মাত্র দশ মিনিটে অক্সিজেন পৌঁছে যাবেন, সুরেশ রায়নার পোস্ট দেখা মাত্রই তৎপর সোনু

  • সোনু সুদের সাহায্যে এবার উপকৃত রায়না 
  • সোশ্যাল মিডিয়ায় সাহায্যের আবেদন 
  • পোস্ট করলেন একটি ম্যাসেজ 
  • মুহূর্তে পোস্ট দেখে তৎপর সোনু 

সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় সোনু সুদ। আর সেই অস্ত্র কাজে লাগিয়ে করোনা কালে তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন সাধারণের প্রতি। একের পর এক সেলেবরা সাহায্য করলেও তা ছিল ক্ষণস্থায়ী। তবে সোনু সুদের দরজা কখনও বন্ধ হয়নি। আমফানই হোক বা কর্মহীনতার শিকারই হোক। এক ডাকে সারা পাওয়া যায় তাঁর। পর্দার ভিলেন বাস্তবের হিরোতে পরিণত হয়েছিলেন রাতারাতি। 

আরও পড়ুন- রাজধানীর পরিযায়ী শ্রমিকদের পাশে সানি, ১০,০০০ জনের মুখে তুলে দিলেন খাবার 

Latest Videos

করোনার দ্বিতীয় ঢেউয়েও সোনুর এই কাজ জারি রয়েছে। তৈরি হয়েছে তাঁর বিশেষ টিম। সারা দেশ জুড়ে পৌছে যাচ্ছে তাঁর সাহায্য, ছবিটা বর্তমানে ঠিক এমনই। আর তাই এবার সাহায়্য চাওয়া মাত্রই নজরে এলেন ভারতীয় প্রাক্তন ক্রিকেটর সুরেশ রায়না। তিনি পরিবারের একজনের অসুস্থতার কথা জানিয়ে লিখেছিলেন, দ্রুত একটি অক্সিজেন চাই। এই পোস্টট দেখা মাত্রই উত্তর করলেন সোনু। 

 

 

সোশ্যাল মিডিয়ায় সাফ লিখলেন, তাঁকে যেন বিস্তারিতভাবে সব তথ্য জানানো হয়, তাহলে তিনি দশ মিনিটের মধ্যেই পৌঁছে দেবেন অক্সিজেন। এই পোস্ট দেখা মাত্রই আবারও প্রশংসিত হন সোনু সুদ। জাতীয়স্তরে এভাবে সাহায্য পৌঁছে দেওয়ার ছবিটা  ধরা পড়াছে যে হারে, তা থেকে নিঃসন্দেহে সাধারণের একমাত্র ভরসার জায়গা তৈরি হয়েছে সোনু সুদ। 

Share this article
click me!

Latest Videos

ফিরহাদকে কড়া ডোজ দিলেন শুভেন্দু | Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari #shortsfeed
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন