোনভাইরাস মহামারির দ্বিতীয় তরঙ্গের মধ্যে কুম্ভ মেলাকে 'প্রতীকী' করার পপরামর্শ দিয়েছিলেন। তার আগে শুক্রবার, মেডিকেল গ্রেড অক্সিজেনের চাহিদা ও সরবরাহের ঘাটতি মেটাতে একটি উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক করেছিলেন তিনি। অন্যদিকে, যে ১১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে গত কয়েকদিনে কোভিড-১৯ মামলার সংখ্যা ব্যাপকভাবে বাড়ছে, সেই রাজ্যগুলির স্বাস্থ্য মন্ত্রীদের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডা. হর্ষ বর্ধন।
বিস্তারিত আসছে...