করোনায় দেশে দৈনিক মৃত্যু ছাড়াল ৪ হাজার, টানা তিনদিন নয়া কেস ৪ লক্ষের উপর

  • গত ২৪ ঘণ্টায় নয়া করোনা আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ১ হাজার
  • একদিনে মৃত্যু ৪ হাজার ছাড়াল
  • চলতি মাসে চারদিন দৈনিক সংক্রমণ ৪ লক্ষের উপর থাকল
  • সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৩৭ লক্ষ ছাড়াল

টানা তিন দিন ভারতে দৈনিক করোনা সংক্রমণ ৪ লক্ষের উপরে থাকল। চলতি মাসে এই নিয়ে মোট চারবার দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ছাড়াল। ১ মে প্রথমবার দৈনিক আক্রান্ত ৪ লক্ষ ছাড়িয়েছিল। গতকালের থেকে কিছুটা কমলেও দেশে গত ২৪ ঘণ্টায় ৪ লক্ষ ১ হাজার করোনা আক্রান্ত হয়েছেন। দেশে এখন সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৩৭ লক্ষ ২৩ হাজার ৪৪৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৪ হাজার ছাড়িয়েছে। ফলে করোনায় দেশে মোট মৃত্যু দাঁড়াল ২ লক্ষ ৩৮ হাজার। দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা এখন ২ কোটি ১৯ লক্ষের কাছাকাছি। কেন্দ্রও লকডাউন ঘোষণা না করলেও জরি হয়েছে নানা কঠোর কোভিড বিধি। দিল্লি, মহারাষ্ট্র, কর্ণাটক, ছত্তিশগড় সহ একাধিক রাজ্যে লকডাউন চলছে। উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, মনিপুরের মত রাজ্যের চলছে কার্ফু।

আরও পড়ুন: কোভিডে একদিনে শতাধিক মৃত্যু বাংলায়, মমতার চিঠির উত্তরে বিপুল সাহায্যের আশ্বাস দিল কেন্দ্র

Latest Videos

এদিকে, আগামী কয়েকটা সপ্তাহ দেশের পক্ষে করোনা পরিস্থিতি কঠিন হতে চলেছে বলেই বিশেষজ্ঞরা জানিয়েছেন। করোনা সংক্রমণ তুঙ্গে ওঠার আশঙ্কা করা হচ্ছে মে মাসের মাঝামাঝি। এদিকে, দ্বিতীয় ঢেউয়ের তীব্রতার মাঝেই এল তৃতীয় ঢেউয়ের আশঙ্কার কথা। গতকালই সরকারের পক্ষ থেকে জানানো হয়, করোনার তৃতীয় ঢেউ আসবেই। তা মোকাবিলার পরিকল্পনা চলছে।  

আরও পড়ুন: দিল্লিতে অক্সিজেন সংকট, সাহায্যের হাত বাড়ালেন রবিনা, ১০০ সিলিন্ডারের ব্যবস্থা করলেন অভিনেত্রী 

প্রসঙ্গত,পয়লা মে দেশে প্রথমবার ভারতে করোনা আক্রান্তের দৈনিক আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ছাড়িয়েছিল। তারপর চারটে দিন সাড়ে ৩ লক্ষের কাছাকাছি ঘোরাঘুরি করলেও, বৃহস্পতিবার তা আবার ৪ লক্ষের গণ্ডি ছাড়িয়েছিল।

Share this article
click me!

Latest Videos

আর ৮ মাস! জুলাই-অগাস্টে রাজ্যে অকাল ভোট হতে চলেছে! জানালেন BJP সাংসদ | BJP News | Samik Bhattacharya
Suvendu Adhikari: 'পুলিশ গরু প্রতি ২০০০ টাকা তোলা তোলে' বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর
'পুলিশ ও তৃণমূলের গুণ্ডারা সর্বত্র ভোট লুট করেছে' মারাত্মক অভিযোগ সুজন চক্রবর্তীর
অসাধ্য সাধন! যথেষ্ট পরিকাঠামো না থাকার সত্ত্বেও ৮০০ গ্রামের শিশুকে বড় করে তুলল বারাসাত মেডিক্যাল
TMC-কে ভোট দিলেই মিলছে ঠোঙা ভর্তি মুড়ি ও চানাচুর! শোরগোল মেদিনীপুরে | Midnapore | WB By election